প্রথমবারের মতো অ্যান্টিম্যাটার পরিবহনের পাত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা
Published: 25th, May 2025 GMT
অ্যান্টিম্যাটার মূলত মৌলিক কণা দ্বারা গঠিত পদার্থ যা স্বাভাবিক পদার্থ তৈরির প্রতিকণা। মহাবিশ্বে পদার্থের বিভিন্ন কণার জন্য একটি অ্যান্টিম্যাটার সংস্করণ রয়েছে যা ঠিক একই রকম হলেও তা বিপরীত বৈদ্যুতিক চার্জযুক্ত। প্রোটনের ধনাত্মক চার্জ থাকলে অ্যান্টিপ্রোটনের ঋণাত্মক চার্জ থাকে। পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এই পদার্থ বহনের জন্য প্রথমবারের মতো দুই মিটার লম্বা বিশেষ ধরনের পাত্র তৈরি করেছেন সার্নের একদল বিজ্ঞানী।
নতুন এই পাত্র তৈরির ফলে ইউরোপের বিভিন্ন গবেষণাগারে অ্যান্টিম্যাটার পরিবহন পথ প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শুরুতে এই পাত্র ব্যবহার করে অ্যান্টিম্যাটার জার্মানিতে অবস্থিত হাইনরিখ হাইন ইউনিভার্সিটি ডাসেলডর্ফে পাঠানো হবে। সার্নের গবেষণাগার থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি।
বিজ্ঞানীদের তথ্যমতে, অ্যান্টিম্যাটার ধূলিকণার সংস্পর্শে অদৃশ্য হয়ে যায়। তাই এ পদার্থ পরিবহনের জন্য বিশেষ ধরনের পাত্র প্রয়োজন। নতুন তৈরি করা বিশেষায়িত পাত্রটিতে অ্যান্টিম্যাটারকে বিচ্ছিন্ন করার জন্য চৌম্বকীয় ফাঁদ ব্যবহার করা হয়েছে। এই পাত্রের মাধ্যমে অ্যান্টিম্যাটার নিয়ে আরও বেশিসংখ্যক বিজ্ঞানী গবেষণা করতে পারবেন।
পৃথিবীর অন্যতম ব্যয়বহুল পদার্থ হচ্ছে অ্যান্টিম্যাটার। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী জিআর শ্মিট, হ্যারল্ড গেরিশ ও জেজে মার্টিন অ্যান্টিম্যাটারের দাম অনুমান করেছিলেন। তখনকার হিসাবে প্রতি আউন্স অ্যান্টিম্যাটারের দাম ধরা হয়েছিল ৬২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। পুরোনো সেই হিসাব অনুযায়ী নতুন পাত্রটিতে সাড়ে ৬২ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি দামের অ্যান্টিম্যাটার বহন করা যাবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
সূত্র: এনডিটিভি
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য পদ র থ র বহন
এছাড়াও পড়ুন:
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্মরণীয় ২৫ মুহূর্ত
নীল জলরাশির সাগর পাড়ের শহর কান। এখানে গত ১৩ মে বসেছিল বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ সিনেমার উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। টানা ১৪ দিনের এই আয়োজনে লাল গালিচা, ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং রাজনৈতিক বার্তায় পরিপূর্ণ ছিল। এবারের উৎসবে আলোচিত ২৫ ঘটনা নিয়েই এই আয়োজন। যে ঘটনাগুলো কানের মঞ্চ থেকে বিশ্ব মঞ্চে আলোচনার ঝড় তুলেছে।
রাজনৈতিক উদ্বোধনী অনুষ্ঠান
এবারর কান উৎসব শুরুই হয়েছে ব্যতিক্রমী বক্তব্য দিয়ে। উদ্বোধনী ভাষণে উপস্থাপক লরাঁ লাফিতে সাহসী শিল্পীদের প্রশংসা করেন। নিজের বক্তব্যে তিনি উল্লেখ করেন আদেল এনায়েলকে, যিনি ২০২০ সালের সিজার অনুষ্ঠানে রোমান পলানস্কিকে পুরস্কার দেওয়ায় প্রতিবাদ করে অনুষ্ঠান ত্যাগ করেছিলেন। অভিনেত্রী ইসাবেল আদজানিকেও স্মরণ করা হয়, যিনি ১৯৮৯ সালে সালমান রুশদির বই থেকে পাঠ করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তখন থেকেই কানের মঞ্চ সিনেমার মঞ্চ থেকে প্রতিবাদের মঞ্চের রূপ নেয়।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন
উদ্বোধনের আগেই ৪০০ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে একটি খোলা চিঠি স্বাক্ষর করেন। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন পেদ্রো আলমোদোভার, রিচার্ড গিয়ার, আদেল এক্সার্কোপুলোস এবং সুসান সারান্ডনের মতো তারকারা। বিষয়টির জন্য বিশ্ববাসী কানের দিকে চোখ ঘুরিয়েছিলেন। পরবর্তীতে কি হয় তা দেখার জন্য।
গাজায় নিহত ফটোজার্নালিস্ট ফাতিমা হাসৌনার স্মরণে
২৫ বছর বয়সী ফাতিমা হাসৌনা। যিনি তাঁর ডকুমেন্টারি Put your hand on your soul and walk -এর জন্য আমন্ত্রিত ছিলেন। এপ্রিল মাসে এক বোমা হামলায় নিহত হন তিনি। তাঁর সম্মানে চলচ্চিত্র প্রদর্শনীর সময় নির্মাতা সেপিদে ফারসি আবেগঘন ভাষণ দেন। যা উপস্থিত সবার মাঝেই হৃদয়বিদারক অবস্থা তৈরি করে।
ডেভিড লিঞ্চকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছেন মাইলেন ফার্মার
উদ্বোধনী অনুষ্ঠানে মাইলেন ফার্মার ডেভিড লিঞ্চকে সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানান। তিনি একটি নতুন গান “Confession” পরিবেশন করেন, যা পরিবেশিত হয় লিঞ্চের চলচ্চিত্র দৃশ্যের সঙ্গে। এই ঘটনায় কানে উপস্থিত সবার মাঝেই অন্যরকম এক আবেগ তৈরি করে।
রবার্ট ডি নিরোকে সম্মান জানান লিওনার্দো ডিক্যাপ্রিও
এবারের কান উৎসবে ডিক্যাপ্রিওর ঝলমলে উপস্থিতি দেখেছে বিশ্ব। উৎসবে ডি নিরোকে “আমাদের প্রজন্মের অনুপ্রেরণা” বলে উল্লেখ করে ডিক্যাপ্রিও তাঁকে সম্মানসূচক পাম ডি’অর প্রদান করেন। দুইজনই মার্টিন স্করসেজির নতুন ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
ট্রাম্পের নীতির সমালোচনায় মার্কিন তারকারা
রবার্ট ডি নিরো সরাসরি ট্রাম্পকে "অজ্ঞ" বলে আখ্যা দেন এবারের উৎসবে। পেদ্রো পাসকাল, নিজেকে অভিবাসীর সন্তান বলে পরিচয় দিয়ে, রাজনৈতিক অবস্থান জানান। ওয়েস অ্যান্ডারসনও ট্রাম্পের নীতিকে ব্যঙ্গ করেন।
মিশন ইম্পসিবলের টম ক্রুজের আগমন
সাদামাটা ঢঙে কান ফিরে এলেও, টম ক্রুজকে বরণ করা হয় লাইভ অর্কেস্ট্রার মাধ্যমে, যা মিশন ইম্পসিবল সিরিজের থিম বাজিয়ে তোলে। এবারের কানে তার উপস্থিতি বহুমাত্রা এনে দেয় উৎসবের। কান ফেস্টিভ্যাল মূলত রেড কার্পেটের জন্য বর্ণিল হয়ে উঠে। এবারের টম ক্রুজের জন্য তা হয়ে উঠেছিল আরও ঝলমলে ও প্রাসঙ্গিক।
অভিনেতা থেকে পরিচালক: স্কারলেট, ক্রিস্টেন ও হারিস
স্কারলেট, ক্রিস্টেন ও হারিস তিনজনই কানে এবার ভিন্ন পরিচয়ে হাজির হয়েছিলেন। অতীত পরিচয় ছাপিয়ে নতুন পরিচয়ও তাদের প্রশংসা এনে দিয়েছে দারুণ।
স্কারলেট জোহানসন পরিচালিত Eleanor the Great, ক্রিস্টেন স্টুয়ার্টের The Chronology of Water, এবং হারিস ডিকিনসনের Urchin ছিলো প্রথম পরিচালনায় সফল পদচারণা।
হাফসিয়া হেরজির আবেগঘন মুহূর্ত
ফাতিমা দাসের আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘লা প্তিত দেঘ্’। সিনেমাটি নিয়ে ইবোর হাফসিয়া হেরজি প্রথম কানের মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সিনেমাটি প্রদর্শনীর পর সবচেয়ে দীর্ঘ করতালিতে প্রশংসা পায় ছবিটি।
ইরানিয়ান পরিচালক জাফর পানাহির ফিরে আসা
২০১০ সালে দমন-পীড়নের শিকার হওয়ার পর প্রথমবারের মতো কানে চলচ্চিত্র উৎসবে আসেন পানাহি। তাঁর নতুন ছবি Un Simple Accident ইরানের দমনমূলক নীতির বিরুদ্ধে একটি সাহসী বার্তা বহন করে। এই ছবির মাধ্যমে ফের কানের লাল গালিচায় আলো ছড়ান তিনি।
পামগাছ পড়ে আহত এক দর্শক
গত ১৭ মে এক বিশাল পামগাছ পড়ে গিয়ে একজন জাপানি দর্শক গুরুতর আহত হন। পরদিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এমন ঘটনা কানে সাধারণত ঘটেনি। ফলে বিষয়টি ছিল কান উৎসবে বেশ আলোচনার কেন্দ্রে।
ডেনজেল ওয়াশিংটনের জন্য বিশেষ পাল্ম দ’অর
স্পাইক লির নতুন ছবি হায়েস্ট টু লুয়েস্ট উপলক্ষে ডেনজেল ওয়াশিংটনকে সম্মানসূচক পাল্ম দ’অর দেওয়া হয়। ১৯ মে সিনেমাটির প্রিমিয়ার হয় উৎসবে। তার আগে লালগালিচায় ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের। ছবি তোলার সময় তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় চিৎকার করে নাম ধরে ডাকেন ছবিশিকারিরা। এক ফটোগ্রাফার চিৎকার করায় ডেনজেল ওয়াশিংটন পাল্টা চিৎকার করে তাঁকে থামতে বলেন। ঘটনা সমাধানের জন্য মুহূর্তেই এগিয়ে আসেন আরও অনেকে। ফলে পরিস্থিতি বেশিদূর গড়ায়নি।
যৌন সহিংসতার অভিযোগে বিতাড়িত দুই ব্যক্তি
থেও নাভারো-মুসি এবং এসিড বিভাগের এক উপ-সভাপতিকে আলাদা কারণে উৎসব থেকে বাদ দেওয়া হয়। কেভিন স্পেসি, যিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুরস্কার পান। এই ঘটনা বিশ্বজুড়ে দারুণভাবে আলোচনার জন্ম দেয়।
নারী নির্মাতাদের গুরুত্ব দেওয়া নিয়ে আক্ষেপ
নিকোল কিডম্যান জানান, তিনি প্রতিশ্রুতি অনুযায়ী আট বছরে ২৭ জন নারী নির্মাতার সঙ্গে কাজ করেছেন, তবে এখনো নারীদের চলচ্চিত্র তৈরি সংখ্যা কম বলে আক্ষেপ করেন।
পোশাক বিতর্ক ও ফ্যাশন দাপট
নগ্নতা ও বাড়তি ট্রেইন নিষিদ্ধ করেছে উৎসব কর্তৃপক্ষ। হ্যালে বেরি শেষ মুহূর্তে পোশাক বদলান। ফ্যাশনের দাপটে ছিলো ইসাবেল ইউপারের ফ্লুরোসেন্ট গাউন, ক্রিস্টেন স্টুয়ার্টের বারমুডা ও ক্যাপ, আর আলেক্সান্ডার স্কারসগার্ডের চামড়ার বুট।
আবারো প্রতিযোগিতায় জুলিয়া ডুকুরনো
২০২১ সালের বিজয়ী ডুকুরনো এবার আলফা নিয়ে কানে। এইচআইভি মহামারিকালে কিশোরীর সংগ্রাম তুলে ধরা হয়েছে ছবিতে। সিনেমাটির মাধ্যমে ফের কানে আলোচনার কেন্দ্রে চলে আসেন জুলিয়া।
প্রথমবার কানে হরর মাস্টার আরি অ্যাস্টার
জোয়াকিন ফিনিক্স ও এমা স্টোনকে নিয়ে অ্যাস্টারের‘এডিংটোন’ কানের মূল প্রতিযোগিতায় আছে। যেখানে উঠে এসেছে আধুনিক আমেরিকার ছায়া।
অদ্ভুত উপস্থিতি: মৌমাছি ও কন্ডোর
ইডিংটনের প্রিমিয়ারে এমা স্টোন ও পেদ্রো পাসকালের দিকে হানা দেয় এক মৌমাছি। আর রাফায়েল কেয়ার্নার কন্ডোর মাসকট নিয়ে লাল গালিচায় চমক দেন।
চুল কেটে চমক দিলেন মিশায়েল ইয়োন ও কেভ অ্যাডামস
নতুন সিনেমার প্রচারে তাঁরা আসেন অদ্ভুত হেয়ারস্টাইলে, যা পরে নিয়ে মজাও করেন তারান্টিনোর সঙ্গে দেখা হওয়ার সময়।
কান চলচ্চিত্র উৎসবে জুলিয়ান অ্যাসাঞ্জ প্রসঙ্গ
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের উপস্থিতি ছিল অন্যতম আলোচিত ঘটনা। তিনি অংশ নেন ইউজিন জারেকি পরিচালিত তথ্যচিত্র The Six Billion Dollar Man-এর প্রিমিয়ারে, যা অ্যাসাঞ্জের জীবনের আইনি ও রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। কানের ফটোসেশনে অ্যাসাঞ্জ একটি টি-শার্ট পরেছিলেন, যেখানে গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের নাম লেখা ছিল। এই পোশাকের মাধ্যমে তিনি গাজায় চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।