প্রথমবারের মতো অ্যান্টিম্যাটার পরিবহনের পাত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা
Published: 25th, May 2025 GMT
অ্যান্টিম্যাটার মূলত মৌলিক কণা দ্বারা গঠিত পদার্থ যা স্বাভাবিক পদার্থ তৈরির প্রতিকণা। মহাবিশ্বে পদার্থের বিভিন্ন কণার জন্য একটি অ্যান্টিম্যাটার সংস্করণ রয়েছে যা ঠিক একই রকম হলেও তা বিপরীত বৈদ্যুতিক চার্জযুক্ত। প্রোটনের ধনাত্মক চার্জ থাকলে অ্যান্টিপ্রোটনের ঋণাত্মক চার্জ থাকে। পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এই পদার্থ বহনের জন্য প্রথমবারের মতো দুই মিটার লম্বা বিশেষ ধরনের পাত্র তৈরি করেছেন সার্নের একদল বিজ্ঞানী।
নতুন এই পাত্র তৈরির ফলে ইউরোপের বিভিন্ন গবেষণাগারে অ্যান্টিম্যাটার পরিবহন পথ প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শুরুতে এই পাত্র ব্যবহার করে অ্যান্টিম্যাটার জার্মানিতে অবস্থিত হাইনরিখ হাইন ইউনিভার্সিটি ডাসেলডর্ফে পাঠানো হবে। সার্নের গবেষণাগার থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি।
বিজ্ঞানীদের তথ্যমতে, অ্যান্টিম্যাটার ধূলিকণার সংস্পর্শে অদৃশ্য হয়ে যায়। তাই এ পদার্থ পরিবহনের জন্য বিশেষ ধরনের পাত্র প্রয়োজন। নতুন তৈরি করা বিশেষায়িত পাত্রটিতে অ্যান্টিম্যাটারকে বিচ্ছিন্ন করার জন্য চৌম্বকীয় ফাঁদ ব্যবহার করা হয়েছে। এই পাত্রের মাধ্যমে অ্যান্টিম্যাটার নিয়ে আরও বেশিসংখ্যক বিজ্ঞানী গবেষণা করতে পারবেন।
পৃথিবীর অন্যতম ব্যয়বহুল পদার্থ হচ্ছে অ্যান্টিম্যাটার। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী জিআর শ্মিট, হ্যারল্ড গেরিশ ও জেজে মার্টিন অ্যান্টিম্যাটারের দাম অনুমান করেছিলেন। তখনকার হিসাবে প্রতি আউন্স অ্যান্টিম্যাটারের দাম ধরা হয়েছিল ৬২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। পুরোনো সেই হিসাব অনুযায়ী নতুন পাত্রটিতে সাড়ে ৬২ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি দামের অ্যান্টিম্যাটার বহন করা যাবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
সূত্র: এনডিটিভি
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য পদ র থ র বহন
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা