সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই  ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’  জারি করেছে সরকার। আজ সোমবার সন্ধ্যায় এই অধ্যাদেশ জারি করা হয়।

এই অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তাঁরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন হচ্ছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ -এর খসড়া অনুমোদন দেওয়া হয়। আজ তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে।
কর্মচারী অভিযোগ করেছেন, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে এই অধ্যাদেশটি করা হয়েছে।

অধ্যাদেশে অনুযায়ী, সরকারি কর্মচারীদের (আইনানুযায়ী সবাই কর্মচারী) চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো, সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যেকোনো কর্মচারীকে তাঁর কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তাঁর কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন; এবং যেকোনো সরকারি কর্মচারীকে তাঁর কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।

এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছিল, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া, চাকরি হতে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে।

আরও পড়ুনপ্রত্যাহার না করা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ চালানোর ঘোষণা কর্মচারীদের৯ ঘণ্টা আগে

তবে অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। কারণ বিভাগীয় মামলা রুজু ছাড়াই শাস্তি দেওয়ার সুযোগ করা হয়েছে। এতে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাঁকে কেন দণ্ড আরোপ করা হবে না সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে, রাষ্ট্রপতি দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করবে পারবেন।

আন্দোলনকারী কর্মচারীরা অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

আরও পড়ুনসচিবালয়ে বিক্ষোভ, এনবিআর অচল, নগর ভবনে তালা৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ত কর সরক র

এছাড়াও পড়ুন:

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ‘এ’ গ্রুপে রাইজিংবিডি

আবারো মাঠে নামছে রাইজিংবিডি স্পোর্টস টিম। খেলবে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫। প্রতিবারের মতো এবারও দেশের খ্যাতনামা ৩২টি মিডিয়া হাউজ নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে আগামী সোমবার।

শনিবার (২৪ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫-এর জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। রাইজিংবিডি পড়েছে ‘এ’ গ্রুপে। প্রথম ম্যাচে রাইজিংবিডি এর প্রতিপক্ষ এটিএন বাংলা।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আলফাজ আহমেদ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সুমন।

আরো পড়ুন:

সহজ লক্ষ্য কঠিন করে হারল যুবারা, বাড়ল অপেক্ষা

ধামরাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

এছাড়া উপস্থিত ছিলেন বিএসজেএর সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্যসচিব ইয়াসিন হাসান।

সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আহ্বায়ক রায়হান আল মুঘনি। এরপর স্বাগত বক্তব্যে যে কোনো চোট এড়িয়ে সবাইকে সচেতনভাবে খেলার আহ্বান জানান বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেছেন, ‘‘এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সব সময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।’’

সাবেক জাতীয় ফুটবলার আলফাজ আহমেদ বলেন, ‘‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা-জানা। ফুটবল খুব কঠিন খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।’’

সমাপনী বক্তব্যে বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘‘স্কয়ার গ্রুপ দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তারা না থাকলে আমাদের এমন আয়োজন সম্ভব হতো না। সাংবাদিকদের মধ্যে যারা সারা বছর কর্মব্যস্ত থাকেন, এই টুর্নামেন্ট তাদের খেলার জন্য দারুণ একটি সুযোগ।’’

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে কে কোন দলে-

‘এ’ গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি। ‘বি’ গ্রুপ— মাছরাঙা, জাগো নিউজ, চ্যানেল ২৪, প্রথম আলো। ‘সি’ গ্রুপ— যুগান্তর, বাংলা নিউজ ২৪, আর টিভি, মানবজমিন। ‘ডি’ গ্রুপ— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ ২৪। ‘ই’ গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, দ্য ডেইলি স্টার, এটিএন নিউজ। ‘এফ’ গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি। ‘জি’ গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত। ‘এইচ’ গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • এনবিআরকে সরকারের একটি স্বতন্ত্র বিভাগে উন্নীত করা হবে: অর্থ মন্ত্রণালয়
  • ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দাবি
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নিয়োগ, পদ ৫৬
  • ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে ৫০ শতাংশ
  • সচিবালয়ে দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে চাকরি, ২০ পদের জন্য করুন আবেদন
  • ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের প্রিলিমিনারির ফল প্রকাশ
  • আবারও শুরু হলো এসসিবি ও চ্যানেল আই ‘কৃষি অ্যাওয়ার্ড’ কার্যক্রম
  • কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ‘এ’ গ্রুপে রাইজিংবিডি