ময়মনসিংহে ৯ দিনে ৭ খুন, ‘তুচ্ছ কারণে’ দীর্ঘ হচ্ছে লাশের তালিকা
Published: 18th, June 2025 GMT
ময়মনসিংহে মাত্র ৯ দিনে অন্তত ৭টি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। ঈদের পরদিন (৮ জুন) থেকে গত সোমবার রাত পর্যন্ত ঘটা এসব খুনের অধিকাংশ ‘তুচ্ছ কারণ’ নিয়ে বিবাদ থেকে ঘটেছে বলে জানাচ্ছে পুলিশ। কখনো ১০ টাকা নিয়ে ঝগড়া, কখনো পূর্ববিরোধ, আবার কখনো পারিবারিক কলহের জেরে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা। এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর দাবি জানান তাঁরা।
সর্বশেষ সোমবার রাত ১০টার দিকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি মোড় এলাকার একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে নবম শ্রেণির স্কুলছাত্র আবু রায়হানের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার হরিণাদি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। ১৩ জুন রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় রায়হানের ভাই মামুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্বজনদের অভিযোগ, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, ‘ঘটনার পর থেকে মেয়েটির পরিবার বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে। তাই ধারণা করছি, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।’
এ ছাড়া সোমবার ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া এলাকায় হাফিজুর রহমান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত রোববার রাত ১১টার স্থানীয় বাজার থেকে বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরদিন স্থানীয় একটি ইটভাটায় তাঁর মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, ইট দিয়ে মাথা থেঁতলে হাফিজুরকে হত্যা করা হয়। তবে আপাতত হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম মিয়া (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়। তাঁকে শুক্রবার রাত ৯টার দিকে গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে পূর্ববিরোধের জেরে কুপিয়ে জখম করা হয়।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, চুরিসহ বিভিন্ন অভিযোগে নাঈমের বিরুদ্ধে থানায় ছয়টি মামলা আছে। সম্প্রতি এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছিলেন নাঈম। এর জেরেই হয়তো তাঁকে হত্যা করা হয়। এ নিয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এর আগের দিন রোববার ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় জোবেদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঈদের দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। তিনি ময়মনসিংহ নগরের কেওয়াটখালী মধ্যপাড়া আকন্দবাড়ি এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। এ ঘটনায় থানায় হত্যা মামলা হলেও রহস্য উদ্ঘাটন করা যায়নি বলে জানিয়েছেন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেন।
১৩ জুন জেলার গৌরীপুরে চায়ের ১০ টাকা বিল দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছাত্রদলের নেতা হুমায়ুন কবীরকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। হুমায়ুন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে। এ ঘটনায় নিহত যুবকের বাবা আবদুল কাইয়ুম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম।
১০ জুন মুক্তাগাছা উপজেলার কুমারগাতা গ্রামে জমিলা খাতুন নামের এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তাঁর নাতি ফেরদৌসের (২২) বিরুদ্ধে। ফেরদৌস মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পুলিশ ও স্বজনেরা দাবি করেছেন। ঘটনার পরপর ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
৮ জুন ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে সাবিনা ইয়াসমিন (৩৫) নামের এক গার্মেন্টসকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সাবিনা ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমীনের মেয়ে। ভালুকা থানার ওসি হুমায়ুন কবীর জানান, সাবিনা ৫০০ টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা করেন স্বামী স্বপন মিয়া (৩৯)। ১৪ জুন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।
হত্যার ঘটনাগুলো বিশ্লেষণ করে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডের ঘটনার অধিকাংশই তুচ্ছ কারণে ঘটেছে। পূর্বপরিকল্পনা করে ঠান্ডা মাথায় হত্যার ঘটনা ঘটছে—এমন নয়, হঠাৎই মাথা গরম করে হত্যার ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তুচ্ছ বিষয় নিয়ে হত্যার ঘটনা রোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ। সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
এসব হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিক সংগঠন ময়মনসিংহ ফোরামের কো-অর্ডিনেটর সাঈদ ইসলাম বলেন, সামাজিক অস্থিরতার পেছনে মানুষের সহশীলতা কমে যাওয়াই দায়ী। এর পেছনে পারিবারিক মূল্যবোধ ও রাজনৈতিক অবক্ষয় প্রত্যক্ষভাবে দায়ী। এ পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তৎপরতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি মোক্ষম রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।
আরও পড়ুনতালাবদ্ধ ঘরে নারীর গলিত লাশ, স্বামী পলাতক০৮ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হত য ক ণ ড র ন ম র এক এ ঘটন য় উপজ ল র স মব র র বব র ঘটন র
এছাড়াও পড়ুন:
চোখে আলো ফেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে কৃষককে হত্যা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চোখে টর্চলাইটের আলো পড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিক মিয়ার মুদিদোকানে যান এরশাদ আলী। এ সময় এরশাদ আলীর চোখে টর্চলাইটের আলো ফেলে বিরক্ত করেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব মিয়া। এ নিয়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়ালে স্থানীয় লোকজন মিটমাট করে দেন। পরে এরশাদ আলীসহ সবাই যে যার মতো বাড়িতে চলে যান।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এরশাদ আলীকে ডেকে নিয়ে আবার কথা-কাটাকাটি ও মারামারিতে জড়ান সাকিব ও তাঁর সঙ্গে আসা কয়েকজন। একপর্যায়ে এরশাদ আলীকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন আহত এরশাদ আলীকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অভিযুক্ত সাকিব মিয়াসহ তিনজনকে আটক করে পুলিশ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত এরশাদ আলীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।