জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল সাড়ে ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা আবু সাঈদের গ্রামের বাড়িতে উপস্থিত হন। শহীদের কবর জিয়ারতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শ্রদ্ধা জানান।

পরে নেতারা জানান, কবর জিয়ারতের পর তারা গাইবান্ধার পথে রওনা হন, যেখানে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর এবং জাহাজ কোম্পানির মোড় অতিক্রম করে টাউন হলে এক পথসভা করার কথা রয়েছে।

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা শহরে গণসমাবেশ, পথসভা, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

এনসিপি নেতাদের ভাষ্য, এই পদযাত্রার লক্ষ্য হলো—জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে স্মরণ করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণজাগরণ তৈরি করা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প ই পদয ত র স ঈদ র এনস প সদস য

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় হাত পাখার সমর্থনে ইসলামী আন্দোলন নেতাদের গণসংযোগ

ফতুল্লার কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে এই গণসংযোগে।প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি অপরিহার্য। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও পিআর পদ্ধতির পুনর্বহাল ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। এই দাবি পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে অটল থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

গণসংযোগ ও পথসভায় কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় হাত পাখার সমর্থনে ইসলামী আন্দোলন নেতাদের গণসংযোগ
  • গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার