Samakal:
2025-07-09@12:21:13 GMT

ইরান থেকে দেশে আরও ৩২ জন

Published: 9th, July 2025 GMT

ইরান থেকে দেশে আরও ৩২ জন

ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরেছেন ৩২ বাংলাদেশি। মঙ্গলবার তারা এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইটে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (কল্যাণ) তৈয়ব আহমেদ আনোয়ারসহ বিভিন্ন কর্মকর্তারা। 

বিমানবন্দর কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে ফেরা এসব যাত্রী বিভিন্ন জেলার বাসিন্দা। বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন সমকালকে জানান, গতকাল সকালে দুই ফ্লাইটে করে দেশে ফেরেন বাংলাদেশিরা।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ১ জুলাই ২৮ বাংলাদেশি দেশে ফেরেন। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন নারী, শিশু  এবং দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা প্রথমে তেহরান থেকে সড়কপথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। পরে করাচি-দুবাই হয়ে ঢাকায় আসেন। 

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে ফেরার জন্য ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছিলেন। তাদের ধাপে ধাপে দেশে আনার পরিকল্পনা ছিল সরকারের। তবে এখন যুদ্ধ না থাকায় নিজ উদ্যোগেও তারা দেশে ফিরতে পারবেন। ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি থাকার তথ্য পাওয়া যায়। তবে সরকারের তালিকাভুক্ত আছেন ৬৭২ জন। তাদের মধ্যে ৬৬ জন শিক্ষার্থী। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে হারানো ৮৪ ফোন উদ্ধার করে মালিকদের দিল পুলিশ

হারিয়ে ফেলা ৮৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (৯ জুলাই) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।

এ সময় মোবাইল ফোন উদ্ধারে সহায়তাকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন পুলিশ কমিশনার। হারানো ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মালিকরা।

আরএমপি জানিয়েছে, এসব মোবাইল ফোন উদ্ধার হয়েছে জুন মাসে। শুধু জুন মাসেই আরো ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের বিভিন্ন থানা থেকে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ফোনগুলো উদ্ধার হয়।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ