হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা, মঙ্গলবার আসবেন শমিত
Published: 6th, October 2025 GMT
৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচ খেলতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী।
লাল-সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলার অপেক্ষায় হামজা। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজার। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ১ গোল ও সতীর্থকে দিয়ে এক গোল করিয়েছেন।
হামজার এক দিন পর আগামীকাল রাতে ঢাকায় আসার কথা রয়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোমের। হংকং ম্যাচের আগে হামজা তিন দিন আর শমিত এক দিন রাকিব হোসেন-তাজ উদ্দিনদের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন।
আরও পড়ুনজন্মদিন কীভাবে কাটাচ্ছেন হামজা০১ অক্টোবর ২০২৫৯ অক্টোবর ঢাকায় খেলার পর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি লেগের ম্যাচ খেলবেন হামজা-শমিতরা। ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরার দুশ্চিন্তা চোট নিয়ে।
জুনে ভুটানের বিপক্ষে ম্যাচে গোল করার পর হামজা চৌধুরী উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিদেশে খরচ চালাতে বছরে ৩ হাজার ডলার পাঠাতে পারবে এসএমই প্রতিষ্ঠান
ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (এসএমই) আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে নতুন সুবিধা দেওয়া হয়েছে। এসএমই প্রতিষ্ঠান বিদেশে ব্যবসার চলতি খরচ চালানোর জন্য বছরে সর্বোচ্চ তিন হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশের বাইরে পাঠাতে পারবে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।
এরই মধ্যে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে, যা এসএমই প্রতিষ্ঠানের মনোনীত একজন কর্মকর্তার নামে ইস্যু করা যাবে। এই কার্ডে প্রাথমিকভাবে ৬০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইন ব্যবস্থায় খরচ নির্বাহ করতে পারবে। তবে ব্যাংকিং ও কার্ড চ্যানেলের মাধ্যমে মোট বার্ষিক সীমা একসঙ্গে তিন হাজার ডলারের বেশি হতে পারবে না।