Prothomalo:
2025-10-06@03:54:25 GMT

তামান্না কি এবার পারলেন

Published: 6th, October 2025 GMT

স্টার্টআপ! নিজের ব্যবসা! ব্যবসা করার একটা ছোট্ট ইচ্ছা সবারই থাকে। কিন্তু প্রতি পদে পদে যে ঝামেলার ভার কি সবাই নিতে পারে? দুই বন্ধু, শিখা রায় চৌধুরী (তামান্না ভাটিয়া) আর অনাহিতা মাকুজিনা (ডায়ানা পেন্টি)। দুজনেই ভালো চাকরি করে। কিন্তু ভাগ্যের ফেরে শিখার কর্মরত কোম্পানিটি কিনে নেন বিক্রম ওয়ালিয়া (নীরজ কবি)। শিখা হঠাৎ করেই চাকরি হারায়। কিন্তু বিক্রমের সঙ্গে শিখার রয়েছে অতীতের এক শত্রুতা। শিখার বাবা সঞ্জয় রায় ছিলেন একজন ব্রিউমাস্টার, তিনি খুব ভালো বিয়ার বানাতেন। সঞ্জয় আর বিক্রম ছিলেন বন্ধু এবং ব্যবসার পার্টনার। কিন্তু বিক্রম সঞ্জয়ের সঙ্গে প্রতারণা করে নিজেই হয়ে ওঠেন এই ব্র্যান্ডের মালিক। পেছনে পড়ে থাকেন সঞ্জয়।

একনজরে
সিরিজ: ‘ডু ইউ ওয়ানা পার্টনার’
ধরন: কমেডি-ড্রামা
পরিচালক: অর্চিত কুমার, কলিন ডি’কুনহা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
অভিনয়: তামান্না ভাটিয়া, ডায়ানা পেন্টি, নকুল মেহতা, জাভেদ জাফেরি, নীরজ কবি, শ্বেতা তিওয়ারি
পর্ব:

ঠিক এই সময়েই অনাহিতার পদোন্নতি হতে গিয়েও হয় না। বড় একটা চুক্তি সফলভাবে সম্পন্ন কারার পরও তার কোম্পানির কাছে সে নিজেকে প্রমাণ করতে পারে না; বরং তাদের ধারণা, সুন্দর চেহারার কারণেই এই সাফল্য! নিজের সঙ্গে হওয়া এ প্রতারণা মানতে না পেরে সে–ও চাকরি ছেড়ে দেয়।

শিখার বাবার এ স্বপ্নকে সত্যি করতে এবার দুই বন্ধু শুরু করে ক্রাফট বিয়ারের ব্যবসা। কিন্তু পদে পদে বাধার সম্মুখীন হয় তারা। বিয়ার বানানো, তহবিল জোগাড় করা, কারখানা ভাড়া করা, নেটওয়ার্কিং, রাজনীতি; একের পর এক বিপদ যেন ওঁত পেতে থাকে। তাদের সম্পর্কেও শুরু হয় টানাপোড়েন। শিখা আর অনাহিতা কী পারে তাদের এ ব্যবসা দাঁড় করাতে? নাকি ব্যবসা শুরুর আগেই হার মানতে হয় তাদের? এমন গল্পই তুলে ধরা হয়েছে ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজটিতে। গত ১২ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া সিরিজটি কেমন হলো?

‘ডু ইউ ওয়ানা পার্টনার’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র টন র ব যবস

এছাড়াও পড়ুন:

তিন মাসে ১২ সিনেমার কয়টি মনে রাখার মতো

সিনেমা শুরু হতে মাত্র এক মিনিট বাকি; কিন্তু হলের পরিবেশ দেখে বোঝা মুশকিল। ভেতরে তো কাউকেই দেখা যাচ্ছে না, তবে কি ভুল হলে...ভাবনা শেষ হওয়ার আগেই এক কর্মী হাজির। টিকিট দেখে নিশ্চিত করলেন, হল নম্বরে ভুল হয়নি। গত মাসে ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নতুন মুক্তি পাওয়া সিনেমা দেখতে গিয়ে এই অভিজ্ঞতা হয়। পুরো হলে দর্শক ছিলেন মাত্র চারজন, শুক্র বা ছুটির দিন ছাড়া গত মাসে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমারই ছিল এই অবস্থা। ‘বাড়ির নাম শাহানা’ আর ‘সাবা’ বাদে গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া বাকি ঢাকাই সিনেমার অবস্থাই ছিল গড়পড়তা।

‘ফেরেশতে’ সিনেমার দৃশ্যে জয়া আহসান, শিমু ও সুমন ফারুক

সম্পর্কিত নিবন্ধ