সরকারি চাকরিজীবী-হাজতিরা আসছেন ভোটের আওতায়: সিইসি
Published: 6th, October 2025 GMT
আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ১০ লাখ লোক— আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি চাকরিজীবী, হাজতিদের ভোটের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ তথ্য জানান তিনি।
আরো পড়ুন:
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতীয় পার্টি
আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি
সিইসি জানান, নির্বাচনকালে দায়িত্বে থাকা সরকারি কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবারই প্রথম বৃহৎ পরিসরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে, যারা অতীতে অনেক সময় ভোট দিয়েও থাকতেন।
সিইসি বলেন, “নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে মিডিয়ার দায়িত্ব অনেক।”
এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার প্রতিরোধে ইলেকট্রনিক মিডিয়ার সজাগ ভূমিকা প্রত্যাশা করেন।
ইসির এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ সকাল ও দুপুরে দুই পর্বে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়, যেখানে প্রায় ৫০ জন অংশ নেন।
আগামীকাল নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য রাজনৈতিক দল ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা চলবে।
সিইসি আশ্বস্ত করেন, সংলাপে আসা বাস্তবসম্মত পরামর্শগুলো কমিশন বাস্তবায়ন করবে।
ঢাকা/এএএম/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সবুজ পাতায় আলোর খেলা
২ / ৭পাতার কিনারে আটকে থাকা আলোর রেখা কুঁড়ি কোমলতাকে আরও স্পষ্ট করে তোলে