জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী অনুসন্ধান দল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলার বাসায় এই বৈঠক হয়।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নির্বাচনী অনুসন্ধান দলের প্রধান মেটে বাক্কেন। তাঁর সঙ্গে ছিলেন সদস্য ম্যানুয়েল ওয়ালি।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।

মাসরুর মওলা সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধিরা নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। এরই অংশ হিসেবে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে ইইউ প্রতিনিধিদল নির্বাচন নিয়ে জাতীয় পার্টির পরিকল্পনা জানতে চেয়েছে।

মাসরুর মওলা জানান, আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে বলেছেন, তাঁরা নির্বাচনমুখী দল। তবে নির্বাচনের আগে যে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন, তা এখনো দৃশ্যমান নয়। অনেক প্রার্থী ও নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ আছে। আবার অনেকের বিদেশযাত্রায় অঘোষিত নিষেধাজ্ঞা আছে। এসব বিষয় দ্রুত সমাধান হওয়া দরকার বলে তিনি ইইউ প্রতিনিধিদের জানান।

বৈঠকে ইইউ প্রতিনিধিদলের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, তাঁরা সব সময় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। ১৯৯০ সালের পর থেকে একটি বাদে সব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে। আগামী নির্বাচনেও জোট গঠন করে জাতীয় পার্টির ভোট করার সম্ভাবনা আছে। তবে কার সঙ্গে জোট হবে, সে বিষয়ে পরে দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রুহুল আমিন হাওলাদার ইইউ প্রতিনিধিদের কাছে অনুরোধ জানান, যাতে তারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে স্বচ্ছতা-নিরপেক্ষতা নিশ্চিত করতে সহায়তা করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৭৫ ওয়ার্ডে ১২৭ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত নিয়মিত পদে কর্মরত স্থায়ী কর্মচারীদের জন্য প্রস্তাবিত ‘অবসারপ্রাপ্ত কর্মচারী অবসরভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালা, ২০২৫’ নীতিগত অনুমোদন দিয়েছে কর্পোরেশনের পরিচালনা কমিটি।

সোমবার (৬ অক্টোবর) নগর ভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির ৯ম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

আরো পড়ুন:

বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

জবি সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ

বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিসহ পরিচালনা কমিটির ২৫ সদস্য সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রথমে ১১ আগস্ট অনুষ্ঠিত ৮ম কর্পোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর আলোচ্য সূচি অনুযায়ী বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পেনশন ও অবসর সুবিধা সংক্রান্ত পরিকল্পনা 
সভায় ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ অনুসরণ করে প্রস্তুতকৃত অবসরভাতা ও সুবিধাদি পরিকল্পনা নীতিগত অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

৭৫টি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্প অনুমোদন
২০২৫-২৬ অর্থবছরে ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডে সড়ক উন্নয়ন খাতে ১৪৮ কোটি টাকা ব্যয়ে মোট ১২৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ সুবিধা
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অবসরকালীন এককালীন চার লক্ষ টাকা প্রদান, চাকরিজীবনের মধ্যে মৃত্যুবরণ করলে দাফন/সৎকারের জন্য দশ হাজার টাকা এবং পরিবারকে এককালীন তিন লাখ টাকা অনুদান প্রদানের একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “প্রলম্বিত বর্ষণে অনেক সড়কের সংস্কারকাজ বিলম্বিত হয়েছে। তবে জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়ক দ্রুত সংস্কার করা হবে।”

সভায় আরো উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মো. শফিকুল ইসলামসহ কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রধানরা।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ