বিএনপি এখন জনপ্রিয়তার শীর্ষে: টুকু
Published: 25th, October 2025 GMT
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘দেশের মানুষের কাছে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এ দলকে ভালোবাসতে গিয়ে অনেকে জীবনকে হুমকির মুখে ফেলেছেন। অনেকে প্রাণ দিয়েছেন। তারপরও দলের জনপ্রিয়তা কমেনি।’’
২৪ এর জুলাই আন্দোলনে দলের তিন শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা।
আরো পড়ুন:
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত
নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মানবে না: সপু
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল ক্লাবে শহরস্থ বিএনপির নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘বিএনপির নেতাকর্মীরা ইস্পাতের চেয়ে শক্ত, সোনার মতো খাঁটি। বিএনপিকে পরাজিত করবে এমন শক্তি বাংলাদেশে হয়নি, আল্লাহর রহমতে। আমাদের দল সঠিক পথে আছে।’’
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘‘দুই দিন আগে জামায়াত দেশের মানুষের কাছে মাফ চেয়েছেন। তারা অপরাধ করছেন, মাফ চাইছেন। গণহত্যা ও মা বোনের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন, তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের মুখে জনগণ ও দেশের কথা মানায় না।’’
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দ প্রমুখ।
টুকু বিকেলে করটিয়ায় অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ ও কৃষক সমাবেশে অংশ নেন। সন্ধ্যায় বিএনপির ৩১ দফা প্রচার শেষে বিশাল মোটরসাইকেল শোডাউন বের করে।
ঢাকা/কাওছার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ব এনপ র স
এছাড়াও পড়ুন:
জনগণ আর সেই পুরোনো রাজনীতির ফাঁদে পা দেবে না: ফখরুল
জনগণ আর সেই পুরোনো রাজনীতির ফাঁদে পা দেবে না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ধন্যবাদ জানাই এই সরকারকে, কারণ ঐকমত্য কমিশনের মাধ্যমে তারা কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার করতে সক্ষম হয়েছে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
আরো পড়ুন:
সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ রাখার দাবি বিএনপির
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
বিএনপির মহাসচিব বলেন, “আজ আমরা এমন এক সময় অতিক্রম করছি, যখন গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে অর্থনীতি ও রাজনীতি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন আমাদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যার মাধ্যমে সব কিছু পুনরায় গুছিয়ে আনার প্রচেষ্টা চলছে।”
এ সময় বিএনপির মহাসচিব কিছু রাজনৈতিক দলের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ আর সেই পুরোনো রাজনীতির ফাঁদে পা দেবে না।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ