বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দৃষ্টি আজ ছিল বসুন্ধরা কিংসের দিকে। এএফসি চ্যালেঞ্জ লিগে কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল ওমানের ক্লাব আল সিবের।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ক্লাবটি। ০-১ গোলে পিছিয়ে থাকা ম্যাচে কিংস পরে এগিয়ে যায় ২-১ গোলে। মনে হচ্ছিল, এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বটা জয় দিয়েই শুরু করতে চলেছেন তপু-রাকিবরা।

কিন্তু কিংসের সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। ম্যাচটা ড্রও হয়নি, শেষ দিকে খেই হারিয়ে দুই গোল হজম করে মারিও গোমেজের দল শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে।

নাসের আল-রাওয়াহির গোলে ৭ মিনিটে এগিয়ে যায় ওমানের ক্লাবটি। বিরতির ঠিক আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগুস্তো ম্যাচে ফেরান কিংসকে। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১।

৫৩ মিনিটে রাকিব হোসেন বাঁ পায়ের শটে কিংস এগিয়ে যায়। তবে এই গোলটিতে আল-সিবের গোলরক্ষক দায় এড়াতে পারবেন না।

৬০ মিনিটে জহির আল আঘবারি সমতা ফেরান, আর ৭৭ মিনিটে কিংসের রক্ষণভাগের দুর্বলতায় আবদুল আজিজ আল মুকবালি জয় নিশ্চিত করেন আল–সিবের।

মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের ক্লাব আল-আনসারের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

আরও পড়ুনআর্থিক ধসে অস্তিত্বের সংকটে বিশ্বের অন্যতম পুরোনো ফুটবল ক্লাব১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রথমার্ধে পিছিয়ে ঋতুপর্ণারা

১২ বছর পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আগের হিসাব পাল্টানোর স্বপ্ন ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের।

তবে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ম্যাচের প্রথমার্ধে সেই স্বপ্নে আপাতত ধাক্কা খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন ঋতুপর্ণা-আফঈদারা।

বাংলাদেশ নারী দল এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে। সেই ম্যাচে ৯–০ গোলের বড় হার দেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ এক যুগ পর আবারও মুখোমুখি দুই দল।

ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা ফল জানার। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথমার্ধেই স্বাগতিকরা এগিয়ে গেছে এক গোল করে।
এ ম্যাচ দিয়েই সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল।

একই সঙ্গে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হলো এই প্রীতি ম্যাচ দিয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩তম, বাংলাদেশ আছে ১০৪ নম্বরে। ম্যাচের আগে গোলকিপার রুপনা চাকমা বলেছিলেন, ‘অবশ্যই সেরাটা দিতে চাই, আমাদের লক্ষ্য জেতা।’

সম্পর্কিত নিবন্ধ

  • ১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রথমার্ধে পিছিয়ে ঋতুপর্ণারা