মাতৃত্বকালীন ভাতার টাকা যাচ্ছে প্রতারকের পকেটে
Published: 11th, January 2025 GMT
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা শরিফা বিবি (৩৩) পাঁচ মাস ধরে সরকারের দেওয়া মাতৃত্বকালীন ভাতার টাকা পাচ্ছেন না। তাঁর মুঠোফোন নম্বরে কোনো খুদে বার্তাও আসে না। হতাশ হয়ে নবজাতক কোলে স্থানীয় ইউনিয়ন পরিষদে যান। ভাতা না পাওয়ার কথা জানালে ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইনের সার্ভারে ঢুকে দেখতে পান, শরিফার হিসাব নম্বরের জায়গা অন্য একটি নম্বর। মাসিক ভাতার টাকা ওই অপরিচিত নম্বরে পাঠানো হয়েছে।
শুধু শরিফা বিবির নন, বাগমারা উপজেলার প্রায় আড়াই হাজার মায়ের সরকারি ভাতার টাকা প্রতারকের কাছে চলে গেছে। প্রথম আলোর অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।
মহিলাবিষয়ক অধিদপ্তর ‘মা ও শিশুসহায়তা কর্মসূচি’র আওতায় অন্তঃসত্ত্ব নারীদের জন্য মাসিক ভাতা চালু করে। প্রতি মাসে ৮০০ টাকা করে এই ভাতা দেওয়া হয়। সুবিধাভোগী নারীরা মুঠোফোনের আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ, রকেট ও বিকাশের মাধ্যমে ভাতার টাকা পেয়ে থাকেন।
উপজেলার আউচপাড়ার বাসিন্দা রোকসানা খাতুন (৩১) প্রথম আলোকে বলেন, নিজের গ্রামীণফোন নম্বরে বিকাশ হিসাব চালু করেছিলেন। কয়েক মাস ওই হিসাবে ভাতার টাকাও এসেছিল। একনাগাড়ে তিন মাস ভাতা না আসায় স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের সহায়তায় উদ্যোক্তার মাধ্যমে জানতে পেরেছেন, তাঁর ভাতার টাকা চলে গেছে অজানা একটি রবি নম্বরে।
উপজেলা মহিলাবিষয়ক দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি মাসে ৯৮ জন অন্তঃসত্ত্বা নারীকে নতুন করে ভাতার আওতায় আনা হয়। এর মধ্যে ১৬টি ইউনিয়নের ৮০ জন এবং দুটি পৌরসভার ১৮ জন তালিকাভুক্ত হন। বর্তমানে বাগমারার মোট ৫ হাজার ৩৯৩ জন নারী মা ও শিশুসহায়তা কর্মসূচির আওতায় সুবিধা ভোগ করছেন।
তিন সপ্তাহ ধরে উপজেলার সব কটি ইউনিয়নের চেয়ারম্যান কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার প্রায় আড়াই হাজার ভাতাভোগীর হিসাব নম্বর পরিবর্তন করে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। সর্বোচ্চ আউচপাড়া ইউনিয়নের ৩১৭ জনের হিসাব নম্বর পরিবর্তন করে ভাতার টাকা সরানো হয়েছে। তবে প্রতারকদের সরিয়ে নেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করে সব কটি বন্ধ পাওয়া যায়।
আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম সাফিকুল ইসলাম অভিযোগ করেন, সরকারি লোকজন যাঁরা ওই দপ্তরের প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁরাই এই জালিয়াতির সঙ্গে জড়িত। প্রতারিত সুফলভোগীদের টাকা ফেরতের ব্যবস্থাসহ জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি।
৩০-৪০ জন উপকারভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মাসে তাঁদের হিসাবে (মুঠোফোন নম্বরে) ভাতার ৮০০ টাকা আসে। পরে স্থানীয় পরিবেশকদের কাছে গিয়ে টাকা তুলে নেন। এই টাকা নিজের পুষ্টিকর খাবার ও নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কাজে ব্যয় করেন। অনেকে শিশুসন্তানের খাবারও কেনেন ভাতার এই টাকায়। তবে কয়েক মাস ধরে অনেকেই টাকা পাচ্ছেন না। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, টাকাগুলো অন্য নম্বরে চলে যায়, যে নম্বরটি তাঁরা সরবরাহ করেননি।
অভ্যাগতপাড়া গ্রামের গৃহবধূ জহুরা বিবি (৩৪) বলেন, তিনি বাংলালিংক নম্বরে নগদের হিসাব চালু করে তা দিয়ে ভাতার জন্য আবেদন করে তালিকাভুক্ত হয়েছেন। অথচ তাঁর ভাতার টাকা চলে যায় একটি গ্রামীণফোন নম্বরে, যেটিতে নগদের হিসাব চালু আছে। ওই নম্বরটি তাঁর নয়।
প্রতারিত নারীরা অভিযোগ করেন, কেন্দ্রীয়ভাবে এই অনিয়ম করা হয়। একমাত্র অধিদপ্তর ছাড়া হিসাব নম্বর পরিবর্তন করা সম্ভব নয়। তাঁদের ভাষ্য, ভাতার টাকা আসার আগমুহূর্তে হিসাব নম্বর পরিবর্তন করা হয়। টাকা ওই প্রতারকদের হিসাবে চলে যাওয়ার পরেই আবার সুবিধাভোগীর হিসাব নম্বর দেওয়া হয়।
সুবিধাভোগীদের টাকা অন্য নম্বরে যাওয়ার অভিযোগ স্বীকার করেন বাগমারা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে উপজেলার ১ হাজার ৪৬৮ জনের টাকা সরিয়ে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি কেন্দ্রীয় দপ্তরকে জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রমাণসহ ঢাকায় মেইল পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময়কালে তিনি দুঃখ প্রকাশ করেন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তারেক রহমান।
পূর্বনির্ধারিত এই বৈঠকে ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পর তারেক রহমান বলেন, “স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি। এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার, তারপরেও আমি, সবাই আছেন, একান্ত পার্সোনাল ব্যাপার, তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের সামনে এখানে আম্মার (খালেদা জিয়া) সময় উনি ডিজি এসএসএফ ছিলেন রুমি সাহেব। রুমি সাহেব উপস্থিত আছেন।” তখন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা সৈয়দ ফাতেমী আহমেদ রুমি জবাব দেন, ‘জি আছি।’
এরপর তারেক রহমান বলেন, “রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরান ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও (খালেদা জিয়া) ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই অ্যাম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আই অ্যাম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।”
এ সময় জবাবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি বলেন, “আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট।”
ঢাকা/ইভা