ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ
Published: 11th, January 2025 GMT
৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো.
সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশন করবে জলের গান। পরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনা নির্মাতা চিউ ঝ্যাংয়ের ছবি ‘মুন ম্যান’। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস চীন।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনা নির্মাতা চিউ ঝ্যাংয়ের ছবি ‘মুন ম্যান’উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলো আজ দেখা যাবে
৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ উৎসবের তৃতীয় দিনে রয়েছে নানা আয়োজন।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন
সকাল সাড়ে ১০টায় রয়েছে কোরিয়ান সিনেমা ‘আইল অফ স্ন্যাকস’। ১১৫ মিনিট ব্যাপ্তির এ সিনেমাটি পরিচালনা করেছেন ইউ-মিন কিম। দুপুর ১টায় রয়েছে নরাওয়ের সিনেমা ‘কোরিওগ্রাফি টুওয়ার্ডস লস’। ৬১ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন আইরিন মার্গ্রেথ কালটেনবর্ন। বেলা ৩টায় থাকছে ভারতের সিনেমা ‘বেলাইন’। ৮৫ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন সৌমিক রায়। সন্ধ্যা ৫টায় থাকছে জাপানের সিনেমা ‘ইউকিকো এ.কে.এ’। ৯৮ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন নাওয়া কুসাবা। রাত ৭টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘এখানে নোঙ্গর’। ১১৭ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী রনি।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন
সকাল সাড়ে ১০টায় দেখানো হবে ইরানের দুটি সিনেমা। এগুলো হলো– ‘চবোকসাভার’। ৩২ মিনিটের এই সিনেমাটি বানিয়েছেন হাদি শরিয়তি। এ সিনেমার পর থাকছে ৮৯ মিনিটের ‘ইরান নওরোজ’। এটি পরিচালনা করেছেন সোহেল মোভাফফগ। দুপুর ১টায় দেখানো হবে ফ্রান্সের সিনেমা ‘কুমাভা: হোয়াট কামস ফ্রম, সাইলেন্স’। ১০৯ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন সারাহ মালগোলে। বেলা ৩টায় থাকছে বুরকিনা ফাসোর ‘দ্য ডেসটিনি অব এ ট্রাক ড্রাইভার’। ৭৮ মিনিটের এ সিনেমার নির্মাতা কাউসে ইসুফ। বিকেল ৫টায় দেখানো হবে রাশিয়ার ‘দ্য রেলওয়ে’। ১০৩ মিনিটের এ সিনেমা পরিচালনা করেছেন আলেক্সি ফেড্রোচেঙ্কো। রাত ৭টায় দেখানো হবে বাংলাদেশের চারটি স্বল্পর্দৈঘ্য সিনেমা। এগুলো হলো– ‘ফুলের পোশাক পোড়ান’, ‘নিষ্প্রাণ’, ‘সেনাপতি দীঘি’ এবং ত্রিরাশ।
জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি
সকাল সাড়ে ১০টায় দেখানো হবে রাশিয়ান সিনেমা ‘ফিলাটিলিয়া’। ১১৩ মিনিটের এ সিনেমা পরিচালনা করেছেন নাটালিয়া নাজারোভা। দুপুর ১টায় প্রদর্শিত হবে চায়নার ‘লাইফ অব লুও সাং’। ৯৫ মিনিটের এ সিনেমা নির্মাণ করেছেন ঝাং গুওডং। বেলা সাড়ে ৩টায় দেখানো হবে ইরানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আই পলিথ্রোনা স্টো পেজোড্রোমিও’ এবং ‘গ্রিস স্টপ ইট’। এরপর থাকছে ভারত ও রাশিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘উই শুড মেক মুভিস এবাউট লাভ’। ৭৪ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন রোমান মিখাইলভ। রাত ৯টায় থাকছে পাকিস্তানের ‘ইন ফ্লেমস’। ৯৮ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন জারার কান।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
সকাল সাড়ে ১০টায় থাকছে ইরাকের ‘দ্য লাস্ট পোস্টম্যান’। ৮৮ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন সাদ আলেসামি। দুপুর ২টা ৪০ মিনিটে থাকছে ভারতের ‘ইন দ্য বেলি অব অ্যা টাইগার’। ৯২ মিনিটের এ সিনেমার নির্মাতা জটলা সিদ্ধার্থ। বেলা সাড়ে ৪টায় থাকছে তুর্কির ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’। ১০১ মিনিটের এ সিনেমার নির্মাতা মেহমেত আলী কোনার।