চালের দাম বাড়ার আর সুযোগ দেব না, বরং কমবে
Published: 22nd, January 2025 GMT
অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভারত, মিয়ানমার, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে ৮-৯ লাখ টন চাল আসবে। আমদানি শুরুর পর চালের দাম বাড়া বন্ধ হয়েছে। মোটা চাল যেটা আছে, সেটার দাম তিন থেকে পাঁচ টাকা কমেছে। আমরা আরও চাল আনতে থাকব। দাম বাড়ার আর সুযোগ দেব না বরং চালের দাম আরও কমবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আমদানি করা খাদ্যদ্রব্য খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা নগরীর পতেঙ্গায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.
সম্পর্কের অবনতি সত্ত্বেও ভারত থেকে চাল আমদানির প্রশ্নে আলী ইমাম মজুমদার বলেন, ‘বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মিলাচ্ছি না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং সেখান থেকে আমদানি খরচ তুলনামূলক কম ও সস্তা। সে জন্য সেখান থেকে পণ্য আমদানি অব্যাহত আছে। পাশাপাশি মিয়ানমার আমাদের কাছে আরও চাল বিক্রি করতে চাচ্ছে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমরা আমদানির ব্যবস্থা করেছি। সব মিলিয়ে ৮-৯ লাখ টন চাল আসবে।’
আসন্ন রমজান মাস ঘিরে খাদ্যদ্রব্যের দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। তা নিয়ন্ত্রণে সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? এমন প্রশ্নে উপেদষ্টা বলেন, ‘রমজান মাসে খাদ্য মন্ত্রণালয় বিশেষ করে চাল ও গম সবচেয়ে বেশি দেখাশোনা করে। বাকি কিছু আইটেম দেখভাল করে টিসিবি। তা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। টিসিবিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে প্রতি উপজেলায় প্রতিদিন দুই টন চাল বিক্রি শুরু হয়েছে এ মাস থেকে। রমজান মাসেও এটি থাকবে। সারাদেশে ৫০ লাখ লোকের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে।। দরিদ্র শ্রেণির ৫০ লাখ লোক মাসে ৩০ কেজি করে চাল পাবে ১৫ টাকা দরে। আশা করছি, রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: খ দ যপণ য রমজ ন ম স টন চ ল আমদ ন
এছাড়াও পড়ুন:
তাহিয়্যাতুল অজুর নামাজ
ইসলামে অজু শুধু পবিত্রতার কাজ নয়; বরং এটি মুমিনকে নামাজ ও ইবাদতের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে। অজুর পর আল্লাহর অন্তরঙ্গ সান্নিধ্য লাভের অন্যতম মহান সুন্নাহ হলো তাহিয়্যাতুল অজু, অর্থাৎ অজু সম্পন্ন করার পরে দুটি রাকাত নফল নামাজ আদায় করা।
নবীজি (স.) ও সাহাবিদের আমলে এর বিশেষ গুরুত্ব ছিল, এবং হাদিসে এই আমলের অসামান্য ফজিলত উল্লেখ আছে।
তাহিয়্যাতুল অজু কী?
তাহিয়্যাতুল অজু হলো অজু সম্পন্ন করার পরে আল্লাহর শোকর আদায়ে দুটি রাকাত নফল নামাজ পড়া।
এটি কিছুটা তাহিয়্যাতুল মসজিদ-এর মতো। যেমন মসজিদে প্রবেশ করলে দুই রাকাত পড়ে মসজিদকে সম্মান জানানো হয়, তেমনি অজু শেষ হলে দুই রাকাত নামাজ পড়ে অজুর নিয়ামতকে সম্মান জানানো হয়।
তাহিয়্যাতুল অজুর ফজিলত
এই আমল সম্পর্কে সবচেয়ে শক্তিশালী দলিল হলো সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস।
সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে আছে, রাসুলুল্লাহ (স.) বিলাল (রা.)-কে জিজ্ঞেস করেন, “বিলাল, জান্নাতে তোমার পদধ্বনি আমি আগে আগেই শুনেছি। তুমি এমন কোন আমল কর যে এতে তুমি এত উত্তম মর্যাদা পেয়েছ?”
বিলাল (রা.) বলেন, “ইসলাম গ্রহণ করার পর থেকে আমি কখনো অজু করলেই সেই অজুর ওপর যা আমার ভাগ্যে লেখা আছে (যতটুকু সম্ভব), দুই রাকাত নামাজ পড়ে নিই।” (সহিহ মুসলিম, হাদিস: ২৪৫৮)
এই হাদিস দ্বারা প্রমাণিত যে অজুর পরে দুই রাকাত নামাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল এবং জান্নাতের উচ্চ মর্যাদা অর্জনের উপায়।
আরও পড়ুনঘুমালে কেন অজু ভঙ্গ হয়০৬ অক্টোবর ২০২৫তাহিয়্যাতুল অজুর হুকুম কী?
সুন্নাতে মুআক্কাদাহ নয়, কিন্তু অত্যন্ত মুস্তাহাব ও গুরুত্বের সঙ্গে সুন্নাহ। অধিকাংশ ফকিহের মতে (ইমাম শাফেয়ী, আহমদ প্রমুখ), এটি খুবই গুরুত্বপূর্ণ মুস্তাহাব (পছন্দনীয়) আমল।
হানাফি মত অনুযায়ী, এটি নফল; করলে বিশাল সাওয়াব, না করলে গুনাহ নেই। ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, “অজু শেষ করে দুটি রাকাত পড়া নবীজির নিয়মিত সুন্নাহ।” (যাদুল মা’আদ, ১/১৯৫, দারুল ফিকর, বৈরুত, ২০০৫)
তাহিয়্যাতুল অজুর নামাজ পড়ার পদ্ধতি
১. অজু সম্পন্ন করা: শুদ্ধ নিয়তে সঠিক পদ্ধতিতে অজু সম্পন্ন করতে হবে।
২. কেবল ইচ্ছা (নিয়ত) করা: মনে মনে নিয়ত করলেই যথেষ্ট যে “তাহিয়্যাতুল অজু’র দুই রাকাত নফল নামাজ পড়ছি।”
৩. দুই রাকাত সাধারণ নফল নামাজ: প্রথম রাকাতে সুরা ফাতিহা ও ছোট একটি সুরা পড়া। দ্বিতীয় রাকাতও একইভাবে পড়া।
৪. সালাম ফিরিয়ে নামাজ শেষ করা
৫. দোয়া করা: অজুর পর দোয়া কবুলের সময়; তাই দোয়া করা উত্তম।
সহিহ হাদিসে এসেছে, “যে ব্যক্তি অজু করে সুন্দরভাবে অজু সম্পন্ন করবে, তারপর দুই রাকাত নামাজ পড়বে গভীর মনোযোগ সহকারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।” (সহিহ মুসলিম, হাদিস: ২৩৪)
আরও পড়ুনঅজু ভাঙার কারণ: পবিত্রতা অর্জনে সতর্কতা১০ জুলাই ২০২৫কোন সময়ে পড়া যাবে?
যেকোনো সময় পড়া যাবে, শুধু নিষিদ্ধ সময় এড়িয়ে চলতে হবে।
সূর্যোদয়ের সময়
সূর্য মধ্যগগণে থাকা অবস্থায়
সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে
এই তিন সময় ব্যতীত বাকি সবসময় পড়া যায়। তবে শাফেয়ী মত অনুযায়ী জরুরি প্রয়োজনে এই সময়গুলোতেও পড়া যাবে, কারণ এটি একটি নির্দিষ্ট কারণে (অজু) সম্পর্কিত নামাজ।
নারীরা কি তাহিয়্যাতুল অজু পড়বেন?
অবশ্যই। ইবাদতে নারী-পুরুষের বিধান একই।
সাহাবিয়ারাও এই নামাজ পড়তেন।
তাহিয়্যাতুল অজুর উপকারিতা
১. হৃদয়ে প্রশান্তি: অজুতে যে শারীরিক শীতলতা ও স্নায়ুর উদ্দীপনা তৈরি হয়, তারপর নামাজ সেই প্রশান্তিকে দ্বিগুণ করে। (ড. ইব্রাহিম আল-ফাকিহ, হিউম্যান সাইকোলজি, কায়রো, ২০১২)
২. মনোযোগ বৃদ্ধি: অজুর পর তৎক্ষণাৎ নামাজ মানসিক একাগ্রতা ও কগনিটিভ স্থিরতা বাড়ায় (Journal of Religion & Health, ২০১৯)
৩. ইবাদতের ধারাবাহিকতা: নবীজির (স.) মতে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো “যেটি নিয়মিত পালন করা হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৪)
অজুর পর নামাজ এই ধারাবাহিকতা নিশ্চিত করে।
সারকথা
অজুর পর দুই রাকাত নফল নামাজই তাহিয়্যাতুল অজু।
হাদিসে এর অসাধারণ ফজিলত এসেছে।
এটি নফল, সুন্নাহ মুতাবিক খুবই পছন্দনীয় আমল।
যেকোনো সময় (তিন নিষিদ্ধ সময় বাদে) পড়া যায।
নিয়ত করেই দুই রাকাত সাধারণ নফল পড়লেই যথেষ্ট।
আরও পড়ুননামাজ ও কোরআন পড়ার আগে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে০৭ আগস্ট ২০২৩