Samakal:
2025-07-05@18:21:14 GMT

বাঁধন

Published: 27th, March 2025 GMT

বাঁধন

দ্বিধান্বিত 
যেদিন প্রসব বেদনা উঠল তোমার, সারা হাসপাতালে স্যাভলনের গন্ধ আর যেন সুগন্ধি বাগানের ঘ্রাণ বইছিল। 
অবশ্য তোমার প্রসব বেদনার চাইতে অন্য কোনো একটা কথা কিছুতেই কান স্পর্শ করছিল না। তা শোনার অবস্থাও ছিল না আমার। কিন্তু যত তোমার আর্তচিৎকার প্রকট হয়, যেন ভ্রমছুট হয়, চারপাশে কত মানুষের কত রকম হাহাকার।
তোমার বেদনার চিল্লানি আর কিছু একটা বলতে চাওয়ার শব্দ এমন অন্ধকার বোধ দিচ্ছিল আমাকে, আমার মাথা কাজ করছিল না, শুধু বলছিলাম, একটু সহ্য করো, এইতো পাশে আছি।
কিন্তু ধীরে ধীরে ভেতরটা ফেটে যাচ্ছিল, তোমার মুখ, তোমার অবয়বের সাথে আমার দেহের দীর্ঘ সাঁতার, স্মরণে যত আসে যত তত মনে হয়, এই বেদনার অর্ধেক ভার যদি নিতে পারতাম? 
কত কষ্টে তোমাকে পেয়েছি আমি। হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ির পরে শূন্যতার দিকে সারাক্ষণ চেয়ে থাকতে, আমি মহাহিংসুটে, দারুণ খুশি ছিলাম তোমাদের এই বিচ্ছেদে। কারণ, তুমি আমাকে ছেড়ে ওর কাছে যখন চলে গেলে, হুহু নদীর দিকে, পুড়ে যেতে সূর্যাস্ত আর মরে যেতে থাকা প্রভাতের দিকে খালি চরাচর বুকে নিয়ে চেয়ে থাকতাম।
কাজ কাকে বলে, ঘুম কাকে বলে, ভুলে গেছিলাম। ফলে প্রচুর ঈর্ষায় প্রতিনিয়ত চেষ্টা করে গেছি, কীভাবে তোমাদের বিচ্ছেদ হয়।
দিনরাত শেষে আমার চেষ্টা সফল হলো। একদিন ফিরে এসে বললে, ও প্রচণ্ড ঠকিয়েছে আমাকে, ও মানুষের জাত না.

..
ওকে দেখিয়ে দিতেই মূলত তুমি দ্রুত আমাকে বিয়ে করো।
নার্স সামনে এসে দাঁড়ালে আমি ট্রেচারে তোমাকে আমূল জড়িয়ে ধরি, তুমি নিস্তেজ কণ্ঠে বললে, তুমি শুনবে না কী বলছি?
আমি কান পাতি, সরি, সরি, বলো। 
তোমার চোখে করুণ রক্তাভ অগ্নি। তুমি আমার হাত চেপে বললে, সবসময় কোনো নারীও বলতে পারে না, তার সন্তানের বাবা কে? হয় না এমন? 
অদ্ভুত প্রচ্ছায়ায় ঢেকে যায় চারপাশ। ভেতরে বল্লম পুঁতে কেউ। পাশ দিয়ে মড়া নিয়ে কাঁদতে কাঁদতে যেতে থাকে কোনো পরিবার, স্যাভলনের গন্ধ যেন পচা কমোডের ভেতর থেকে উঠে আসে, যেন হাড় চুরচুর হয়, রক্ত বেরোয় না। জানালায় পাঙাশ মাছের পেটের মতো ভোর নামছে।
হতভম্ব বোধে নিশ্বাস নিতে কষ্ট হয়, যখন ভেতরে চলে যাচ্ছিলে, অদ্ভুত সান্ত্বনা তোমার, জানু, আমি কিন্তু কনফার্ম না।


(আমি খুব চুজি একজন। হাজার ফেসবুক ফ্রেন্ড আছে। আমি বেশির ভাগ অণুগল্প, কবিতা পোস্ট করি। কে লেখা পড়ে আর না পড়ে মন্তব্য করে বুঝি। 
কিন্তু হাতেগোনা যারা আমার লেখা পড়ে মন্তব্য করে, ঘুরেফিরে সেই ছয় সাত, বা আট নয় শুধু তারাই, সব লেখায় কমেন্ট করেন মুগ্ধতা নিয়ে। নিয়মিত। মুখস্থ হয়ে গেছে নাম। বাকি হাজার হাজার চুপ। ছবিতে লাইক চলে, গল্প-কবিতায় মন্তব্য জরুরি, আমার মনে হয়। ফলে, এত হাজার হাজার, কেন? একমাত্র অণুগল্পেই ট্যাগ করতে বাধ্য হই। নইলে এলাম কেন, ফেসবুকে?) 

রূপের গল্প
মেয়েটির চোখের পাগল ছিল সে। প্রোফাইলের ছবিতে তার চোখ দেখেই টানা বিমোহিত হয়েছিল। 
এভাবেই যোগাযোগ। ক্রমান্বয়ে প্রেম।
ছেলেটি মেঘ ও জলস্রোতে ভাসতে থাকে। একদিন মেয়েটি তার দীর্ঘচুলের একটা ছবি পোস্ট করে। 
ছেলেটা কিছুক্ষণ কথা বলার ভাষা খুঁজে পায় না... এ তোমার চুল? হায় হায়! কেটে ছোট করেছ কেন?
আমি প্রথমেই যদি এই চুলের তোমাকে দেখতাম, প্রেমে পাগল হয়ে যেতাম!
এখন তাহলে কী? পাগল হওনি? ধুর, কী যে বলো! আমি কী তেমন মিন করেছি?
ছেলেটার রাত্রির মধ্যে কলরোল ভস্মতার ছড়াছড়ি তাকে অদ্ভুত এক যাতনার মধ্যে ফেলে দেয়। আহা!
ওই চোখের মেয়ের অত সুন্দর দীর্ঘ চুল! যদি থাকত? সে কী তাহলে সেকেলে?
তার বাবা যেমন মার চুল দেখে পাগল হয়ে বিয়ে করেছিলেন, সেও আধুনিক যুগে এসেও...
ছটফট করতে করতে ফোন দেয়, ঘুমোচ্ছিলে?
কেন? আরষ্ট কণ্ঠে মেয়েটি বলে, কিছু বলবে?
মানে, ছেলেটি মশারি পেরোনো ঘরের আলোছায়ায় চোখ ঘোরায়, চুল কাটার বুদ্ধিটা তোমাকে কে দিয়েছিল?
কী? চুল কাটা? আমি নিজের ইচ্ছেয় কেটেছি।
প্রচুর ছেলে আমাকে ফেলে আমার চুলের প্রেমে পড়ত।
আসলে মূল কারণ অন্য, একটা ইন্টারভিউয়ে পড়েছিলাম, অমিতাভ বচ্চন জয়া ভাদুড়ির চুল দেখে প্রেমে পড়ে বিয়ে করেছিলেন। আমি তাজ্জব! জয়া এটা মেনে নিল? তারা নিজেদের শিক্ষিত দাবি করে? 
এসবকে ভালোবাসা বলে? 
ছেলেটি চুপসে গিয়ে তোতলায়, তোমার চোখের প্রেমে পড়ে কেউ?
আরে? পড়েনি আবার, কিন্তু আমার চোখ যেহেতু, 
বাদ দাও, আসলে এসবকে প্রেম বলে? 
তা ঠিক বলেছ। আসলেই সম্পর্কের মধ্যে মানুষ বড় ব্যাপার, মানুষের মন বড় ব্যাপার। 
রহস্যময় কণ্ঠে হাসে মেয়েটি, সত্যিই তা বিশ্বাস করো? 
ছেলেটির কণ্ঠ যেন চেঁচায়, অবশ্যই।
এখন বলো, আমাদের কবে দেখা হবে? 
মেয়েটি বলে, কত দূরে থাকি, পাসপোর্ট না পাওয়া পর্যন্ত কীভাবে দেশে ফিরি?
এইভাবে দিনরাত্রি চলতে থাকে।
ছেলেটা বিভোর হয়ে মেয়েটির চোখ দেখে আর ভাবে, ভাগ্যিস, চোখ ছোটবড় করা যায় না।
দাম্পত্যে সুখী ছিল ছেলেটা। 
মেয়েটিকে এ ব্যাপারটা পুরো গোপন করে গিয়েছিল। 
তার স্ত্রী স্বামীর পরকীয়া টের পেয়ে যায়। এরপর ঝগড়া, অশান্তি, বলা যায় বউয়ের ভালো উপার্জনেই তাদের সংসার চলত।
প্রচণ্ড কষ্ট পেয়ে অপমানবোধ থেকে তার স্ত্রী প্রথমে বাবার বাড়ি চলে যায়, এরপর ডিভোর্স লেটার পাঠিয়ে বলে, আর যদি এক পা এগোও, তবে তোমাকে পুলিশে দেব।
ছেলেটা একদিকে হাঁপ ছেড়ে বাঁচে।
কারণ মেয়েটি তাকে বলেছিল অগাস্টে সে দেশে আসবে। 
এখন জুলাই চলছে। 
ছেলেটা পাগলের মতো হাউমাউ করে বলে, এবার এসে তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি সুইসাইড করব।
হঠাৎ চারপাশ স্তব্ধ। যেন অজগরের মতো পেঁচিয়ে নামতে থাকে অন্ধকার। 
মেয়েটি কোথাও নেই। দিন যায়, মাস যায়... কোনো খবর নেই।
না ফেসবুকে, না ফোনে। ছেলেটা অফিস যাওয়া ভুলে যেতে থাকে। 
দুটো অদ্ভুত চোখ তার চারপাশে দিনরাত চক্রাকারে পাক খেতে থাকে। 
ছেলেটা নিঃসীম এক শূন্যের মধ্যে ঝুলতে থাকে। 
হঠাৎ মধ্যরাতে ফোন, মেয়েটি অস্ফুট কণ্ঠে বলে, আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না গো!
মানে? ছেলেটার সর্ব অস্তিত্বে বিদ্যুৎতরঙ্গ ছুটে যায়।
তোতলায় মেয়েটি, আসলে, মানে তোমাকে বলা হয়নি, আমি দুরারোগ্য অসুখে যখন দিনের পর দিন অন্ধ হচ্ছিলাম, তখন একটা ঝুঁকির 
অপারেশন করিয়েছি। পজেটিভ সম্ভাবনা ছিল না। তাও সাহস করেছি। ব্যর্থ হয়েছি।
ছেলেটার কণ্ঠ শুকিয়ে শিরদাঁড়ায় টান পড়ে যেন, সে শব্দ হারিয়ে ফেলে, তুমি আমাকে...
কেন বলিনি? মেয়েটির কণ্ঠ রহস্যময় হয়ে ওঠে, আসলে আমার দৃষ্টি তোমার বিষয় ছিল না। কেন তুলব সে প্রসঙ্গ? 
আমার চোখ কিন্তু দেখতে আগের মতোই আছে।
এত তাজ্জব হচ্ছ কেন? থাকলে হা হা তুমিই তো বলেছিলে, প্রেম থাকলে মানুষ বড় ব্যাপার, তার মন বড় ব্যাপার... v
 

উৎস: Samakal

কীওয়ার্ড: বড় ব য প র আম র চ

এছাড়াও পড়ুন:

শক্ত হস্তে দমনই সংগত

দেশে অব্যাহত মব সন্ত্রাসের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যেই তীব্র প্রতিক্রিয়া জানাইয়াছে, উহা সংগত। আমরাও মনে করি, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ১০ মাসাধিকাল পরেও উচ্ছৃঙ্খল জনতা এইভাবে আইন স্বীয় হস্তে তুলিয়া লইতে পারে না। চট্টগ্রামের পটিয়া, কুমিল্লার মুরাদনগর, লালমনিরহাটের পাটগ্রাম, ফরিদপুরসহ সমগ্র দেশে ‘মব সন্ত্রাস’ অব্যাহত থাকিবার কারণে উক্ত রাজনৈতিক জোট ও দলগুলি শুক্রবার পৃথক বিবৃতি দিয়া উদ্বেগ প্রকাশের পর সংশ্লিষ্টদের নিদ্রাভঙ্গ হইবে বলিয়া আমরা প্রত্যাশা করি। 

সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে আমরা দেখিতেছি, শুধু গত সপ্তাহেই মব সন্ত্রাসের বলি হইয়াছেন ছয়জন মানুষ। বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাব অনুসারে, গত বৎসরের ৫ আগস্টের পর হইতে ১০ মাসে অন্তত ১৪৩ জন মব সন্ত্রাসে প্রাণ হারাইয়াছেন। অপর মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, সংখ্যাটা ১৭৯। এই একই সময়ে মব সৃষ্টি করিয়া অনেক মাজার ও আখড়া ভাঙিবার পাশাপাশি ভিন্ন মতাবলম্বীদের উপরও হামলা হইয়াছে। ধর্মীয় ও নৃগোষ্ঠীগত সংখ্যালঘুর ওপর নির্যাতন চলিয়াছে, নারীর ক্রীড়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হইয়াছে। পাঠাগারও পায় নাই রেহাই। একই বেআইনি প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, ভাস্কর্য ও ম্যুরাল ভাঙার ঘটনাও অব্যাহত রহিয়াছে।

দুর্ভাগ্যবশত, এই সকল ঘটনার বহুলাংশেই আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করিয়াছে। কোনো কোনো ঘটনায় পুলিশ নিজেও মব সন্ত্রাসের শিকার হইয়াছে। এই ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ নিজেরাই চাপের মুখে রহিয়াছে, সত্য; কিন্তু মূলধারার রাজনৈতিক দলসমূহের ভূমিকাও বিস্ময়ের জন্ম দেয় বৈকি। অন্যদিকে, মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার নিছক বিবৃতি দিয়াই দায়িত্ব শেষ করিতে চাহিয়াছে। সরকার যদি আন্তরিকভাবেই পুলিশকে স্বাধীনভাবে তাহার দায়িত্ব পালন করিতে দিত তাহা হইলে ঘটনাগুলি এড়ানো যাইত বলিয়া আমরা মনে করি। ইহাও উল্লেখ করা প্রয়োজন, যেই পুলিশকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আন্দোলন বন্ধে ইতোমধ্যে বেশ তৎপর দেখা গিয়াছে, সেই পুলিশের মব সন্ত্রাসের ঘটনা নীরবে সহ্য করিবার কথা নহে। 

এই কথা আমরা পূর্বেও বলিয়াছি, কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে জনরোষ এক কথা আর মব সন্ত্রাসের মাধ্যমে কাহারও বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ সম্পূর্ণ ভিন্ন। উপরন্তু, আইনের শাসন রহিয়াছে এইরূপ কোনো রাষ্ট্রে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হস্তে আইন তুলিয়া লইবার সুযোগ নাই। একটা রাষ্ট্রে বা সমাজে যখন দীর্ঘদিন ধরিয়া মব সন্ত্রাস চলে, তখন সেইখানকার সমাজও মাৎস্যন্যায়ে ভরিয়া যায়। শুভ বোধসম্পন্ন নাগরিকগণ এই পরিস্থিতি কামনা করিতে পারে না। তাই মব সন্ত্রাসসহ সকল সহিংসতা বন্ধে অবিলম্বে সরকারকে যদ্রূপ জাগিয়া উঠিতে হইবে তদ্রূপ রাজনৈতিক দলসমূহকেও দায়িত্বশীল আচরণ করিতে হইবে। সমাজের সচেতন মানুষেরও সক্রিয় হইবার প্রয়োজন রহিয়াছে বৈকি।

সম্পর্কিত নিবন্ধ