পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীণ ভবন থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
Published: 10th, April 2025 GMT
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীণ একটি ভবনের ১০ তলা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
পুলিশের জানিয়েছে, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে কয়েকটি ভবনের নির্মাণকাজ চলছে। এর মধ্যে ছাত্রহলের একটি ভবনের ১০ তলায় লাশটি পড়ে ছিল। নির্মাণশ্রমিকেরা কাজে গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি দেখতে পান। তাঁরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।
পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, নিহতের গলায় দড়ি ছিল। তবে লাশটি পচে নিচে পড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশের ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম গতকাল রাত ১২টার দিকে বলেন, লাশটি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপত্তাকর্মীর (আনসার সদস্য) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কিছুই এখনো নিশ্চিত নয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের
ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।
পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।