কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকার সোনাইছড়ি খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই ইউপির ইলিশিয়াপাড়ার কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানান, দুজন শিশু খেলার সময় খালের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।

শিশুদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঢাকা/তারেকুর/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জুলাই গণ–অভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞাপ্তিতে কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জাগ্রত থাকবে এখানকার মানুষের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে। জুলাই জাগ্রত থাকবে সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক জীবনে জুলাইয়ের শিক্ষাকে চর্চার মধ্য দিয়ে। জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে, তা ভবিষ্যতের সব লড়াই–সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। যুগে যুগে তাঁরাও এই লড়াইকে স্মরণ করবেন, স্মরণ করবেন এই লড়াইয়ের শহীদদের।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মসূচিগুলো হলো—১ থেকে ১৫ জুলাই: শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ; ১৬ জুলাই: দেশব্যাপী শহীদ আবু সাঈদ দিবস পালন ও শহীদদের স্মরণ; ১৭ জুলাই থেকে ৪ আগস্ট: বিভিন্ন জেলায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, মোমবাতি প্রজ্বালন, সাইকেল র‍্যালি ইত্যাদি; ২৬ জুলাই: ‘কারফিউ ভাঙ্গার গান’; ৯ আগস্ট: ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাপনী সমাবেশ ‘জুলাই জাগরণী’ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিবন্ধ