বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চাওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যাহার করা হয়েছে তাকে।

রাত পৌনে আটটার দিকে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অফিস আদেশে ওই ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন ইটনা থানার ওসি মো.

মনোয়ার হোসেন। এ–সংক্রান্ত একটি অডিও রেকর্ড সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়।

কথোপকথনে ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, ‘সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন। তোমরা যে ১৮ লাখ টাকার কাজ করে ১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না। খাইয়া যে একটু দোয়া কইরা দেই বৈষম্যবিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের ওপরে টাকা আইনা আগের জিলাপি খাওয়াইতাম। দোয়াডা হইল সবার আগে।’ 

অডিওতে ওসিকে আরও বলেন, ‘ঠিক আছে, তাহলে জিলাপির অপেক্ষায় রইলাম, নাকি?’

এ সময় অপর পক্ষ থেকে বলতে শোনা যায়, ‘শুধু জিলাপি না, অন্য কিছু?’ ওসি বলেন, ‘না না, জিলাপি হইলেই হইব। এক প্যাঁচ, আধা প্যাঁচ জিলাপি দিলে হইব। বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইল আর কী, বোঝ না?’ 

এ সময় ছাত্রনেতা বলেন, ‘বিলটিল পাই, একটা অ্যামাউন্ট দেখবনে।’ এ কথার উত্তরে ওসি বলেন, ‘ঠিক আছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ওসির সঙ্গে মুঠোফোনে ওই কথোপকথনে অপর প্রান্তে ছিলেন আফজাল হুসাইন ওরফে শান্ত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক। তিনি ইটনা সদর ইউনিয়নের ফসলরক্ষা বাঁধের কাজ করেছেন।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মো. নাজমুল ঠাকুর নামে ইটনা সদর ইউনিয়নের বলদা খেয়াঘাট থেকে শেরপুর সেতু পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার ডুবন্ত বাঁধ নির্মাণ প্রকল্প বাঁধ মেরামতের একটি কাজ রয়েছে। এর প্রাক্বলিত মাটির পরিমাণ ৯ হাজার ৬ দশমিক ৫৩ ঘন মিটার। প্রাক্বলিত ব্যয় ১৯ লাখ ৩৫ হাজার টাকা। আফজাল হুসাইনের দাবি এই কাজই তিনি করেন। নাজমুল ঠাকুর তার ব্যবসায়ী পার্টনার। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিয়ে স্থগিত: হবু স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন গায়ক পলাশ?

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। গত কয়েক দিন ধরে বিয়ের আনন্দে মেতেছিলেন তারা। রবিবার (২৩ নভেম্বর) সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। ফলে স্থগিত করা হয় তাদের বিয়ে।  

এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু বর পলাশ মুচ্ছাল। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন এই গায়ক। এরই মাঝে ইনস্টাগ্রামে এক নারীর সঙ্গে গায়ক পলাশের চ্যাটের (কথোপকথন) স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় (রেডিট) ভাইরাল হয়েছে। এ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর নাম মেরি ডিকস্টা। 

আরো পড়ুন:

ধর্মেন্দ্রর সেরা পাঁচ চরিত্র

ধর্মেন্দ্রকে কেন ‘সুপারস্টার’ বলা হয়নি?

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মেরি ডিকস্টা তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্ক্রিনশটগুলো পোস্ট করেন। পরে তা রেডিটে ছড়িয়ে পড়ে। মেরির সঙ্গে চ্যাট করার সময় ক্রিকেটারের সঙ্গে ‘লং-ডিস্ট্যান্স’ সম্পর্ক নিয়ে কথা বলেন পলাশ। এরপর মেরির সঙ্গে ‘ট্যুরে’ যাওয়ার বিষয়ে কথা বলেন।  

এ নারীর প্রতি গায়কের বার্তাগুলো বেশ ফ্লার্টি মনে হয়, কারণ ওই নারীর সৌন্দর্যের প্রশংসাও করেছে পলাশ। তাছাড়া পালাশ ওই নারীকে সাঁতার কাটতে, পরে স্পা-তে এবং তারপর ভোর ৫টার দিকে মুম্বাইয়ের ভারসোভা বিচে তার সঙ্গে যোগ দিতে বলেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, সে কি স্মৃতিকে ভালোবাসেন? তখন পালাশ বিষয়টি এড়িয়ে যায়। 

স্ক্রিনশটগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনরা পালাশকে নিয়ে কটুক্তি করছেন। একজন রেডিট ব্যবহারকারী দাবি করেন—“আমি ২০১৬–১৭ সালের দিকে পালাশকে অনুসরণ করতাম। তখন তার একজন ডাক্তার বান্ধবী ছিল। দেখে মনে হয়েছিল তারা সম্পর্কটাকে বেশ সিরিয়াসলি নিচ্ছিলেন। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। কারণ জানা যায়, পলাম মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে। সুতরাং এবারও সে প্রতারণা করার সম্ভাবনা রয়েছে। কারণ বলা হয়—‘একবার প্রতারক হলে সবসময়ই প্রতারক।” 

প্রতারণার অভিযোগে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন গায়ক পলাশ। এ নিয়ে টুঁ-শব্দ করেননি তার হবু স্ত্রী স্মৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পকে তোষামোদের উপায় রুশ কর্মকর্তাকে শিখিয়েছেন মার্কিন দূত
  • বিয়ে স্থগিত: স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ খুললেন গায়কের মা
  • বিয়ে স্থগিত: হবু স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন গায়ক পলাশ?