নতুন সিরিজের তিনটি মডেলের স্মার্টফোন প্রকাশ করেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। সিরিজের তিনটি মডেল যথাক্রমে– নোট ৫০, নোট ৫০ প্রো আর নোট ৫০ প্রো প্লাস। তিনটি মডেলই বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা।
সব মডেলের ডিজাইনে মেটাল ফ্রেম, পারফরম্যান্স আর এআই প্রযুক্তির মিশেল রয়েছে বলে নির্মাতারা জানান। ডিসপ্লে অংশে রয়েছে ৬.
জানা গেছে, সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফাস্টচার্জ ৩.০ প্রযুক্তি, যা দ্রুত চার্জিং পরিষেবা দেবে। ৫০ প্রো+ মডেলে ১০০ ওয়াট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ সুবিধা রয়েছে। ব্র্যান্ডটি প্রথমবার সেন্সরকেন্দ্রিক স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের পরিমাণ মনিটর করা যাবে।
সিরিজের ৫০ আর ৫০ প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট চিপসেট। অন্যদিকে নোট ৫০ প্রো+ মডেলে থাকছে নেক্সট-জেন ৪ ন্যানোমিটার ডাইমেনসিটি, ৮ হাজার ৩৫০ আলটিমেট, ৫.৫ জি চিপসেট, যা স্মুথ মাল্টিটাস্কিং আর গেমিং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।
সব মডেলে থাকবে ডিপসিক এআই, ওয়ান-ট্যাপ এআই ক্যামেরা ও স্ক্রিন এবং এআই নয়েজ মিউট– যার মাধ্যমে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্লিকেশন, কাজের ধরন বা পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী কার্যক্ষমতা সামঞ্জস্য করতে পারে। নতুন থাকছে বায়ো-অ্যাকটিভ এআই লাইট, যা নোটিফিকেশন ও লাইভ লাইটিং ইফেক্ট প্রদর্শন করে।
কার্লকেয়ার পরিষেবায় থাকবে ১০০ দিন স্ক্রিন ড্যামেজ সুরক্ষা, ফ্রি ফার্ম ক্লিনিং, ফাস্ট রিপেয়ার আর সার্ভিস ডে অফার, যা এস-ভিআইপি কার্ডে নিশ্চিত করা হবে।
আগ্রহীর সুবিধার্থে পাম পের সঙ্গে অংশীজন চুক্তিতে শূন্য ইএমআই পাওয়া যাবে। ফলে ২০ ভাগ ডাউন পেমেন্ট দিয়ে ফোনটি কেনা যাবে।
চার মাসে কিস্তিতে দাম পরিশোধ করা যাবে। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীর জন্য ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা উপভোগের
সুযোগ দেবে মডেল তিনটি। রঙের বৈচিত্র্যে সিরিজের স্মার্টফোনে থাকছে টাইটেনিয়াম গ্রে আর পার্পল।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন ট ৫০ প র
এছাড়াও পড়ুন:
নামাজ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে নির্বাচনে জামায়াত: মাও.মইনুদ্দিন
নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বন্দর সাংগঠনিক দক্ষিণ থানার অন্তর্গত ফরাজীকান্দা বড় জামে মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময়কালে একথা বলেন সংগঠনটির নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ।
বৃহস্পতিবার বিকালে বন্দর সাংগঠনিক দক্ষিণ থানার অন্তর্ভুক্ত এরিয়ায় অবস্থিত ফরাজীকান্দা বড় জামে মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়।
মতবিনিময় শেষে শুরু হয় গণসংযোগ। ফরাজীকান্দা বড় জামে মসজিদ থেকে গণসংযোগটি শুরু হয়ে ফরাজীকান্দা উপজেলা রোড, মদনগঞ্জ কবরস্থান রোড, ইসলামপুর রোড, পি এম রোড, টিক্কার মোড় এবং এম এন ঘোষাল রোড প্রদক্ষিণ করে মদনগঞ্জ বাজারে এসে শেষ হয়। গণসংযোগ শেষে মদনগঞ্জ বাজারে নাসিক ১৯ নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
গণসংযোগ পূর্বে ফরাজীকান্দা বড় জামে মসজিদে মতবিনিময়কালে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে এদেশে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে।"
তিনি জাকাত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, "জাকাত ব্যবস্থা চালু হলে এদেশের মানুষ না খেয়ে থাকবে না।"
তিনি উপস্থিত জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, "ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামীক দল তথা কোরআন ভিত্তিক দলকে ভোট দিয়ে মনোনীত করবেন।"
উক্ত গণসংযোগ ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সাংগঠনিক বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুর রহমান জাফরী, সেক্রেটারি কাজী মামুন,নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, বন্দর উত্তর থানা সেক্রেটারি জহিরুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।