নতুন সিরিজের তিনটি মডেলের স্মার্টফোন প্রকাশ করেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। সিরিজের তিনটি মডেল যথাক্রমে– নোট ৫০, নোট ৫০ প্রো আর নোট ৫০ প্রো প্লাস। তিনটি মডেলই বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা।
সব মডেলের ডিজাইনে মেটাল ফ্রেম, পারফরম্যান্স আর এআই প্রযুক্তির মিশেল রয়েছে বলে নির্মাতারা জানান। ডিসপ্লে অংশে রয়েছে ৬.
জানা গেছে, সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফাস্টচার্জ ৩.০ প্রযুক্তি, যা দ্রুত চার্জিং পরিষেবা দেবে। ৫০ প্রো+ মডেলে ১০০ ওয়াট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ সুবিধা রয়েছে। ব্র্যান্ডটি প্রথমবার সেন্সরকেন্দ্রিক স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের পরিমাণ মনিটর করা যাবে।
সিরিজের ৫০ আর ৫০ প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট চিপসেট। অন্যদিকে নোট ৫০ প্রো+ মডেলে থাকছে নেক্সট-জেন ৪ ন্যানোমিটার ডাইমেনসিটি, ৮ হাজার ৩৫০ আলটিমেট, ৫.৫ জি চিপসেট, যা স্মুথ মাল্টিটাস্কিং আর গেমিং অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।
সব মডেলে থাকবে ডিপসিক এআই, ওয়ান-ট্যাপ এআই ক্যামেরা ও স্ক্রিন এবং এআই নয়েজ মিউট– যার মাধ্যমে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্লিকেশন, কাজের ধরন বা পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী কার্যক্ষমতা সামঞ্জস্য করতে পারে। নতুন থাকছে বায়ো-অ্যাকটিভ এআই লাইট, যা নোটিফিকেশন ও লাইভ লাইটিং ইফেক্ট প্রদর্শন করে।
কার্লকেয়ার পরিষেবায় থাকবে ১০০ দিন স্ক্রিন ড্যামেজ সুরক্ষা, ফ্রি ফার্ম ক্লিনিং, ফাস্ট রিপেয়ার আর সার্ভিস ডে অফার, যা এস-ভিআইপি কার্ডে নিশ্চিত করা হবে।
আগ্রহীর সুবিধার্থে পাম পের সঙ্গে অংশীজন চুক্তিতে শূন্য ইএমআই পাওয়া যাবে। ফলে ২০ ভাগ ডাউন পেমেন্ট দিয়ে ফোনটি কেনা যাবে।
চার মাসে কিস্তিতে দাম পরিশোধ করা যাবে। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীর জন্য ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা উপভোগের
সুযোগ দেবে মডেল তিনটি। রঙের বৈচিত্র্যে সিরিজের স্মার্টফোনে থাকছে টাইটেনিয়াম গ্রে আর পার্পল।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন ট ৫০ প র
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় পড়াশোনা: ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা (ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার—ওএসএইচসি) গ্রহণ এখনো বাধ্যতামূলক শর্ত হিসেবেই বজায় রয়েছে। দেশটিতে পা রাখার আগেই পুরো ভিসার মেয়াদজুড়ে এই স্বাস্থ্যবিমা থাকতে হবে—এমন নির্দেশনা পুনরায় জোরদার করেছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাঁদের নির্ভরশীলেরা, যেমন স্ত্রী/স্বামী ও ১৮ বছরের কম বয়সী সন্তান—অনুমোদিত প্রদানকারীর কাছ থেকে স্বাস্থ্যবিমা নিতে বাধ্য। এটি না থাকলে ভিসা–জটিলতা, এমনকি ভিসা বাতিলের ঝুঁকিও তৈরি হতে পারে।
স্বাস্থ্যবিমা কেন গুরুত্বপূর্ণঅস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা ব্যয় তুলনামূলক বেশি। ওএসএইচসি শিক্ষার্থীদের সাধারণ চিকিৎসক (জিপি) দেখানো, নির্দিষ্ট হাসপাতাল চিকিৎসা এবং জরুরি সেবার খরচ বহনে সহায়তা করে। এটি দেশটির ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের প্রধান শর্তগুলোর একটি।
এই স্বাস্থ্যবিমা দেশে প্রবেশের আগেই চালু থাকতে হবে এবং ভিসা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখতে হয়।
ছবি: ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ওয়েবসাইট থেকে নেওয়া