চট্টগ্রাম জেলা প্রশাসনের চেইনম্যান করিমের বাড়ি ক্রোক দুদকের
Published: 3rd, July 2025 GMT
চট্টগ্রাম জেলা প্রশাসনের চেইনম্যান আহম্মদ করিমের চার তলা বাড়ি ও জমি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ক্রোক করা বাড়িটির বর্তমান মূল্য ৮৪ লাখ ২২ হাজার টাকা। বাঁশখালী উপজেলার চেচুরিয়ায় এ বাড়ি তৈরি করেছেন তিনি।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, আসামি আহম্মদ করিম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৮১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন কওে ভোগ দখল করছেন। তার নিজ নামে ৬ শতক জমির উপর একটি চার তলায় বাড়ি রয়েছে। অবৈধ আয়ে গড়ে তোলা সম্পদ অন্যত্র বিক্রি যেন না করতে পারে; তাই এটি আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে। আদালত একজনকে রিসিভার নিয়োগ দিয়েছেন।
২০২৪ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলাটি তদন্ত করছেন দুদকের উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন। তিনি তার ৬ শতক জমি ও তার ওপর তৈরি করা বাড়ি ক্রোক করার জন্য আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত এ সম্পদ ক্রোক করার নির্দেশ দেন। করিম চট্টগ্রাম নগরীর বায়েজিদ শেরশাহ কলোনীতে পরিবার নিয়ে বসবাস করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক র ক কর
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।