কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব, আদানির সঙ্গে বসবে পিডিবি
Published: 3rd, May 2025 GMT
ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মতানৈক্য রয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটি শিগগির আলোচনায় বসতে যাচ্ছে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে কয়লার সূচকের (কোল ইনডেক্স) গড় মূল্য হিসাব করে আদানি কয়লার দাম ধরে। এ পদ্ধতিতে কয়লার দাম বেশি হয় বলে দাবি পিডিবির। অথচ সংস্থাটি সমমানের অন্য কেন্দ্রের মতো যে দেশের কয়লা, সেখানকার দাম অনুসারে বিল পরিশোধ করে। এতে আদানির দাবিকৃত বিল আর পিডিবির পরিশোধ করা অর্থের মধ্যে একটা পার্থক্য থাকছে। এই বিরোধ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একাধিকবার চিঠি দেওয়া-নেওয়া এবং আলোচনা হয়েছে। তবে কোনো সমাধান হয়নি।
পিডিবির এক কর্মকর্তা বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রর সঙ্গে পিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তিতে কয়লা কেনায় ছাড়ের বিষয়টি রয়েছে। পায়রা ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনার দীর্ঘমেয়াদি চুক্তিতে দামে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পায়, যার সুবিধা প্রকৃতপক্ষে পিডিবি ভোগ করে। রামপালও বছরব্যাপী কয়লা কেনার সময় ছাড়ের শর্তেই চুক্তি করে। আদানি নিজের খনির কয়লা সরবরাহ করে। তার চুক্তিতে ছাড়ের বিষয়টি নেই। ফলে কয়লার দাম বেশি নিচ্ছে ভারতীয় কোম্পানিটি।
ওই কর্মকর্তা আরও জানান, অন্য সব বিদ্যুৎকেন্দ্র কয়লার কেনা দাম ধরেই বিল করে। তবে চুক্তি অনুসারে আদানির কয়লার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারে কয়লার সূচকের গড় মূল্য হিসাব করে। আন্তর্জাতিক দুই সূচকে বিভিন্ন মানের কয়লার দাম প্রকাশ করা হয়। দুই সূচকে উন্নতমানের কয়লার দামের গড় হিসাব করে প্রতিষ্ঠানটি। তা থেকে তারা যে মানের কয়লার ব্যবহার করে তার দাম বের করে। কিন্তু ব্যবহৃত কয়লার প্রকৃত দাম হিসাবে নিলে প্রতি টনে মূল্য ২০ থেকে ২৫ ডলার কমবে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার ঠিকমতো বিল পরিশোধ না করায় আদানির বকেয়া দুই বিলিয়ন ডলারে পৌঁছে। তবে অন্তর্বর্তী সরকার আদানিকে মাসিক বিলের পাশাপাশি বকেয়াও পরিশোধ করছে। এতে বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আদানির কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, আদানির বর্তমান বকেয়ার পরিমাণ ৯০০ মিলিয়ন ডলার।
তবে পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম গতকাল শুক্রবার সন্ধ্যায় সমকালকে জানান, তাদের হিসাবে বকেয়ার পরিমাণ ৯০০ মিলিয়ন ডলার হবে না। তবে বর্তমান বকেয়ার নির্দিষ্ট পরিমাণ জানাতে পারেননি তিনি। চেয়ারম্যান বলেন, আদানি যেভাবে কয়লার দাম হিসাব করে তা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। যে দেশ থেকে কয়লা কেনা হয় সেখানকার দাম ধরে বিল পরিশোধ করি। কিন্তু আদানি আন্তর্জাতিক সূচক মূল্যের গড় ধরে কয়লার দাম হিসাব করে। ফলে কয়লার দামের পার্থক্য থেকে যায়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আদানি চিঠি দিয়েছে। তাদের সঙ্গে দ্রুত বসব। এক বৈঠকে সমস্যার সমাধান হবে না হয়তো। তবে আমরা আলোচনা চালিয়ে যাব।
২০১৭ সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় ১ হাজার ৪৯৮ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করে সরকার। একই বছর আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী, এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কেনা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কয়ল কয়ল র দ ম ন র কয়ল র হ স ব কর বক য় র পর ম ণ পর শ ধ
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৩ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় বিএনপির এক পক্ষের একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয় অন্তত ১০টি মোটরসাইকেলে। এ ছাড়া আশপাশের কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়ার নেতৃত্বে বোয়ালমারী উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। দুই নেতাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী, তবে বিএনপি এখনো এই আসনে কাউকে মনোনয়ন দেয়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা তিনটার দিকে শামসুদ্দীন মিয়ার সমর্থকেরা ওয়াপদার মোড় এলাকায় ও নাসিরুল ইসলামের সমর্থকেরা প্রায় এক কিলোমিটার দূরে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ মোড়ে জড়ো হন। তাঁদের হাতে বাঁশের লাঠির মাথায় ধানের শীষ বাঁধা ছিল। বিকেল চারটার দিকে নাসিরুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে ওয়াপদার মোড়ের দিকে এগোতে থাকেন। তখন শামসুদ্দীনের সমর্থকেরা কলেজের দিকে যেতে থাকেন। উভয় পক্ষ বোয়ালমারী পৌরসভার সামনে এলে পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। তবে নাসিরুল ইসলামের সমর্থকেরা সংখ্যায় বেশি হওয়ায় শামসুদ্দীনের সমর্থকেরা পিছু হটে ওয়াপদার মোড়ে হারুন শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নেন।
স্থানীয় সূত্র জানায়, এ সময় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। কিন্তু নাসিরুলের সমর্থকদের হামলার এক পর্যায়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর নাসিরুলের সমর্থকেরা হারুন শপিং কমপ্লেক্সের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তাঁরা ওই ভবনের নিচতলায় শামসুদ্দিন মিয়ার কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন। এ ছাড়া আশপাশের বিভিন্ন দোকানে ভাঙচুর চালান। এ সময় হামলাকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে অবস্থান নিলে ফায়ার সার্ভিস আবার এসে আগুন নেভায়।
জানতে চাইলে বিএনপি নেতা শামসুদ্দীন মিয়া প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনকে জানিয়ে আমরা ওয়াপদার মোড়ে অনুষ্ঠান করছিলাম। এ সময় নাসিরুলের লোকজন আওয়ামী লীগের লোকদের সঙ্গে নিয়ে অতর্কিতে আমাদের ওপর হামলা চালিয়েছেন। তাঁরা ১০টি মোটরসাইকেলে আগুন দিয়েছে। আমার কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় আমার ১৫ জন সমর্থক আহত হয়েছেন। কার্যালয়ে থাকা খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়েছে।’
তবে খন্দকার নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ছিলাম মধুখালী। আমাদের লোকজনের ওপর হামলা করা হয়েছে। একজনকে কুপিয়ে জখম করেছে। ওরা হারুন শপিং কমপ্লেক্সের ওপরে উঠে আমার সমর্থদের ওপর ইট ছুড়ে মারলে চার-পাঁচজন আহত হন। এতে জনতা ক্ষিপ্ত হয়ে শপিং কমপ্লেক্সে হামলা করেন।’
এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান সন্ধ্যা ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।