খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর সনদ স্থগিতসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে খুবি উপাচার্য অধ্যাপক ড.

মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামলায় অভিযুক্ত মোবারক হোসেন নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের অনিয়মিত শিক্ষার্থী।

আরো পড়ুন:

খুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রমিন-মিরাজ

খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা

সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, অভিযুক্ত ছাত্র মোবারক হোসেন নোমান খুবির একজন অনিয়মিত ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদের ওপর অতর্কিতে হামলার ঘটনায় শনিবার বিকেলে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট ওই ছাত্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবসহ তার ছাত্রত্ব সাময়িক স্থগিত, ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ, স্নাতক পর্যায়ের সনদ স্থগিত এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও উদ্ভূত ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে এর আগেও অনেক গুরুতর অভিযোগ ছিল। সেসব অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাতেও সে সংশোধন হয়নি।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার প্রতিবাদে শুক্রবার রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলাকারী মোবারক হোসেন নোমানকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শনিবারও (৩ মে) তার শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেন।

ঢাকা/নুরুজ্জামান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য র ওপর

এছাড়াও পড়ুন:

শাহবাগে ছাত্রদলের সমাবেশে বক্তব্য রাখছেন নেতারা

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ছাত্রসমাবেশ শুরু হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় সমাবেশ শুরু হয়।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা। এছাড়া বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান খান সোহেল।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।

আরো পড়ুন:

শাহবাগে ছাত্রদলের সমাবেশ চলছে

১৬ বছর বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি: নিপুণ রায়

এর আগে সকাল সাড়ে ১১টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। সমাবেশে সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ