ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাশাপাশি গ্রামের দুই প্রবাসীর দুই শিশুসন্তান প্রায় একই সময়ে নিখোঁজ হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নিখোঁজের পর আজ শনিবার সকালে এক শিশুর লাশ মিলেছে। পরিবারের অভিযোগ, হত্যার পর লাশটি পুকুরে ফেলা হয়েছে। তবে আজ বিকেল চারটা পর্যন্ত অন্য শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মৃত শিশুটির নাম সিফাত (৯)। সে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদিপ্রবাসী নুরুল ইসলামের ছেলে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে নিখোঁজ আরেক শিশুর নাম সাদাব হোসেন (৫)। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামে সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। তবে মায়ের সঙ্গে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত সাদাব। সেখান থেকেই নিখোঁজ হয় সে।

পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দার সূত্রে জানা গেছে, সিফাত ও সাদাবের বাড়ির মধ্যে দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত। গতকাল দুপুর ১২টার দিকে গফরগাঁও উপজেলার চরশাঁখচূড়া থেকে নিখোঁজ হয় সে। একই সময়ে বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি সাদাব। সাদাবের নিখোঁজ হওয়ার ঘটনায় গতকাল রাতে পাগলা থানায় জিডি করা হয়।

শিশুদের স্বজনেরা জানান, দুই শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্বজন ও এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে সিফাতের বাবা ও মাকে ফোন দেয় দুর্বৃত্তরা। সিফাতকে জীবিত ফিরে পেতে চাইলে প্রথমে ২ ও পরে ১৫ হাজার টাকার মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি পুলিশকে জানালে প্রযুক্তির সহায়তায় দেখতে পান একটি ফোন ঢাকার ধামরাই ও অন্যটি ফরিদপুর থেকে করা হয়। পুলিশের ধারণা ফেসবুকে ছড়িয়ে পড়া নম্বর দেখেই প্রতারকেরা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এরই মধ্যে আজ সকাল ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি পরিত্যক্ত পুকুরে সিফাতের মরদেহ ভেসে ওঠে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সিফাতের মা সাবিনা খাতুন জানান, একই এলাকার আরমান হোসেন নামের এক ছেলে তাঁর মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত বুধবার রাতে বাড়িতে গিয়ে তাঁর মেয়েকে হুমকি-ধমকিও দেন আরমান। সাবিনা আহাজারি করে বলেন, ‘আমি তো জানি না, আমার মাসুম বাচ্চার লগে কিডা জিদ করব। আমার ছেরারে মাইরা ফেলছে।’

সিফাতের লাশ উদ্ধারের পর থেকে আরমানকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ করা হচ্ছে জানিয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘আমরা ধারণা করছি, শিশুটিকে ঘাড় মটকে হত্যার পর মরদেহটি পুকুরে ফেলা হয়েছে। কারা ও কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—সে রহস্য উদ্‌ঘাটনে আমরা কাজ করছি।’

শিশু সিফাতের মরদেহ পুকুরে পাওয়ার খবরে সাদাবের সন্ধানে বাড়ির আশপাশের পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। কিন্তু তার খোঁজ মেলেনি। পরিবারের দাবি, আজ দুপুর ১২টার দিকে অজ্ঞাতপরিচয় একটি মুঠোফোন নম্বর থেকে সাদাবের মা সুমি আক্তারকে কল করে জানানো হয়, ‘ছেলে ভালো আছে, টেনশন কইরেন না। ৩০ হাজার টাকা পাঠালে আধা ঘণ্টার মধ্যে ফেরত দিয়া যাব।’

আজ বিকেল পৌনে চারটার দিকে শিশুটির নানা সুলতান মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা গফরগাঁও স্টেশনে সাদাবের জন্য অপেক্ষা করছেন। তাঁর নাতিকে ফেরত দেবে বলে বেলা একটার দিকে দুটি নম্বরে মোট ২৮ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে নম্বর দুটি আপাতত বন্ধ পাওয়া যাচ্ছে।

পাশাপাশি দুই গ্রামের দুই শিশু নিখোঁজ হওয়া ঘটনাটিকে রহস্যজনক জানিয়ে চরশাঁখচূড়া গ্রামের বাসিন্দা আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে পাগলা থানার ওসি বলেন, ‘আমরা ধারণা করছি, বাড়ির পাশের কোনো পুকুরে হয়তো শিশুটি পড়ে গেছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র গতক ল

এছাড়াও পড়ুন:

আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। তার পরবর্তী সিনেমা ‘ঢাকসা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন ৪৭ বছরের এই অভিনেত্রী। কয়েক দিন আগে গ্রেট অন্ধ্রকে সাক্ষাৎকার দেন লক্ষ্মী। এ আলাপচারিতার পোশাক নিয়ে প্রশ্ন করায় লক্ষ্মী বলেন— “আপনার এত সাহস হয় কী করে!” 

মুম্বাইয়ে যাওয়ার ফলে কি আপনার পোশাকের স্টাইলে কোনো প্রভাব পড়েছে? এ প্রশ্নের জবাবে লক্ষ্মী বলেন, “আমি আমেরিকাতে থেকেছি। সেখান থেকে হায়দরাবাদে, এখন মুম্বাইয়ে আছি। আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে এইভাবে উপস্থাপন করার জন্য। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাসী করেছে, যা আমাকে আমার মতো পোশাক পরতে উৎসাহ দেয়।” 

এরপর সাংবাদিক সরাসরি লক্ষ্মীর পোশাক নিয়ে প্রশ্ন করেন, জবাবে এই অভিনেত্রী বলেন, “আপনি কি একজন পুরুষকে একই প্রশ্ন করতেন? আপনার এত সাহস হয় কী করে! আপনি কি মহেশ বাবুকে বলতেন—‘আপনার তো এখন ৫০ বছর বয়স, তাহলে আপনি কেন জামা খুলে ছবি তুলছেন?’ তাহলে একজন নারীকে কেন এই প্রশ্ন? মানুষ আপনার এই প্রশ্ন থেকে কী শিখবে? একজন সাংবাদিক হিসেবে আপনার দায়িত্বশীল হওয়া উচিত।” 

পরে সাংবাদিক স্বীকার করেন যে, এই ধরনের প্রশ্ন একজন অভিনেতাকে করতেন না। প্রশ্নটি করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিক জানান, তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে, যার কারণে এই প্রশ্ন সামনে নিয়ে আসা। 

লক্ষ্মী মাঞ্চুর অন্য পরিচয় তিনি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবুর কন্যা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ 
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • ময়মনসিংহে সিলিন্ডার লিকেজে হোটেলে অগ্নিকাণ্ড 
  • অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা