ঢাকায় এই ‘গাছের জাদুঘরে’ আছে সাড়ে তিন লাখ প্রজাতির উদ্ভিদের নমুনা
Published: 12th, July 2025 GMT
স্টলের তাকে তাকে সাজানো বিভিন্ন গবেষণাপত্র, বই, লিফলেট। চোখে পড়ে ‘হারবেরিয়াম শিট’, অর্থাৎ যে কাগজে গাছের শুকনা ফুল-পাতা লেপটে রেখে সংরক্ষণ করা হয়। কাগজের কোণায় উল্লেখ থাকে গাছের বৈশিষ্ট্য ও আনুষঙ্গিক তথ্য।
পাশের এক তাকে চারকোনা কাঠের ফ্রেম। সেই কাঠের ফ্রেমে চাপ দিয়েই মূলত কাগজের ওপর চ্যাপটা করে সংরক্ষণ করা হয় গাছের নমুনা। কাচের জারের চেয়ে এভাবে অল্প জায়গায় নমুনা সংগ্রহ করা যায় অনেক।
আছে স্বচ্ছ কাচের জারে রেক্টিফাইড স্পিরিটে ডুবিয়ে সংরক্ষণ করা বিভিন্ন উদ্ভিদের নমুনা। আছে বন কাকরোল, বন কুচিলা, বন আঙুর, মাকাল ফল, মুলিবাশের ফল, আতাবেগুন, ধনেশ টুকরি, জংলি বাঙ্গি, ডেউয়া, উড়ি আম।
শুষ্ক অবস্থায় কাঁচের বয়ামে সংরক্ষণ করা বিভিন্ন উদ্ভিদের নমুনা ও প্রক্রিয়াজাত দ্রব্যও চেখে পড়ল। যেমন ঢ্যাঁড়সগাছের দড়ি, বড় উদালের দড়ি, উদালের ফল, উলটকম্বল, গিলা বীজ, কুঁচ, সয়াবিন।
জাতীয় বৃক্ষমেলায় বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের স্টল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উইম্বলডনের নতুন রানি শিয়াটেক
উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন পোলিশ তারকা ইগা শিয়াটেক। শনিবার রাতে মেয়েদের একক ফাইনালে মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি বনে গেলেন ২৪ বছর বয়সী এই টেনিস সেনসেশন। এদিন মাত্র ৫৭ মিনিটে অ্যামান্ডাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন শিয়াটেক।
ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভা। ফাইনালে ‘ডাবল বাগেল’ স্কোরলাইনে জয় পাওয়া শেষবার দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর এমন বিরল কীর্তি গড়লেন পোলিশ তারকা শিয়াটেক।
এই জয়ে ক্যারিয়ারের ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন শিয়াটেক। তবে এটি তার প্রথম উইম্বলডন জয় এবং রোলাঁ গারোর বাইরে দ্বিতীয় মেজর সাফল্য। এর আগে ২০২২ সালে ইউএস ওপেন জিতেছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে চারবার চ্যাম্পিয়ন হলেও ঘাসের কোর্টে এতদিন সেরা হতে পারেননি এই পোলিশ খেলোয়াড়। তার লক্ষ্য আগামী মৌসুমে মেলবোর্নের ট্রফিও হাতে তোলা।