Samakal:
2025-05-04@13:29:32 GMT

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

Published: 4th, May 2025 GMT

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে আজ।

রোববার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, রোববার শুনানি হবে।

চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, হাইকোর্ট জামিন দিলেও দ্রুত মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ, আদেশের কপি নিম্ন আদালত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছাতে কয়েক দিন সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, গত পরশু কারাফটকে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেছি। চিন্ময় কৃষ্ণ দাস মোটামুটি ভালো আছেন, তবে শরীরের ওজন প্রায় ৭ কেজি কমেছে।

এর আগে হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।

তবে জামিন আদেশের পর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার আদালতে আবেদনের পর তা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো.

রেজাউল হক।

এদিকে, বিষয়টি ঘিরে চট্টগ্রাম আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালতে প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট; চলছে তল্লাশি। বিচারপ্রার্থী সাধারণ মানুষসহ ডিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদের মুখে প্রবেশ করতে হচ্ছে আদালত প্রাঙ্গণে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব চ রপত

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • ২১ আগস্ট গ্রেনেড মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৬ মে
  • ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’
  • আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি
  • নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট
  • জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর প্রতি শ্রদ্ধায় আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ আধা বেলা বন্ধ থাকবে
  • আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার
  • মারা গেছেন প্রবীণ আইনজীবী এম আই ফারুকী
  • উপস্থিত থেকেও উদ্ধার না করায় দায় এড়ানোর সুযোগ নেই: হাইকোর্ট
  • নেত্রকোনায় আইনজীবীকে মারধর করে পুলিশে সোপর্দ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ