টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলনে কথা বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট
Published: 4th, May 2025 GMT
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘন্টা ধরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। তার অফিস দাবি করেছে, এটি ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে। রবিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ৪৬ বছর বয়সী মুইজ্জু স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ম্যারাথন সংবাদ সম্মেলন শুরু করেন এবং এটি ১৪ ঘন্টা ৫৪ মিনিট ধরে চলে। প্রার্থনার জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, “সম্মেলনটি মধ্যরাত পেরিয়েও চলেছিল- একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড- যেখানে প্রেসিডেন্ট মুইজ্জু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন।”
২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের জাতীয় রেকর্ড সংস্থা দাবি করে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১৪ ঘন্টার সংবাদ সম্মেলন বেলারুশিয়ান শক্তিশালী আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত রেকর্ড ভেঙে দিয়েছে।
মুইজ্জু যেদিন সংবাদ সম্মেলন করেন সেদিন ছিল বিশ্ব সংবাদমাধ্যম মুক্ত দিবস। একই সংবাদ সম্মেলনে তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন।
প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “তিনি সমাজে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করেছেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের উপর জোর দিয়েছেন।”
দীর্ঘ অধিবেশন চলাকালে মুইজ্জু সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের প্রশ্নের উত্তরও দেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র কর ড ম ইজ জ
এছাড়াও পড়ুন:
সাইবার নিরাপত্তায় স্থানীয় পরিষেবা
ক্যাসপারস্কি, রবি আজিয়াটা পিএলসি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের উদ্যোগে দেশে প্রিমিয়াম পরিষেবা সচল হয়েছে।
ফলে অপারেটরের গ্রাহকরা বিশেষ সাইবার সুরক্ষা নিতে পারবেন মোবাইল ব্যালান্স ব্যবহার করেই।
উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে ডিজিটাল ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে ম্যালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যার ছাড়াও বৈশ্বিক সাইবার হুমকি বাড়ছে।
এমন প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিতে সুরক্ষামূলক উদ্যোগ সময়োপযোগী ও জরুরি। বিশেষত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে ক্যাসপারস্কি প্রিমিয়াম পরিষেবা ডিজাইন করা হয়েছে। বর্তমানে যারা অনলাইনে শিক্ষাদান, কনটেন্ট ক্রিয়েশন, গেমিং আর ডিজিটাল উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের জন্য নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। অভিভাবকরা এমন সেবার মাধ্যমে সন্তানকে অনলাইন ব্যবহারে নিয়ন্ত্রণ ও স্বস্তি পাবেন। রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, শুধু পণ্যের উদ্বোধন নয়; গ্রাহককে নিরাপদভাবে ডিজিটাল বিশ্ব আবিষ্কারে সহায়তা করার পদক্ষেপ। রবি সব সময় নিরাপদ ও স্মার্ট সংযোগের অগ্রদূত হিসেবে কাজ করবে।
ক্যাসপারস্কি হেড অব কনজ্যুমার চ্যানেল চুন হং চি বলেন, যুগলবন্দির উদ্দেশ্য ইন্টারনেট গ্রাহক যেখানেই থাকুন না কেন, তাদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পরিবেশের জন্য শক্তিশালী সুরক্ষা অপরিহার্য। ক্যাসপারস্কি, রবি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের উদ্যোগে তা নিশ্চিত করা হবে।
আইসিটি ডিস্ট্রিবিউশনের গ্রুপ সিইও
ও চেয়ারম্যান আলি ওবায়েদ বলেন, ক্যাসপারস্কির মতো বৈশ্বিক সাইবার সিকিউরিটি ব্র্যান্ডকে স্থানীয়ভাবে রূপান্তর করা এবং রবি ও এয়ারটেল নেটওয়ার্কের নির্বিঘ্ন বাস্তবায়ন করা এখন দায়িত্ব। নতুন যুগলবন্দি দক্ষিণ এশিয়ার মোবাইল সিকিউরিটির জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে। অপারেটর দুটির গ্রাহকরা ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যাসপারস্কি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ও অ্যাক্টিভেশনের সুবিধা নিতে পারবেন।