মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘন্টা ধরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। তার অফিস দাবি করেছে, এটি ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে। রবিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ৪৬ বছর বয়সী মুইজ্জু স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ম্যারাথন সংবাদ সম্মেলন শুরু করেন এবং এটি ১৪ ঘন্টা ৫৪ মিনিট ধরে চলে। প্রার্থনার জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, “সম্মেলনটি মধ্যরাত পেরিয়েও চলেছিল- একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড- যেখানে প্রেসিডেন্ট মুইজ্জু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন।”

২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের জাতীয় রেকর্ড সংস্থা দাবি করে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১৪ ঘন্টার সংবাদ সম্মেলন বেলারুশিয়ান শক্তিশালী আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত রেকর্ড ভেঙে দিয়েছে।

মুইজ্জু যেদিন সংবাদ সম্মেলন করেন সেদিন ছিল বিশ্ব সংবাদমাধ্যম মুক্ত দিবস। একই সংবাদ সম্মেলনে তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন।

প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “তিনি সমাজে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করেছেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের উপর জোর দিয়েছেন।”

দীর্ঘ অধিবেশন চলাকালে মুইজ্জু সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের প্রশ্নের উত্তরও দেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ড ম ইজ জ

এছাড়াও পড়ুন:

এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কাটেনি। দেশজুড়ে এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার প্রথম মামলার রায়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরাশক্তি দেশ রায় ও আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। 

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতার কথা বললেও তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ করা যাচ্ছে। এখন আমাদের সামনে একটা বড় সুযোগ আসছে—ক্ষমতায় যাওয়ার সুযোগ। কিন্তু, সেটা যেন দলীয় বিশৃঙ্খলায় নষ্ট না হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, আমি হলেও না। সবাইকে হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে বড় চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলায় ধৈর্য ও সংযমের বিকল্প নেই। 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞান অর্জন জরুরি।”

উপজেলার মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবাদ/রফিক

সম্পর্কিত নিবন্ধ