আত্মহত্যা প্রতিরোধে জবিতে সচেতনতামূলক সভা
Published: 4th, May 2025 GMT
আত্মহত্যা প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্যতিক্রমী গণসচেতনতামূলক অনুষ্ঠান ‘আপনি কেমন আছেন?’ আয়োজিত হয়েছে।
রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শুরুতেই আত্মহননকারী শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আইন বিভাগের শিক্ষার্থী শামসুল আলম মারুফের সঞ্চালনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিদ্ধার্থ রায় গত ৪ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার চিত্র উপস্থাপন করেন।
আরো পড়ুন:
মেহেদির রং না শুকাতেই লাশ হলেন কলি
সাতক্ষীরায় কলেজছাত্রীর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা
গণিত বিভাগের শিক্ষার্থী অরুণাভ আশরাফ বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের থাকা-খাওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারেনি। ফলে আমাদের অনেককেই খরচ মেটাতে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয়, যা অত্যন্ত কষ্টকর। এতে শিক্ষাজীবন যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি মানসিক চাপে ভোগে শিক্ষার্থীরা। প্রশাসন যদি এই সংকট সমাধানে উদ্যোগ না নেয়, তাহলে তাদের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন থেকে যায়।”
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ আত্মহত্যাকে ‘আত্মহনন’ নয়, বরং ‘অবকাঠামোগত হত্যা’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গ মেডিকেল ও মানসিক কাউন্সেলিং সেবা নিশ্চিত করতে হবে। শিক্ষকদেরও স্ট্যান্ডার্ড নম্বর প্রথা নয়, বরং মূল্যবোধ ও মানবিকতা-ভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হবে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, “আত্মহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আমাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার অংশ। শিক্ষার্থীদের বিচ্ছিন্ন জীবনযাপন, নিরাপত্তাহীনতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানসিক অবসাদে রূপ নেয়। এসব সংকটের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই টিকে থাকার সাহস খুঁজে পেতে হবে।”
এ অনুষ্ঠান থেকে প্রশাসনের প্রতি অবিলম্বে আবাসন সংকট নিরসন, মানসিক স্বাস্থ্য সেবা জোরদার এবং শিক্ষার্থীবান্ধব নীতিমালা গ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও সহনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম