দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার ওসি সুজন মিঞাকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৪ মে) সকালে তাকে স্ট্র্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। প্রশাসনিক কাজে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

মহান মে দিবস উপলক্ষে গত ১ মে  শ্রমিক দলের একটি র‌্যালিতে ওসি সুজন মিঞা ব্যানার ধরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ওই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।

আরো পড়ুন:

শাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই গ্রেপ্তার

চুরির অভিযোগে দুই কিশোরের মাকে ‘নাকে খত’ দেওয়ালেন বিএনপি নেতা

ভিডিওতে দেখা যায়, হিলির চারমাথা মোড়ে শ্রমিক দলের কার্যলয় থেকে জাতীয়তাবাদী পৌর শ্রমিক দলের ব্যানারে র‌্যালি বের হয়। সেটি হিলি স্থলবন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির প্রথম সারির মাঝখানে ওসি সুজন মিয়া এবং তার দুই পাশে বিএনপিসহ শ্রমিক দলের নেতাকর্মীদের দেখা যায়। 

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বলেন, র‌্যালি বা বিক্ষোভ মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণত পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। তারা র‌্যালি ও মিছিল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করেন। মে দিবসে ওসি সুজন মিঞা পৌর শ্রমিক দলের ব্যানার ধরে র‌্যালির সামনের সারিতে ছিলেন।

আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, হাকিমপুর থানার ওসি সুজন মিঞার দলীয় র‌্যালিতে অংশগ্রহণ করার ছবি ও ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে দেখেছি। ওসি পুলিশের পোষাক পরে র‌্যালিতে অংশ নেন। একজন ওসি প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা, তিনি দলীয় ব্যানারে কোনো র‌্যালিতে বা স্লোগানে থাকতে পারেন না। কিন্তু তিনি সেই কাজটিই করেছেন। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই চাই।” 

হাকিমপুর থানা ওসি সুজন মিঞা জানান, তাকে হাকিমপুর থানা থেকে ক্লোজড করা হয়নি, তবে দিনাজপুর অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। 

মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি মিছিলে প্রবেশ করেন। এটি তার ভুলবসত হয়েছে। 

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, “জনস্বার্থে রবিবার সকালে তাকে (হাকিমপুর থানার ওসি) স্ট্র্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুধু একটি বিষয়ে না নানা বিষয়ে এমন বদলি হয়ে থাকে।”

ঢাকা/মোসলেম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স জন ম ঞ

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ