দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার ওসি সুজন মিঞাকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৪ মে) সকালে তাকে স্ট্র্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। প্রশাসনিক কাজে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

মহান মে দিবস উপলক্ষে গত ১ মে  শ্রমিক দলের একটি র‌্যালিতে ওসি সুজন মিঞা ব্যানার ধরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ওই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।

আরো পড়ুন:

শাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই গ্রেপ্তার

চুরির অভিযোগে দুই কিশোরের মাকে ‘নাকে খত’ দেওয়ালেন বিএনপি নেতা

ভিডিওতে দেখা যায়, হিলির চারমাথা মোড়ে শ্রমিক দলের কার্যলয় থেকে জাতীয়তাবাদী পৌর শ্রমিক দলের ব্যানারে র‌্যালি বের হয়। সেটি হিলি স্থলবন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির প্রথম সারির মাঝখানে ওসি সুজন মিয়া এবং তার দুই পাশে বিএনপিসহ শ্রমিক দলের নেতাকর্মীদের দেখা যায়। 

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বলেন, র‌্যালি বা বিক্ষোভ মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণত পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। তারা র‌্যালি ও মিছিল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করেন। মে দিবসে ওসি সুজন মিঞা পৌর শ্রমিক দলের ব্যানার ধরে র‌্যালির সামনের সারিতে ছিলেন।

আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, হাকিমপুর থানার ওসি সুজন মিঞার দলীয় র‌্যালিতে অংশগ্রহণ করার ছবি ও ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে দেখেছি। ওসি পুলিশের পোষাক পরে র‌্যালিতে অংশ নেন। একজন ওসি প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা, তিনি দলীয় ব্যানারে কোনো র‌্যালিতে বা স্লোগানে থাকতে পারেন না। কিন্তু তিনি সেই কাজটিই করেছেন। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই চাই।” 

হাকিমপুর থানা ওসি সুজন মিঞা জানান, তাকে হাকিমপুর থানা থেকে ক্লোজড করা হয়নি, তবে দিনাজপুর অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। 

মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি মিছিলে প্রবেশ করেন। এটি তার ভুলবসত হয়েছে। 

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, “জনস্বার্থে রবিবার সকালে তাকে (হাকিমপুর থানার ওসি) স্ট্র্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুধু একটি বিষয়ে না নানা বিষয়ে এমন বদলি হয়ে থাকে।”

ঢাকা/মোসলেম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স জন ম ঞ

এছাড়াও পড়ুন:

ইউরোপ ছেড়ে এবার আমেরিকার মাঠে ঝলক দেখাতে প্রস্তুত সন

দীর্ঘ এক দশক টটেনহ্যাম হটস্পারে কাটিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার এই সুপারস্টারের পরবর্তী গন্তব্য যে আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস)। সেই ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ফুটবল মহলে।

সিউলে আয়োজিত এক আবেগঘন সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী সন আনুষ্ঠানিকভাবে জানান, টটেনহ্যামের সঙ্গে তার পথচলার অবসান ঘটছে। পরদিনই নিউক্যাসলের বিপক্ষে মাঠে নেমে স্পার্সের জার্সিতে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত দেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার সময় সতীর্থ ও প্রতিপক্ষের গার্ড অব অনারে আবেগে ভেসে যান দর্শকরাও।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, সনের নতুন ঠিকানা হতে চলেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি। ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে সম্পন্ন হতে যাচ্ছে এই চুক্তি। এখন কেবল অপেক্ষা মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক ঘোষণা। আর এ চুক্তি চূড়ান্ত হলে প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই লিগে খেলবেন সন। যদিও দুজন খেলবেন দুই কনফারেন্সে।

আরো পড়ুন:

নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়

টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন

২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। এরপর টানা ১০ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫৪টি ম্যাচ, করেছেন ১৭৩টি গোল এবং নিজের ঝুলিতে তুলেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। চলতি বছরেই ক্লাব অধিনায়ক হিসেবে ইউরোপা লিগে ম্যানইউকে হারিয়ে টটেনহ্যামকে ১৭ বছরের ট্রফিশূন্যতা থেকে মুক্ত করেন।

সনের বিদায় মানে এক যুগের অবসান হলেও, নতুন এই অধ্যায় তাকে ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি করবে। লস অ্যাঞ্জেলেসের হয়ে মাঠ কাঁপাতে পারেন কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা। ফুটবলপ্রেমীদের চোখ এখন তাই মেজর লিগ সকারের দিকেই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ