নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন) নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ রোববার বেলা ১১টার দিকে ডিমলায় ও দুপুর ১২টার দিকে ডোমারে উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিকেলে জেলা শহরে যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহরিন ইসলাম চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে। আয়কর ফাঁকির মামলায় ১৭ বছর আগে শাহরিনের জেল–জরিমানা হয়। সম্প্রতি দেশে ফিরে ঢাকার বিশেষ জজ আদালত–৬–এ আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ বেলা ১১টার দিকে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় স্মৃতি চত্বরে সমাবেশে মিলিত হয়। ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মো.

বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ বক্তব্য দেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে ডোমার উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ বক্তব্য দেন।

এদিকে জেলা যুবদলের উদ্যোগে বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, মোস্তফা হক প্রধান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুনখালেদা জিয়ার ভাগনে শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ২৯ এপ্রিল ২০২৫

এসব সমাবেশে বক্তারা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র স উপজ ল

এছাড়াও পড়ুন:

রপ্তানিকারকদের সুবিধা বাড়ল, বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ করে টাকা তোলা যাবে

রপ্তানিকারকদের সুবিধা বাড়ল। এখন থেকে রপ্তানিকারকেরা নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থেকে সোয়াপের মাধ্যমে টাকা তুলতে পারবেন।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ৩০ দিনের পুলে রক্ষিত বৈদেশিক মুদ্রা এবং রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের বিপরীতে বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ চুক্তি করার অনুমোদন দেওয়া হয়েছে।

সোয়াপ কী

সার্কুলার অনুসারে, আলোচ্য সোয়াপ চুক্তি বলতে একটি নির্দিষ্ট হারে ও মেয়াদে টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রার স্পট ক্রয় এবং একই সঙ্গে একটি নির্ধারিত তারিখে পুনঃবিক্রয়ের ব্যবস্থাকে বোঝাবে। এ ক্ষেত্রে রপ্তানিকারকের নিজস্ব উৎসের বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হবে। সোয়াপের মেয়াদ ইআরকিউ তহবিলের ব্যবহারযোগ্য মেয়াদের বেশি হতে পারবে না এবং ৩০ দিনের পুল তহবিলের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন মেয়াদি সোয়াপ করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সোয়াপের হার নির্ধারণে বাজারভিত্তিক বা খরচভিত্তিক সুদ বা মুনাফার পার্থক্য বিবেচনায় নেওয়া যাবে। আলোচ্য সোয়াপ লেনদেনকে ঋণ বা অর্থায়ন সুবিধা হিসেবে গণ্য করা হবে না। সোয়াপের মাধ্যমে প্রাপ্ত টাকা শুধু রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য চলতি মূলধনের চাহিদা মেটাতে ব্যবহার করা যাবে। কোনো ফটকা উদ্দেশ্যে ওই অর্থ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শিল্প খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের কারণে রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি তারল্য চাপ কমাতে সহায়তা করবে। এতে প্রচলিত রপ্তানি ঋণের ওপর নির্ভর না করেও প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারবেন। পাশাপাশি এটি বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকেও উৎসাহিত করবে।

সম্পর্কিত নিবন্ধ