খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ
Published: 4th, May 2025 GMT
নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন) নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ রোববার বেলা ১১টার দিকে ডিমলায় ও দুপুর ১২টার দিকে ডোমারে উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিকেলে জেলা শহরে যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শাহরিন ইসলাম চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে। আয়কর ফাঁকির মামলায় ১৭ বছর আগে শাহরিনের জেল–জরিমানা হয়। সম্প্রতি দেশে ফিরে ঢাকার বিশেষ জজ আদালত–৬–এ আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বেলা ১১টার দিকে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় স্মৃতি চত্বরে সমাবেশে মিলিত হয়। ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মো.
অন্যদিকে দুপুর ১২টার দিকে ডোমার উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ বক্তব্য দেন।
এদিকে জেলা যুবদলের উদ্যোগে বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, মোস্তফা হক প্রধান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।
আরও পড়ুনখালেদা জিয়ার ভাগনে শাহরিনকে কারাগারে পাঠানোর আদেশ২৯ এপ্রিল ২০২৫এসব সমাবেশে বক্তারা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউরোপ ছেড়ে এবার আমেরিকার মাঠে ঝলক দেখাতে প্রস্তুত সন
দীর্ঘ এক দশক টটেনহ্যাম হটস্পারে কাটিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার এই সুপারস্টারের পরবর্তী গন্তব্য যে আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস)। সেই ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ফুটবল মহলে।
সিউলে আয়োজিত এক আবেগঘন সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী সন আনুষ্ঠানিকভাবে জানান, টটেনহ্যামের সঙ্গে তার পথচলার অবসান ঘটছে। পরদিনই নিউক্যাসলের বিপক্ষে মাঠে নেমে স্পার্সের জার্সিতে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত দেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার সময় সতীর্থ ও প্রতিপক্ষের গার্ড অব অনারে আবেগে ভেসে যান দর্শকরাও।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, সনের নতুন ঠিকানা হতে চলেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি। ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে সম্পন্ন হতে যাচ্ছে এই চুক্তি। এখন কেবল অপেক্ষা মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক ঘোষণা। আর এ চুক্তি চূড়ান্ত হলে প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই লিগে খেলবেন সন। যদিও দুজন খেলবেন দুই কনফারেন্সে।
আরো পড়ুন:
নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়
টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন
২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। এরপর টানা ১০ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫৪টি ম্যাচ, করেছেন ১৭৩টি গোল এবং নিজের ঝুলিতে তুলেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। চলতি বছরেই ক্লাব অধিনায়ক হিসেবে ইউরোপা লিগে ম্যানইউকে হারিয়ে টটেনহ্যামকে ১৭ বছরের ট্রফিশূন্যতা থেকে মুক্ত করেন।
সনের বিদায় মানে এক যুগের অবসান হলেও, নতুন এই অধ্যায় তাকে ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি করবে। লস অ্যাঞ্জেলেসের হয়ে মাঠ কাঁপাতে পারেন কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা। ফুটবলপ্রেমীদের চোখ এখন তাই মেজর লিগ সকারের দিকেই।
ঢাকা/আমিনুল