নোয়াখালীতে কলেজ ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ
Published: 6th, May 2025 GMT
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলামের বিরুদ্ধে কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সভা ডেকেছে কলেজের শিক্ষক পরিষদ।
ভুক্তভোগী শিক্ষকের নাম আনোয়ার হোছাইন। তিনি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে তিনি ক্যাম্পাস মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে কলা ভবনে নিজ বিভাগের দিকে যাচ্ছিলেন। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম তাঁর পথ আটকে দুই ছাত্রকে কলেজের হোস্টেলে আসন বরাদ্দ দিতে অনুরোধ করেন। তখন তিনি রাশেদুলকে নিয়ম অনুযায়ী আবেদন করার পরামর্শ দিলে রাশেদুল তর্ক করতে থাকেন।
শিক্ষক আনোয়ার হোছাইনের অভিযোগ, এরপর তিনি বিভাগে চলে যান। রাশেদুলও তাঁর পিছু নিয়ে বিভাগে যান। সেখানে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে বিভাগের একটি টেবিলের কাচ ভেঙে ফেলেন রাশেদুল। এরপর নানা হুমকি দিয়ে কক্ষ ত্যাগ করেন।
কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম এ হাসান প্রথম আলোকে বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আনোয়ার হোছাইনকে কলেজ ছাত্রদলের সভাপতি লাঞ্ছিত করার বিষয়ে আজ প্রতিবাদ সভা ডাকা হয়েছে। শিক্ষকের সঙ্গে ছাত্রদল নেতার এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি হলে সিটের ব্যাপারে কথা বলতে গেলে ওই শিক্ষক আমাকে বলেন, ১৬ বছর কোথায় ছিলাম। নানা কথা বলে আমাকে অপমান করেন। এ সময় টেবিলে হালকা থাপ্পড় দিয়েছি। টেবিলের কাচটি আগেই ভাঙা ছিল। আমি কোনো দুর্ব্যবহার করিনি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।
পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’