সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় ছুরিকাঘাতে মুবিন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  এ ঘটনায় অভিযুক্ত হৃদয় বণিক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুবিন মিয়া সুনামগঞ্জ শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে। অভিযুক্ত হৃদয় বনিক নতুনপাড়া এলাকার রবি বনিকের ছেলে।

আরো পড়ুন:

কক্সবাজারে যুবলীগের মিছিল

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

এলাকাবাসী জানান, হৃদয় বণিক মাদকাসক্ত। প্রায় তিনি ছুরি নিয়ে এলাকায় চলাফেরা করেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ছুরি নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এসময় মুবিন মিয়া অস্ত্র নিয়ে চলাচল না করতে হৃদয় বনিকে বুঝানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন হৃদয় বণিক। পরে মুবিন মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।

এরই এক পর্যায়ে মুবিন মিয়াকে ছুরিকাঘাত করেন হৃদয় বণিক। এলাকাবাসী মুবিন মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যা ৭টার দিকে মুবিন মিয়ার মৃত্যু হয়। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো.

আবুল কালাম বলেন, “আমরা অভিযান চলিয়ে অভিযুক্তকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করেছি। নতুনপাড়া এলাকা থেকেই তাকে আটক করা হয়েছে।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত আটক অভ য গ স ন মগঞ জ

এছাড়াও পড়ুন:

সম্মেলনে ৪৪ জেলার চাষি ও উদ্যোক্তা

আম উৎপাদন ও বিপণন নিয়ে দেশের বিভিন্ন জেলার চাষি, উদ্যোক্তা ও গবেষকদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রথম আম সম্মেলন। গতকাল মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার কানসাট ক্লাব স্টেডিয়ামে এ আয়োজন করে ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরাম। দিনব্যাপী সম্মেলনে দেশের ৪৪ জেলার প্রায় ৩৫০ জন আমচাষি ও উদ্যোক্তা অংশ নেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজের সভাপতিত্বে সকালে সম্মেলনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। সম্মেলনে বক্তারা আম উৎপাদন ও বিপণনের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সামাদ আম পরিবহন, ওজন পদ্ধতি ও রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা চাষিদের কাছে শোনেন এবং তা নিরসনে উদ্যোগের কথা জানান।

ঢাকার উত্তরা থেকে সম্মেলনে অংশ নেওয়া উদ্যোক্তা সাইয়েদুল বাশার বলেন, তিনি অনলাইনে আম কেনাবেচার উদ্যোগ নেন তিন বছর আগে। এ সম্মেলনে এসে স্থানীয় বেশকিছু আমচাষির সঙ্গে পরিচিত হয়েছেন। তাদের কাছ থেকে বিভিন্ন জাতের আম সম্পর্কে জানতে পেরে খুশি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, চাঁপাইনবাবগঞ্জের চাষিরা আমের দাম নিয়ে হতাশ। রপ্তানিতেও আছে নানা বাধা। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।  

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকতা ড. জি এম মোরশেদুল বারী বলেন, রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশক, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা, শীততাপনিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এ ছাড়া অনেক উদ্যোক্তার চাঁপাইনবাবগঞ্জের ভালো জাতের আম, জিআই সনদপ্রাপ্ত আম ও গবেষণায় উদ্ভাবিত হাইব্রিড জাতের রপ্তানিযোগ্য আম নিয়ে স্পষ্ট ধারণা নেই। এসব বিষয় তুলে ধরতেই তিনিসহ কয়েকজন গবেষক এ সম্মেলনে যোগ দিয়েছেন। 

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, আম উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও এর সমাধান পেতে এবং সারা দেশের আম উদ্যোক্তাদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করতেই আজকের সম্মেলন।
 

সম্পর্কিত নিবন্ধ