বায়ুদূষণমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতামূলক ‘বিষবায়ু’ প্রচারাভিযান শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।

আজ বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে জনসচেতনতামূলক এই প্রচারাভিযানের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। সেখানে মাসব্যাপী এই প্রচারাভিযান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, এই প্রচারাভিযানে থাকবে গোলটেবিল আলোচনা, অনলাইন প্রচারণা, সচেতনতামূলক র‍্যালি ও বায়ুদূষণ রোধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আবেদন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রচারাভিযানের মূল লক্ষ্য থাকবে বায়ুদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও দৈনন্দিন জীবনে বাইসাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা।

প্রচারাভিযানের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোয় পৃথক বাইসাইকেল লেন চালুর জন্য দুরন্ত–এর পক্ষ থেকে সরকারের কাছে দাবি তুলে ধরা হবে বলেও জানান বক্তারা। পাশাপাশি নাগরিকদের বাইসাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ করতে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বাইসাইকেল লেন মার্কিং করার জন্য সরকারের কাছে আবেদন জানাবে দুরন্ত।

দুরন্ত–এর পক্ষ থেকে বাইসাইকেল ব্যবহারকারীদের জন্য ‘দুরন্ত বাংলাদেশ’ নামের নতুন একটি মোবাইল অ্যাপ চালুর কথা জানান আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম। তিনি বলেন, প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারী তাঁদের বাইসাইকেল রাইড ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন তিনি কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের উন্নয়নে অবদান রাখছেন।
এই অ্যাপ ব্যবহারকারীরা যত বেশি বাইসাইকেল চালাবেন, তত বেশি কার্বন ক্রেডিট পাবেন বলে জানান মুর্শিদ মুনীম। তিনি বলেন, কার্বন ক্রেডিট দিয়ে ব্যবহারকারীরা দুরন্ত বাইসাইকেলের আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগ যত দিন সফল না হবে, তত দিন প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। তিনি বলেন, ‘সাম্প্রতিককালে বায়ুদূষণের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি, নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। পরিবেশ রক্ষায় আমরা বিষবায়ু ক্যাম্পেইনের মাধ্যমে সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।’

অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ রন ত ব ব যবহ র

এছাড়াও পড়ুন:

নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব: ডিএসসিসি প্রশাসক 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, “নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব।”

শনিবার ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডের ভাঙ্গাপ্রেস, নয়ানগর, ছনটেক, গোবিন্দপুর, রায়েরবাগ, শেখদী ও উত্তর কুতুবখালী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

সকাল ৬টায় শুরু হওয়া এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের চার শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র‍্যালি এবং লিফলেট বিতরণ করা হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ সম গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “বসতবাড়ির আশেপাশে যেন এডিস মশা না জন্মাতে পারে, এজন্য তরুণ সমাজকে নেতৃত্ব দিতে হবে।”

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব: ডিএসসিসি প্রশাসক