বায়ুদূষণমুক্ত বাংলাদেশ গড়তে দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ প্রচারাভিযান শুরু
Published: 7th, May 2025 GMT
বায়ুদূষণমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতামূলক ‘বিষবায়ু’ প্রচারাভিযান শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।
আজ বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে জনসচেতনতামূলক এই প্রচারাভিযানের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। সেখানে মাসব্যাপী এই প্রচারাভিযান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, এই প্রচারাভিযানে থাকবে গোলটেবিল আলোচনা, অনলাইন প্রচারণা, সচেতনতামূলক র্যালি ও বায়ুদূষণ রোধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আবেদন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রচারাভিযানের মূল লক্ষ্য থাকবে বায়ুদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও দৈনন্দিন জীবনে বাইসাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা।
প্রচারাভিযানের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোয় পৃথক বাইসাইকেল লেন চালুর জন্য দুরন্ত–এর পক্ষ থেকে সরকারের কাছে দাবি তুলে ধরা হবে বলেও জানান বক্তারা। পাশাপাশি নাগরিকদের বাইসাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ করতে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বাইসাইকেল লেন মার্কিং করার জন্য সরকারের কাছে আবেদন জানাবে দুরন্ত।
দুরন্ত–এর পক্ষ থেকে বাইসাইকেল ব্যবহারকারীদের জন্য ‘দুরন্ত বাংলাদেশ’ নামের নতুন একটি মোবাইল অ্যাপ চালুর কথা জানান আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম। তিনি বলেন, প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারী তাঁদের বাইসাইকেল রাইড ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন তিনি কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের উন্নয়নে অবদান রাখছেন।
এই অ্যাপ ব্যবহারকারীরা যত বেশি বাইসাইকেল চালাবেন, তত বেশি কার্বন ক্রেডিট পাবেন বলে জানান মুর্শিদ মুনীম। তিনি বলেন, কার্বন ক্রেডিট দিয়ে ব্যবহারকারীরা দুরন্ত বাইসাইকেলের আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগ যত দিন সফল না হবে, তত দিন প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। তিনি বলেন, ‘সাম্প্রতিককালে বায়ুদূষণের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি, নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। পরিবেশ রক্ষায় আমরা বিষবায়ু ক্যাম্পেইনের মাধ্যমে সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।’
অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে রূপগঞ্জে নিসচা’র সংবাদ সম্মেলন
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)'র মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ও সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাবনায় সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই নিসচা এর নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বুধবার (১ অক্টোবর) সকালে জেলার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোমেন মিয়া, মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য নাজমুল হক রনি, হাবিবুল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনটি প্রতিষ্ঠানর পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
সে গুলো হলো, সড়কে শৃঃঙ্খলা ফিরিয়ে আনতে ক্যাম্পেইন, জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, ফুটপাত ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করণ, চালক-হেলপারদের সাথে মতবিনিময় সভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সড়ক বিষয়ে আলোচনা সভা, প্রশাসনের সাথে সড়ক বিষয়ে আলোচনা সভা, জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র্যালী সহ বিভিন্ন জনসচেতনতা মূলক নানাবিধ কর্মকাণ্ড।