উত্তরখান-দক্ষিণখানের তিনটি রেলক্রসিংয়ে উড়ালসড়ক বানাবে ডিএনসিসি
Published: 7th, May 2025 GMT
রাজধানীর বিমানবন্দর (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের সঙ্গে উত্তরখান ও দক্ষিণখান এলাকার সংযোগকারী তিনটি রেলক্রসিংয়ে উড়ালসড়ক (ফ্লাইওভার) নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এ ঘোষণা দেন। ঢাকা উত্তর সিটির আওতাধীন দক্ষিণখান এলাকায় কসাইবাড়ি থেকে ভাতুরিয়া পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক এ ঘোষণা দেন।
প্রশাসক এজাজ বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের (উত্তরখান ও দক্ষিণখান এলাকা) সঙ্গে বিমানবন্দর সড়কের মধ্যে সংযোগ স্থানে তিনটি রেলক্রসিং রয়েছে। আগামী অর্থবছরে এই তিন ক্রসিংয়ে উড়ালসড়ক তৈরির কাজ শুরু হবে। এ ছাড়া নতুন ওয়ার্ডগুলোর জনদুর্ভোগ লাঘব করতে রাস্তা ও পানিনিষ্কাশন নালা নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উদ্বোধন করা নতুন রাস্তা নিয়ে প্রশাসক বলেন, প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোকে ৩০ ফুট প্রশস্ত করে করা হয়েছে। পরে মূল সড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট প্রশস্ত করা হবে। নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নকাজের প্রথম পর্যায়ে ২৫ কিলোমিটার রাস্তা এবং এসব রাস্তায় পানিনিষ্কাশন নালা নির্মাণের কাজ করা হয়েছে।
সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ঢাকার সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী মাসের মধ্যে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) নকশায় করা ব্যাটারিচালিত রিকশা তৈরি করা হচ্ছে। এসব রিকশার চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। প্রশিক্ষণের পরে বৈধ লাইসেন্স দেওয়ার মাধ্যমে ঢাকায় নির্দিষ্ট সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। এসব রিকশায় নির্ধারিত ভাড়ার তালিকা থাকবে এবং নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ ঢাকা উত্তর সিটি ও প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উত্তরখান-দক্ষিণখানের তিনটি রেলক্রসিংয়ে উড়ালসড়ক বানাবে ডিএনসিসি
রাজধানীর বিমানবন্দর (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের সঙ্গে উত্তরখান ও দক্ষিণখান এলাকার সংযোগকারী তিনটি রেলক্রসিংয়ে উড়ালসড়ক (ফ্লাইওভার) নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এ ঘোষণা দেন। ঢাকা উত্তর সিটির আওতাধীন দক্ষিণখান এলাকায় কসাইবাড়ি থেকে ভাতুরিয়া পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক এ ঘোষণা দেন।
প্রশাসক এজাজ বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের (উত্তরখান ও দক্ষিণখান এলাকা) সঙ্গে বিমানবন্দর সড়কের মধ্যে সংযোগ স্থানে তিনটি রেলক্রসিং রয়েছে। আগামী অর্থবছরে এই তিন ক্রসিংয়ে উড়ালসড়ক তৈরির কাজ শুরু হবে। এ ছাড়া নতুন ওয়ার্ডগুলোর জনদুর্ভোগ লাঘব করতে রাস্তা ও পানিনিষ্কাশন নালা নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উদ্বোধন করা নতুন রাস্তা নিয়ে প্রশাসক বলেন, প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোকে ৩০ ফুট প্রশস্ত করে করা হয়েছে। পরে মূল সড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট প্রশস্ত করা হবে। নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নকাজের প্রথম পর্যায়ে ২৫ কিলোমিটার রাস্তা এবং এসব রাস্তায় পানিনিষ্কাশন নালা নির্মাণের কাজ করা হয়েছে।
সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ঢাকার সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী মাসের মধ্যে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) নকশায় করা ব্যাটারিচালিত রিকশা তৈরি করা হচ্ছে। এসব রিকশার চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। প্রশিক্ষণের পরে বৈধ লাইসেন্স দেওয়ার মাধ্যমে ঢাকায় নির্দিষ্ট সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। এসব রিকশায় নির্ধারিত ভাড়ার তালিকা থাকবে এবং নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ ঢাকা উত্তর সিটি ও প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।