বছরজুড়ে বাতাসে ভাসতে থাকে তারকাদের প্রেমের গুঞ্জন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে রটেছিল প্রেমের গুজব। সে গুঞ্জন সত্যি, না মিথ্যা– তা জানা যায়নি আদৌ। অতীতের গুঞ্জন ফিকে হয়ে আসতে না আসতেই আরও একবার বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে সামান্থার প্রেমের খবর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘসময় একাকী কাটিয়েছেন সামান্থা। এবার সেই নিঃসঙ্গতা কাটাতে নতুন একজনের শরণাপন্ন হয়েছেন কিছুদিন আগে বলিউডে পা রাখা এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী। সত্যিই কি তাই! সেই উত্তর স্পষ্ট না হলেও সামান্থার নতুন পোস্ট উস্কে দিয়েছে নতুন জল্পনা। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। অনেক দিন ধরেই এ আলোচনা চলছে। কিন্তু আদতে সত্যিটা কী, তা এখনও জানা যায়নি।

এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সামান্থা প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’। যার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। সেসব ছবিতে ‘সিটাডেল হানি বানি’ সিনেমার পরিচালক রাজও রয়েছেন।

ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।’

তাঁর এই লেখাতেই অনেকে সামান্থার জীবনে নতুন মানুষের ইঙ্গিত পেয়েছেন। তবে সব আলোচনাই নস্যাৎ করে দিয়েছেন নায়িকা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরুর আগেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন শুরুর মানে হলো প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রা শুরু। এ মুহূর্তে কোনো সম্পর্কেই যে তিনি নেই, সে কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাঠ আর আগের মতো নেই: সারজিস

‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।”

তিনি আরো লিখেছেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।”

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই সোমবার অধ্যাদেশ জারি করা হয়েছে।

ঢাকা/ইভা

সম্পর্কিত নিবন্ধ