শরীয়তপুরে থানায় হামলায় পুলিশ সদস্য আহত, অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
Published: 9th, May 2025 GMT
শরীয়তপুরের নড়িয়া থানায় গতকাল বৃহস্পতিবার রাতে হামলা হয়েছে। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের একটি কক্ষ ও পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পুলিশ।
নড়িয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঘড়িসার ইউনিয়নের বারৈপাড়া এলাকা থেকে কাগজপত্রবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়। পরে সেগুলো ছাড়িয়ে নিতে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীরা থানায় যান। ব্যর্থ হয়ে রাত সাড়ে ৯টার দিকে তাঁরা হামলা চালান। এ সময় সহকারী পুলিশ সুপারের (নড়িয়া সার্কেল) কক্ষসহ থানায় থাকা তিনটি পুলিশ যানবাহন ভাঙচুর করা হয়।
পুলিশ জানিয়েছে, হামলার সময় নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাজন ও দ্বাদশ শ্রেণির কমিটির সহসভাপতি শাহীন শেখ উপস্থিত ছিলেন। তবে ঘটনার নেতৃত্ব কে দিয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনার পর পুলিশ সুপার নজরুল ইসলাম রাতেই নড়িয়ায় যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক থানায় হামলা চালিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ করছি। তারা যে রাজনৈতিক দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ছাত্রদল ও বিএনপির কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি। রাজন ও শাহীন শেখের পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন