চেহারা দেখে মানুষের নাম জানাবে মেটার নতুন স্মার্ট চশমা
Published: 9th, May 2025 GMT
চলতি পথে পরিচিত কারও সঙ্গে দেখা হলে হঠাৎ করে নাম মনে করতে পারেন না অনেকেই। সঠিক সময়ে দ্রুত নাম মনে করতে না পারার কারণে মাঝেমধ্যেই ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে পরিচিত ব্যক্তিদের চেহারা দেখে নাম বলে দিতে সক্ষম স্মার্ট চশমা তৈরির উদ্যোগ নিয়েছে মেটা। নতুন স্মার্ট চশমাগুলোতে ‘সুপার সেন্সিং ভিশন’ সফটওয়্যার ব্যবহার করা হবে যা পরিচিত ব্যক্তিদের চেহারা দেখেই তাদের নাম ব্যবহারকারীকে জানাতে পারবে। এরই মধ্যে এ প্রযুক্তির উন্নয়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি স্মার্ট চশমা বাজারে আনার পরিকল্পনা করেছে মেটা। এরই মধ্যে ‘অ্যাপেরল’ ও ‘বেলিনি’ কোডনামের দুটি প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন প্রযুক্তিপণ্য দ্রুত বাজারে আনতে গোপনীয়তা ও নিরাপত্তাজনিত ঝুঁকি মূল্যায়নের অভ্যন্তরীণ প্রক্রিয়াও নতুন করে সাজিয়েছে মেটা।
আরও পড়ুনঅগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির স্মার্ট চশমা দেখাল মেটা২৬ সেপ্টেম্বর ২০২৪চশমাটিতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ‘হেই মেটা, স্টার্ট লাইভ এআই’ কমান্ডে চালু হবে। এটি ব্যবহারকারীর দৈনন্দিন চলাফেরা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় মুহূর্তে তথ্য ও পরামর্শ দিতে পারবে। শুধু তা–ই নয়, ‘সুপার সেন্সিং’ প্রযুক্তির আওতায় চশমার ক্যামেরা ও সেন্সর সব সময় সক্রিয় থাকবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে জানাবে স্মার্ট চশমাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেটা ইতিমধ্যে বাজারে থাকা কিছু স্মার্ট চশমার মডেলে পরীক্ষামূলকভাবে এই লাইভ এআই প্রযুক্তি চালু করেছে। তবে পরীক্ষায় দেখা গেছে, এই সুবিধা সক্রিয় থাকলে স্মার্ট চশমাগুলোর ব্যাটারি সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এই সীমাবদ্ধতা দূর করতে মেটা নতুন স্মার্ট চশমা তৈরি করছে মেটা।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম র ট চশম ব যবহ র
এছাড়াও পড়ুন:
ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নে আরো ২ মাস সময় চায় ডিবিএ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ব্রোকারেজ হাউজগুলোতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার সময়সীমা সোমবার (৩০ জুন) শেষ হচ্ছে। এ সফটওয়্যার চালু করার লক্ষ্যে ইতিমধ্যে নিজ নিজ প্যানেলভুক্ত বিক্রেতাদের (ভেন্ডর) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্রোকারেজ হাউজগুলো। তবে সাম্প্রতি ঈদ ও অন্যান্য সরকারি ছুটির কারণে সফটওয়্যারটি চালু করার কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে।
এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলোতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালু করার সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অর্থাৎ আরো দুই মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
রবিবার (২৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে এ অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম।
জানা গেছে, পুঁজিবাজারের সদস্যভুক্ত বিভিন্ন ব্রোকারেজ হাউজ সম্প্রতি ডিবিএ’র কাছে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে চালু করার জন্য সময়সীমা বাড়ানো দাবি জানায়। ব্রোকারেজ হাউজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ডিবিএ দুই মাস সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
ডিবিএ’র চিঠিতে উল্লেখ করা হয়, অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের জন্য নির্ধারিত বর্তমান সময়সীমা ৩০ জুন। এই সময়সীমা শেষের পথে। তাই আগামী ৩১ আগস্ট পর্যন্ত অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।
প্যানেলভুক্ত সফটওয়্যার বিক্রেতাদের (ভেন্ডর) সীমিত সম্পদের কারণে, তারা সকল ব্রোকারেজ হাউসকে একযোগে সফটওয়্যার বাস্তবায়নে সহায়তা প্রদান করতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেইসঙ্গে সাম্প্রতিক ঈদ ও অন্যান্য সরকারি ছুটির কারণে কার্যক্রমের অগ্রগতি বিলম্বিত হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ব্রোকারেজ হাউস ইতিমধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের লক্ষ্যে তাদের নিজ নিজ প্যানেলভুক্ত বিক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। তবে, উপরে উল্লিখিত সীমাবদ্ধতার কারণে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। এই পরিস্থিতিতে, বিএসইসির নির্দেশ অনুসারে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার সফল ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন সহজতর করার লক্ষ্যে এ সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর জন্য অনুরোধ করছি।
এ বিষয়ে জানতে চাইলে ডিবিএ'র সচিব দিদারুল গনী রাইজিংবিডি ডটকমকে বলেন, “ব্রোকারেজ হাউজগুলোতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের কাজ অনেক দূর এগিয়েছে। এরইমধ্যে ব্রোকারেজ হাউসগুলো সফটওয়্যার বাস্তবায়নের লক্ষ্যে তাদের নিজ নিজ প্যানেলভুক্ত বিক্রেতাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। ঈদ ও অন্যান্য সরকারি ছুটির কারণে এ কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে। তাই ব্রোকারেজ হাউজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে আরো দুই মাস সময় চেয়ে আবেদন জানিয়েছে ডিবিএ।”
এর আগে ৩০ এপ্রিল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৪তম কমিশন সভায় ব্রোকারেজ হাউজগুলোতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।
অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন হলে পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির সঙ্গে সিডিবিএলে রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্য ও স্টক ব্রোকারের কাছে রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্যের মধ্যকার গরমিল হ্রাস পাবে বলে মনে করে বিএসইসি।
ঢাকা/এনটি/ইভা