চেহারা দেখে মানুষের নাম জানাবে মেটার নতুন স্মার্ট চশমা
Published: 9th, May 2025 GMT
চলতি পথে পরিচিত কারও সঙ্গে দেখা হলে হঠাৎ করে নাম মনে করতে পারেন না অনেকেই। সঠিক সময়ে দ্রুত নাম মনে করতে না পারার কারণে মাঝেমধ্যেই ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে পরিচিত ব্যক্তিদের চেহারা দেখে নাম বলে দিতে সক্ষম স্মার্ট চশমা তৈরির উদ্যোগ নিয়েছে মেটা। নতুন স্মার্ট চশমাগুলোতে ‘সুপার সেন্সিং ভিশন’ সফটওয়্যার ব্যবহার করা হবে যা পরিচিত ব্যক্তিদের চেহারা দেখেই তাদের নাম ব্যবহারকারীকে জানাতে পারবে। এরই মধ্যে এ প্রযুক্তির উন্নয়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি স্মার্ট চশমা বাজারে আনার পরিকল্পনা করেছে মেটা। এরই মধ্যে ‘অ্যাপেরল’ ও ‘বেলিনি’ কোডনামের দুটি প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন প্রযুক্তিপণ্য দ্রুত বাজারে আনতে গোপনীয়তা ও নিরাপত্তাজনিত ঝুঁকি মূল্যায়নের অভ্যন্তরীণ প্রক্রিয়াও নতুন করে সাজিয়েছে মেটা।
আরও পড়ুনঅগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির স্মার্ট চশমা দেখাল মেটা২৬ সেপ্টেম্বর ২০২৪চশমাটিতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ‘হেই মেটা, স্টার্ট লাইভ এআই’ কমান্ডে চালু হবে। এটি ব্যবহারকারীর দৈনন্দিন চলাফেরা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় মুহূর্তে তথ্য ও পরামর্শ দিতে পারবে। শুধু তা–ই নয়, ‘সুপার সেন্সিং’ প্রযুক্তির আওতায় চশমার ক্যামেরা ও সেন্সর সব সময় সক্রিয় থাকবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে জানাবে স্মার্ট চশমাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেটা ইতিমধ্যে বাজারে থাকা কিছু স্মার্ট চশমার মডেলে পরীক্ষামূলকভাবে এই লাইভ এআই প্রযুক্তি চালু করেছে। তবে পরীক্ষায় দেখা গেছে, এই সুবিধা সক্রিয় থাকলে স্মার্ট চশমাগুলোর ব্যাটারি সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এই সীমাবদ্ধতা দূর করতে মেটা নতুন স্মার্ট চশমা তৈরি করছে মেটা।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম র ট চশম ব যবহ র
এছাড়াও পড়ুন:
পাঁচ মিনিটে টানা তিন পেনাল্টি সেভ—ইউরোপা লিগে অবিশ্বাস্য রাত
ইউরোপা লিগে গতকাল রাতে লিগ পর্বে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে ১–০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লিল। ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য ব্যর্থতায় টানা তিনটি পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় রোমা।
ম্যাচের ৬ মিনিটে আইসল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার হাকন হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিল। ৮০ মিনিটে লিলের ডিফেন্ডার আইসা মান্দি নিজেদের বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় রোমা। এরপরই ঘটে অবিশ্বাস্য ঘটনা।
পেনাল্টি নেওয়ার জন্য ডাক পড়ে ইউক্রেনের ২৮ বছর বয়সী স্ট্রাইকার আর্তেম দোভবিকের। লিলের তুর্কি গোলকিপার বেরকে ওজেরও প্রস্তুত ছিলেন। দোভবিকের মনোযোগ নষ্ট করতে শটটি নেওয়ার আগে পোস্ট ছেড়ে একটু এগিয়ে আসেন ওজের। লাফ দিয়ে পোস্টও কয়েকবার স্পর্শ করেন তিনি।
দোভবিক তাঁর বাঁ দিকে শট নিলে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকান ওজের। লিল ডিফেন্ডার রোমেইন পেরাউদ দৌড়ে গিয়ে বল ‘ক্লিয়ার’ করেন যেন দোভবিক ফিরতি শটে গোল না করতে পারেন। অলিম্পিকো স্টেডিয়ামে আনন্দে ফেটে পড়েন লিল–সমর্থকেরা।
জয়ের আনন্দে মাঠেই সতীর্থের সঙ্গে শুয়ে পড়েন ওজের