ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র রূপ নিচ্ছে। সাম্প্রতিক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার পাকিস্তানি শিল্প ও সংস্কৃতিকে লক্ষ্য করে বড় পদক্ষেপ নিল দিল্লি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে, ভারতে পাকিস্তানি সিনেমা, ওয়েব সিরিজ, গান, পডকাস্টসহ সব ধরনের ডিজিটাল কনটেন্ট প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও সামাজিক সংহতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের সব ওটিটি এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি যেসব গ্রাহক আগে সাবস্ক্রিপশন নিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

আরও পড়ুনভারতে মুক্তি পেল না সেই পাকিস্তানি সিনেমা২৮ সেপ্টেম্বর ২০২৪

এর আগে ভারত সরকার সীমান্ত উত্তেজনার সময় একাধিকবার পাকিস্তানি শিল্পীদের কাজ থেকে বিরত রাখতে বলেছিল। এবার তা আরও বড় পরিসরে কার্যকর হলো। জানা গেছে, চলমান নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খান, মাহিরা খান, আতিফ আসলাম, হানিফ আমিরসহ আরও অনেকে। ফাওয়াদ খান অভিনীত ও বলিউড অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে অভিনীত আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি এই নিষেধাজ্ঞার জেরে স্থগিত হয়ে গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার  বলেন, ‘কাশ্মীরের পেহেলগামে যে ধরনের জঘন্য হামলা হয়েছে, তাতে সরকারের মনোভাব পরিষ্কার—যেসব ক্ষেত্র দিয়ে ভারতের জনজীবনে প্রভাব ফেলতে পারে পাকিস্তানি প্রচারযন্ত্র, সেসব পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। বিনোদন সেই মাধ্যমগুলোর একটি।’
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৭ জন সাধারণ মানুষ। হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় ভারত। তারই ধারাবাহিকতায় ৬ মে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের ভেতরে হামলা চালায় ভারতের সেনাবাহিনী।

এরই মধ্যে ভারতীয় প্রশাসনের নজরে আসে পাকিস্তানি কনটেন্ট ছড়িয়ে পড়ছে বিভিন্ন ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে। দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। এমনকি কিছু পাকিস্তানি শিল্পীর ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধের প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে বড় প্রভাব ফেলবে। বলিউড ও লাহোরের চলচ্চিত্র জগতের মধ্যে দীর্ঘদিন ধরেই অদৃশ্য একটি সেতুবন্ধ কাজ করত, বিশেষ করে সংগীত ও অভিনয়ের ক্ষেত্রে। কিন্তু বর্তমানে তা সম্পূর্ণ ছিন্ন করার পথে এগোচ্ছে ভারত।

এদিকে ওটিটি প্ল্যাটফর্মগুলোর একটি অংশ জানিয়েছে, সরকার থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সরকারি সূত্র বলছে, ভবিষ্যতে যদি পরিস্থিতির উন্নতি ঘটে, তবে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হতে পারে। তবে আপাতত পাকিস্তানি সিনেমা, ওয়েব সিরিজ, গান এবং পডকাস্ট—কোনো কিছুই ভারতে দেখা যাবে না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

আইপিএল: প্লে-অফের লড়াইয়ে কারা এগিয়ে, কারা বাদ

মুম্বাই ইন্ডিয়ানসের টানা ছয় ম্যাচের জয়রথ কাল থামিয়ে দিয়েছে গুজরাট টাইটানস। ওয়াংখেড়েতে বৃষ্টিবিঘ্নিত এক রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে ৩ উইকেটের জয় পায় গুজরাট। এই জয়ে প্লে-অফে পৌঁছানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শুবমান গিলের দল। তবে আইপিএল ২০২৫-এর লিগ পর্বে এখনো ১৪টি ম্যাচ বাকি, ফলে কোনো দলই এখনো নিশ্চিতভাবে প্লে-অফে পৌঁছায়নি। তবে এরই মধ্যে তিনটি দলের যে আর প্লে-অফে খেলার সুযোগ হচ্ছে না, সেটাও নিশ্চিত হয়ে গেছে। লিগ পর্ব থেকেই বাদ পড়ছে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

বাকি যে সাতটি দলের সুযোগ আছে সেরা চারে থেকে প্লে-অফ খেলার, তাদের মধ্যে কারা এগিয়ে, কারা পিছিয়ে—চলুন দেখা যাক।

পয়েন্ট তালিকাগুজরাট টাইটানস

বাকি ম্যাচ: দিল্লি (অ্যাওয়ে), লক্ষ্ণৌ ও চেন্নাই (ঘরের মাঠে)

তাদের পয়েন্ট ১৬ এবং হাতে ৩টি ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ ঘরের মাঠে, ফর্মে না থাকা লক্ষ্ণৌ ও চেন্নাইয়ের বিপক্ষে। তিনটি ম্যাচই জিতলে গুজরাট নিশ্চিতভাবেই প্রথম দুইয়ে থাকবে। দুটি জিতলেও তাদের সুযোগ থাকবে, যদি পাঞ্জাব কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি ম্যাচ হারে এবং তাদের নেট রান রেট গুজরাটের চেয়ে কম থাকে। একটি জয়ও গুজরাটের প্লে–অফ নিশ্চিত করতে পারে, তবে প্রথম দুইয়ে থাকার জন্য তাদের অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এমনকি আর একটি ম্যাচ না জিতেও গুজরাট কোয়ালিফাই করতে পারে, সে ক্ষেত্রে অন্যান্য দলের ফল তাদের পক্ষে আসতে হবে। কারণ, এখনো ৫টি দল ১৬ পয়েন্টের বেশি পেতে পারে।

আরও পড়ুনভারতের হামলা: পাকিস্তানে থাকা রিশাদ–নাহিদকে নিয়ে চিন্তায় বিসিবি৩ ঘণ্টা আগেরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বাকি ম্যাচ: হায়দরাবাদ (ঘরে), রাজস্থান রয়্যালস (অ্যাওয়ে), কলকাতা (ঘরে)


বেঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিত করতে মাত্র একটি জয় দরকার। তবে, এই ১৬ পয়েন্টে থেকেই বেঙ্গালুরু প্লে-অফে উঠতে পারে, তখন অবশ্য অন্য ম্যাচগুলোর ফল তাদের পক্ষে যেতে হবে। আবার দুই ম্যাচ জিতে যদি ২০ পয়েন্টে পৌঁছায় বেঙ্গালুরু, তবু শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত হবে না, কারণ আরও ৩টি দল এখনো ২০ পয়েন্ট বা এর বেশি পেতে পারে।

পাঞ্জাব কিংস

বাকি ম্যাচ: দিল্লি (ঘরে), মুম্বাই (ঘরে), রাজস্থান (অ্যাওয়ে)

প্লে-অফ নিশ্চিত করতে পাঞ্জাব কিংসকে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে। এমনকি ১৫ পয়েন্টেও তারা উঠে যেতে পারে, যদি অন্য অনেক ম্যাচের ফল তাদের পক্ষে যায় এবং রান রেট ভালো থাকে। তবে বাকি তিনটির মধ্যে দুটি ম্যাচই শীর্ষ পাঁচের মধ্যে থাকা দলের বিপক্ষে।

আরও পড়ুনইন্টার পরীক্ষায় যেভাবে ফেল করল বার্সা৫ ঘণ্টা আগেমুম্বাই ইন্ডিয়ানস

বাকি ম্যাচ: পাঞ্জাব (অ্যাওয়ে), দিল্লি (ঘরে)


ঘরের মাঠে গুজরাটের কাছে হেরে তাদের জয়রথ থেমেছে এবং প্রথম দুইয়ে থাকার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। শুরুতে প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হারায় মুম্বাইকে শেষ দিকে অনেক কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। বাকি দুটি ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট নিয়ে তাদের প্লে–অফের টিকিট নিশ্চিত হবে, তবে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে না। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংস ১৮ পয়েন্টের বেশি পেতে পারে। একটি জয়ও তাদের প্লে–অফে নিয়ে যেতে পারে, তবে সে ক্ষেত্রে অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

আরও পড়ুনইয়ামালের একের পর এক শট ঠেকিয়ে মহানাটকের নায়ক সমার৬ ঘণ্টা আগেদিল্লি ক্যাপিটালস

বাকি ম্যাচ: পাঞ্জাব (অ্যাওয়ে), গুজরাট (ঘরে), মুম্বাই (অ্যাওয়ে)


হায়দরাবাদের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে একটি লাকি পয়েন্ট পেয়ে দুই ম্যাচ হারের পর একটু স্বস্তি পেয়েছে দিল্লি। তবে প্লে-অফে উঠতে হলে এখনো কঠিন পথ বাকি। তিনটি ম্যাচেই জিতলে দিল্লির প্লে-অফে ওঠা নিশ্চিত হবে। যদিও শেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস

বাকি ম্যাচ: বেঙ্গালুরু (ঘরে), গুজরাট (অ্যাওয়ে), হায়দরাবাদ (ঘরে)


টানা তিন ম্যাচে হার, সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার। সময়টা ভালো যাচ্ছে না লক্ষ্ণৌর। শেষ তিনটি ম্যাচ তাদের জিততেই হবে। যদি আর একটি ম্যাচও হারে, তাহলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। তার ওপর, তাদের নেট রান রেট (-০.৪৬৯) খুব খারাপ। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় দরকার।

আরও পড়ুনআর্সেনাল না পিএসজি, ফাইনালের টিকিট পাবে কোন ‘হতভাগা’৭ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্স

বাকি ম্যাচ: চেন্নাই (ঘরে), হায়দরাবাদ ও বেঙ্গালুরু (অ্যাওয়ে)


দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসকে হারিয়ে কলকাতা এই মৌসুমে প্রথমবার টানা দুটি ম্যাচ জিতেছে। তারা এই ছন্দ ধরে রাখতে চাইবে। তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১৭, যা হয়তো প্লে–অফের জন্য যথেষ্ট না–ও হতে পারে, কারণ, চারটি দল এর বেশি পয়েন্ট পেতে পারে। তবে অন্যান্য দলের ফল তাদের পক্ষে গেলে ১৫ পয়েন্টেও তারা প্লে-অফে টিকে যেতে করতে পারে।

আরও পড়ুনআর্সেনাল না পিএসজি, ফাইনালের টিকিট পাবে কোন ‘হতভাগা’৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • আইপিএল: প্লে-অফের লড়াইয়ে কারা এগিয়ে, কারা বাদ