শনিবার সারাদেশে গণজমায়েত: হাসনাত আবদুল্লাহ
Published: 9th, May 2025 GMT
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কেন্দ্রীয়ভাবে বিকেল তিনটায় শাহবাগ মোড়ে গণজমায়েত হবে বলে জানান তিনি।
শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন। এছাড়া দাবি আদায়ে অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামীকাল বিকেল তিনটায় গণজমায়েত, সারা ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী জনতা গণজমায়েতে যুক্ত হবেন। সারাদেশে জুলাইয়ের আন্দোলনের পয়েন্টে গণজমায়েত হবে। এই লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের লড়াই। পাঁচ আগস্ট জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তার আইনি ভিত্তি দেওয়ার লড়াই।’
হাসনাত বলেন, ‘আমাদের অবস্থানের ২৫ ঘণ্টা পার হয়েছে। আমরা জানি না আর কতক্ষণ থাকতে হবে। আমরা তিন দফা দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।’
কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনীতি করেনি। গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। শাপলা, পিলখানা, জুলাইসহ সবগুলো হত্যাকাণ্ড তারা ব্যক্তিগত নয়, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালিয়েছে। তাদেরকে অবশ্যই দলগত বিচার করতে হবে। আইসিটি আইনে দলের বিচারের ধারা যুক্ত করতে হবে।’
আখতার আরও বলেন, ‘কোনো দলের ডাকে নয় জুলাইয়ের ডাকে আমরা এখানে এসেছি। এ আন্দোলন কোনো দলের নয়, এটা গোটা জুলাই জনতার আন্দোলন। এখনও যারা আসেননি, তারা আসুন। জুলাইয়ে আমরা যেভাবে একত্র হয়েছিলাম, জুলাই ফিরে এসেছে। অবজ্ঞা করবেন না, জুলাই জনতার পাশে এসে আন্দোলনে অংশগ্রহণ করুন।’
কর্মসূচিতে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই ঐক্যের এবি জুবায়ের। এ ছাড়া রাত সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চ জুলাই অভ্যুত্থান নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী করেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প গণজম য় ত গণজম য় ত অবস থ ন আওয় ম
এছাড়াও পড়ুন:
ইউরোপ ছেড়ে এবার আমেরিকার মাঠে ঝলক দেখাতে প্রস্তুত সন
দীর্ঘ এক দশক টটেনহ্যাম হটস্পারে কাটিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার এই সুপারস্টারের পরবর্তী গন্তব্য যে আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস)। সেই ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ফুটবল মহলে।
সিউলে আয়োজিত এক আবেগঘন সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী সন আনুষ্ঠানিকভাবে জানান, টটেনহ্যামের সঙ্গে তার পথচলার অবসান ঘটছে। পরদিনই নিউক্যাসলের বিপক্ষে মাঠে নেমে স্পার্সের জার্সিতে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত দেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার সময় সতীর্থ ও প্রতিপক্ষের গার্ড অব অনারে আবেগে ভেসে যান দর্শকরাও।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, সনের নতুন ঠিকানা হতে চলেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি। ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে সম্পন্ন হতে যাচ্ছে এই চুক্তি। এখন কেবল অপেক্ষা মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক ঘোষণা। আর এ চুক্তি চূড়ান্ত হলে প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই লিগে খেলবেন সন। যদিও দুজন খেলবেন দুই কনফারেন্সে।
আরো পড়ুন:
নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়
টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন
২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। এরপর টানা ১০ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫৪টি ম্যাচ, করেছেন ১৭৩টি গোল এবং নিজের ঝুলিতে তুলেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। চলতি বছরেই ক্লাব অধিনায়ক হিসেবে ইউরোপা লিগে ম্যানইউকে হারিয়ে টটেনহ্যামকে ১৭ বছরের ট্রফিশূন্যতা থেকে মুক্ত করেন।
সনের বিদায় মানে এক যুগের অবসান হলেও, নতুন এই অধ্যায় তাকে ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি করবে। লস অ্যাঞ্জেলেসের হয়ে মাঠ কাঁপাতে পারেন কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা। ফুটবলপ্রেমীদের চোখ এখন তাই মেজর লিগ সকারের দিকেই।
ঢাকা/আমিনুল