দায়ীদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 10th, May 2025 GMT
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কারা জড়িত, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না।”
শনিবার (১০ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরো পড়ুন:
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব
ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতিমধ্যে কয়েক জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেউ কেউ সংযুক্ত রয়েছেন।তদন্ত কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি দেখবে। যারা দায়ী, শাস্তি তাদের পেতেই হবে।”
উপদেষ্টা বলেন, “বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কীভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটির তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া আবদুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ে কোনো কাগজপত্র পাঠানো হয়েছে কিনা এ বিষয়েও আমরা খতিয়ে দেখব।”
তিনি আরো বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে রাস্তা বন্ধ করতে না করার অনুরোধও জানাচ্ছি। এতে জন ভোগান্তি দেখা দেয়। আন্দোলনকারীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ষ ট রপত উপদ ষ ট স বর ষ ট র উপদ ষ ট তদন ত
এছাড়াও পড়ুন:
খুলনায় ফের সন্ত্রাসীদের গুলি, শিপইয়ার্ডের কর্মচারী আহত
খুলনায় সাড়ে ৮ ঘণ্টার ব্যবধানে ফের এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর জিন্নাহপাড়া এলাকায় সম্রাট কাজী নামে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার হাতে লেগেছে। সম্রাট খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন।
আরো পড়ুন: নিহত ২ জন সন্ত্রাসী পলাশ ও কালা লাভলু বাহিনীর সদস্য: পুলিশ
আরো পড়ুন:
ঈশ্বরদীতে সংঘর্ষ চলাকালে লুট হওয়া ৯ মোটরসাইকেল উদ্ধার
অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট
সোমবার (১ ডিসেম্বর) সকালে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন সম্রাট। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার হাতে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিপইয়ার্ডে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সম্রাটকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
আরো পড়ুন: খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা
এর আগে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে খুলনার আদালত পাড়ায় সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে রাজন ও হাসিব নামে দুই যুবককে। এ সময় রুম্মান (৩০) নামে তাদের এক সহযোগী আহত হন। তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।
নিহত রাজন ও হাসিব সন্ত্রাসী পলাশ ও কালা লাভলু বাহিনীর সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছিল। সেই মামলায় হাজিরা দিতে তারা আদালতে যান।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ