ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের মধ্যে চলা উত্তেজনা ‘পুরো ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। 

আজ শনিবার সামাজিক মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। খবর আল জাজিরার

ট্রুথে আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনা হয়েছে। এরপর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি ‘পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এ ক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।’

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত। তবে পাকিস্তান এই অভিযোগ সব সময় অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে হামলা চালায় ভারত। এর জবাবে শুক্রবার রাত থেকে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করে। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৭ নং ওয়ার্ড যুবদলের দোয়া  

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার ২১ নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক  সভাপতি  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট এদেশের ছাত্র/জনতার ধাওয়া খেয়ে  ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে এ দেশ থেকে বিতারিত হয়েছে। আরেক দিকে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ তার জন্য  দোয়া করছে। এই দুই জনের মধ্যে রয়েছে  বিস্তার প্রার্থক।

তিনি আরো বলেন,বহু বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা খেয়াল রাখবেন কোন ষড়যন্ত্র ও কোন কালো ছায়া যাতে নির্বাচনকে বাধাগ্রস্থ্য করতে না পারে। আমরা কোন ভাইয়ের লোক এইটা বড় বিষয় নয়। দিন শেষে আমরা সবাই ধানেরশীষ কর্মী এটাই বড় পরিচয়।

বন্দর থানার ২৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক এস এম মোমেনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।
দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, একই কমিটির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম খন্দকার, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাবেক যুবদলের প্রচার সম্পাদক  রাসেল আহাম্মেদ মনির, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সী, পরিবহন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহাম্মেদ, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুছা, ১৯ নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন,  ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম, গোলাম নবী, শহিদুল্লাহ, মজিবর রহমান, আমির হোসেন, কয়াদি মনির, নাছির, কচি, ফজলুল হক, জাকির হোসেন,  আব্দুর রব, ছাত্রদল নেতা সাইফুল, আনিছ, আনন্দ, নিরব, রিয়াদ, বিজয়সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুড়িপাড়া খোদাইবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ক্বারীমুল হক নাছিরি। 
 

সম্পর্কিত নিবন্ধ