হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে সাজু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিকেলে সাজু মিয়া বাড়ির পাশে গোসল করতে যান। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়া-কিশোরগঞ্জে বজ্রপাতে ৮ মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় ঝড়ে গাছের ডালের আঘাতে র্যাব সদস্যের মৃত্যু
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুর রহমান (৪০) নামের আরেক র্যাব সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্কর র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার। এ ছাড়া র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের মিডিয়া সেলও তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, দায়িত্ব পালন শেষে গতকাল রাতে সাইফুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সাদুল্লাপুর থেকে গাইবান্ধার ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর। তাঁরা রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। এ সময় গাছের একটি ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে যায়। তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন আবু বক্কর। ডালের আঘাতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত সাইফুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডল জানান, ওই র্যাব সদস্যকে গতকাল রাত পৌনে ১১টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাইফুর রহমান (৪০) আরেক র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে র্যাব-১৩ রংপুর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এএসআই মিজান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সোমবার বাদ জোহর রংপুরে আবু বক্করের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।