এক চিঠিতে পুলিশের দুটি ইউনিটে এক হাজার ২০০ সদস্যকে পদায়ন করা হয়েছে। ইউনিট দুটি হলো গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও হাইওয়ে পুলিশ। উপপরিদর্শক থেকে কনস্টেবল পদমর্যাদার সদস্যরা দুই মাস দায়িত্ব পালন শেষে পূর্বের ইউনিটে ফিরে যাবেন।
গত ২৩ এপ্রিল পুলিশ সদর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, জিএমপি ও হাইওয়ে পুলিশ ফোর্সের মঞ্জুরি প্রয়োজনের তুলনায় কম। তাই কাজের চাপ বিবেচনা করে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন এলাকার হাইওয়েতে সম্প্রতি ডাকাতিসহ নানা অপরাধ বেড়েছে। গাজীপুর মহানগরে তৎপর আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। আবার ঢাকার অন্যতম প্রবেশমুখ গাজীপুরে মহাসড়ক প্রায়ই অবরুদ্ধ থাকে শ্রমিক আন্দোলনে।
জিএমপিতে এক হাজার ৫৬০ জন কর্মরত ছিলেন। বর্তমানে মঞ্জুরি কর্মকর্তা-কর্মচারী এক হাজার ১৬০ জন। ৩০ এপ্রিল থেকে তাদের সঙ্গে ৫০০ ফোর্স যুক্ত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিএমপিতে ৫০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পিবিআই থেকে ১০০, পুলিশ টেলিকম থেকে ১০০, সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ৫০, বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ৫০ ও সিআইডি থেকে ২০০ সদস্যকে জিএমপিতে মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর হাইওয়ে পুলিশে কয়েকটি জেলা থেকে ৭০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি থেকে ১০০, রাঙামাটির ১০০, বান্দরবানের ১০০, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ১০০, দিনাজপুর থেকে ৫০, কুড়িগ্রামের ৫০, গাইবান্ধার ৫০, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ৫০, বরিশাল ৫০ ও পিরোজপুর থেকে নিয়ে আসা হয়েছে ৫০ সদস্য।
জানা যায়, নতুন ৫০০ সদস্য পদায়নের পর জিএমপিতে জনবল দাঁড়িয়েছে দুই হাজার ৬০-এ। তবে বর্তমান কাঠামোতে তাদের পদের সংখ্যা এক হাজার ৬০টি। নতুন জনবল কাঠামোর প্রস্তাব ইতোমধ্যে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছে জিএমপি। সেখানে দুই হাজার ৮২৪টি পদের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
হাইওয়ে পুলিশের এসপি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, গাজীপুর হাইওয়ে ঢাকার প্রবেশমুখ। ঢাকার সঙ্গে যুক্ত হতে অন্তত ১৫টি জেলার যোগাযোগ এখানে। ব্যস্ততার তুলনায় গাজীপুর হাইওয়ে পুলিশে ফোর্সের সংখ্যা খুবই কম ছিল। আবার সামনে পবিত্র ঈদুল আজহা। এ জন্য ফোর্সের চাহিদা দেওয়া হয়। সে বিবেচনায় অতিরিক্ত পুলিশ পদায়ন করা হয়েছে।
জিএমপির উপকমিশনার (প্রশাসন) জাহিদ হাসান সমকালকে বলেন, জিএমপির প্রয়োজন অনুযায়ী ফোর্স খুব কম। জেল থেকে আসামি আনা-নেওয়ায় ফোর্স লাগে। কিন্তু জিএমপির মঞ্জুরি কর্মকর্তা থেকে কনেস্টবল মাত্র ১ হাজার ১৬০ জন। ৪০০ ফোর্স যুক্ত ছিল। নতুন করে যুক্ত করা হয়েছে আরও ৫০০ ফোর্স। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থানা ও ইউনিটে তাদের পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে মোতায়েনযোগ্য অফিসার ও ফোর্সদের পরিকল্পনা মোতাবেক পোশাক, অস্ত্র, গুলি ও বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, লেগগার্ড, হালকা বিছানাপত্র, পরিচয়পত্র ও রেইনকোট সঙ্গে রেখে জিএমপি এবং হাইওয়ে পুলিশে যোগদান বিষয়ে পুলিশ সদরদপ্তরকে জানাতে বলা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ত য় ন কর এক হ জ র র হ ইওয় জ এমপ ত সদস য ইউন ট
এছাড়াও পড়ুন:
কর্মী নেবে বেসরকারি ব্যাংক, স্নাতকে আবেদন
বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটির ‘এসও-ইও’ পদে জনবল নিয়োগ দেবে। ৫ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
পদের নাম: এসও-ইও (কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিড (সিইআরটি), ইনফরমেশন টেকনোলজি ডিভিশন)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর (সিএসই/সিএস/আইটি/সাইবার সিকিউরিটি/এসই/সমমান) ডিগ্রি থাকতে হবে;
অভিজ্ঞতা: ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৪০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরি, জরুরি নির্দেশনা৪ ঘণ্টা আগেবেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বেতন। ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ–সুবিধার পাবেন কেউ এ পদে চাকরি পেলে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তরিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর, ২০২৫।
আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮১৩ নভেম্বর ২০২৫