Samakal:
2025-08-11@09:11:05 GMT

এক চিঠিতে ১২০০ সদস্যের পদায়ন

Published: 11th, May 2025 GMT

এক চিঠিতে ১২০০ সদস্যের পদায়ন

এক চিঠিতে পুলিশের দুটি ইউনিটে এক হাজার ২০০ সদস্যকে পদায়ন করা হয়েছে। ইউনিট দুটি হলো গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও হাইওয়ে পুলিশ। উপপরিদর্শক থেকে কনস্টেবল পদমর্যাদার সদস্যরা দুই মাস দায়িত্ব পালন শেষে পূর্বের ইউনিটে ফিরে যাবেন।
গত ২৩ এপ্রিল পুলিশ সদর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, জিএমপি ও হাইওয়ে পুলিশ ফোর্সের মঞ্জুরি প্রয়োজনের তুলনায় কম। তাই কাজের চাপ বিবেচনা করে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন এলাকার হাইওয়েতে সম্প্রতি ডাকাতিসহ নানা অপরাধ বেড়েছে। গাজীপুর মহানগরে তৎপর আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। আবার ঢাকার অন্যতম প্রবেশমুখ গাজীপুরে মহাসড়ক প্রায়ই অবরুদ্ধ থাকে শ্রমিক আন্দোলনে।
জিএমপিতে এক হাজার ৫৬০ জন কর্মরত ছিলেন। বর্তমানে মঞ্জুরি কর্মকর্তা-কর্মচারী এক হাজার ১৬০ জন। ৩০ এপ্রিল থেকে তাদের সঙ্গে ৫০০ ফোর্স যুক্ত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিএমপিতে ৫০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পিবিআই থেকে ১০০, পুলিশ টেলিকম থেকে ১০০, সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ৫০, বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ৫০ ও সিআইডি থেকে ২০০ সদস্যকে জিএমপিতে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে গাজীপুর হাইওয়ে পুলিশে কয়েকটি জেলা থেকে ৭০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি থেকে ১০০, রাঙামাটির ১০০, বান্দরবানের ১০০, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ১০০, দিনাজপুর থেকে ৫০, কুড়িগ্রামের ৫০, গাইবান্ধার ৫০, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে ৫০, বরিশাল ৫০ ও পিরোজপুর থেকে নিয়ে আসা হয়েছে ৫০ সদস্য।
জানা যায়, নতুন ৫০০ সদস্য পদায়নের পর জিএমপিতে জনবল দাঁড়িয়েছে দুই হাজার ৬০-এ। তবে বর্তমান কাঠামোতে তাদের পদের সংখ্যা এক হাজার ৬০টি। নতুন জনবল কাঠামোর প্রস্তাব ইতোমধ্যে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছে জিএমপি। সেখানে দুই হাজার ৮২৪টি পদের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

হাইওয়ে পুলিশের এসপি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, গাজীপুর হাইওয়ে ঢাকার প্রবেশমুখ। ঢাকার সঙ্গে যুক্ত হতে অন্তত ১৫টি জেলার যোগাযোগ এখানে। ব্যস্ততার তুলনায় গাজীপুর হাইওয়ে পুলিশে ফোর্সের সংখ্যা খুবই কম ছিল। আবার সামনে পবিত্র ঈদুল আজহা। এ জন্য ফোর্সের চাহিদা দেওয়া হয়। সে বিবেচনায় অতিরিক্ত পুলিশ পদায়ন করা হয়েছে।
জিএমপির উপকমিশনার (প্রশাসন) জাহিদ হাসান সমকালকে বলেন, জিএমপির প্রয়োজন অনুযায়ী ফোর্স খুব কম। জেল থেকে আসামি আনা-নেওয়ায় ফোর্স লাগে। কিন্তু জিএমপির মঞ্জুরি কর্মকর্তা থেকে কনেস্টবল মাত্র ১ হাজার ১৬০ জন। ৪০০ ফোর্স যুক্ত ছিল। নতুন করে যুক্ত করা হয়েছে আরও ৫০০ ফোর্স। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থানা ও ইউনিটে তাদের পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে মোতায়েনযোগ্য অফিসার ও ফোর্সদের পরিকল্পনা মোতাবেক পোশাক, অস্ত্র, গুলি ও বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, লেগগার্ড, হালকা বিছানাপত্র, পরিচয়পত্র ও রেইনকোট সঙ্গে রেখে জিএমপি এবং হাইওয়ে পুলিশে যোগদান বিষয়ে পুলিশ সদরদপ্তরকে জানাতে বলা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ত য় ন কর এক হ জ র র হ ইওয় জ এমপ ত সদস য ইউন ট

এছাড়াও পড়ুন:

বুয়েট নেবে সহকারী ইন্সট্রৃুমেন্ট ইঞ্জিনিয়ার, বেতন ৩৫৬০০ টাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার। এ পদের একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

১. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

২. প্রার্থীর শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন: সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৫,৬০০/- টাকা।

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪২২ ঘণ্টা আগেআবেদনের নিয়মাবলি

১. আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নিজ হাতে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।

২. আবেদনপত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল দিতে হবে।

৩. আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, আরআইএসই সেন্টার, ইসিই ভবন, ৯ম তলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা ১২০৫।

গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৫/৮/২০২৫

আরও পড়ুনবেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৬৩৯৬২ টাকা১ ঘণ্টা আগেআবেদনকারীর জন্য নির্দেশনা

* নিয়োগ পরীক্ষা/সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

* কর্তৃপক্ষ কোনো কারণ ব্যতিরেকে এই নিয়োগপ্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদসংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

* নিয়োগপ্রক্রিয়ার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

* চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • বুয়েট নেবে সহকারী ইন্সট্রৃুমেন্ট ইঞ্জিনিয়ার, বেতন ৩৫৬০০ টাকা
  • ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে সাড়ে ৪ ঘণ্টা পর বরিশালে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা
  • পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪