জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো ‘আইসিসি মাসসেরা পুরস্কার’ অর্জন করেছেন এই অলরাউন্ডার। এর আগে এই সম্মান পেয়েছিলেন কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

বুধবার (১৪ মে) আইসিসির প্রকাশিত এক বিবৃতিতে এপ্রিলে মাসসেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করা হয়। এ পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে সমান দ্যুতি ছড়ান মিরাজ। বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ে বড় অবদান ছিল তার। ব্যাট হাতে করেন ১০৪ রান, বল হাতে নেন আরও ৫ উইকেট।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, 'আইসিসি মাসসেরা খেলোয়াড় হওয়া আমার জন্য অনেক বড় সম্মান। এই পুরস্কার বৈশ্বিক ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায় তা আরও বেশি তাৎপর্যপূর্ণ।'

তিনি আরও বলেন, 'এটা আমাকে আমার পথচলার শুরু মনে করিয়ে দেয়, যখন ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলাম। এই পুরস্কারও তেমনই স্পেশাল। এটি আমাকে আরও ভালো খেলতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য নিয়মিত অবদান রাখতে অনুপ্রাণিত করবে।'

ভক্ত ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিরাজ বলেন, 'একজন ক্রিকেটার হিসেবে মাঠে প্রভাব ফেলা এবং ভক্তদের আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য। এই স্বীকৃতি আমাকে আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। আমি আমার সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, এই পুরস্কার তাদের সবারও প্রাপ্য।'

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স প রস ক র আইস স

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ