ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে দর্শক টানছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কেও সিনেমাটি মুক্তি পেয়েছে। এবার এই সিনেমা দেখতে পাবেন মধ্যপ্রাচ্যের দর্শকরাও।

আজ ১৫ মে বরবাদ মুক্তি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ।

বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি, তারা সকলে থিয়েটারে গিয়ে বরবাদ দেখবেন।’

প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ-এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ। সিনেমাটি মুক্তির একমাসে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বরব দ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় মোটরসাইকেলে এসে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ী পালপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত হাবিবুর রহমান শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যক্তিগত গাড়িচালক। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে পালপাড়ায় ইসকন মন্দির এলাকায় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তাঁরা দেখতে পান মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাবিবুরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়েছেন। এ সময় স্থানীয়রা তাঁকে তাৎক্ষণিক উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, হত্যাকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ