দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে নেমেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। দুটি উইকেটই তুলে নেন খালেদ আহমেদ, আগের দিন চার উইকেট পাওয়া পেসারের উইকেট হয়ে যায় ছয়টি। নিউজিল্যান্ড ‘এ’ ৩০ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৬ রানে। সিলেটে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের বাকি গল্পটা বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসানের।

বাকি ব্যাটসম্যানেরা কেউ ফিফটি করতে না পারলেও এই উইকেটকিপার–ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করে। এরপরও অবশ্য বাংলাদেশ ‘এ’ দল দিনশেষে পিছিয়ে আছে। তৃতীয় দিন নুরুলের দল মাঠে নামবে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রায় সবাই–ই শুরুটা ভালো করেছেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ওপেনারদের কারও ইনিংসই বড় হয়নি। জাকির হাসান ২৩ বলে ১২ আর এনামুল হক আউট হয়ে যান ৩৭ বলে ২৪ রানে। তিনে নামা আরেক ওপেনার মাহমুদুল হাসান থামেন ২৪ বলে ১৮ রানে।

সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ সর্বোচ্চ রান করা অমিত হাসানও ভালো শুরু পেয়েছিলেন, খেলেছেন দারুণ কিছু শট। তবে ২৮ বলে ৪ চারে ২৫ রানেই থেমে যান অমিত।

৮১ রানে চতুর্থ উইকেট হারানোর পর জুটি বাঁধেন দুই উইকেটকিপার নুরুল ও মাহিদুল ইসলাম। তাঁদের জুটিতে ১৩২ রান যোগ হয়। ৭৯ বলে ২৫ রান করে মাহিদুল আউট হলে জুটিটা ভেঙে যায়। এর আগেই সেঞ্চুরি তুলে ফেলেন নুরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম শতকের দেখা পাওয়া নুরুল ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রান করে আউট হন মাহিদুল ফেরার পরের ওভারে।

এ সময় ৩০ রানের মধ্যে আরও চার উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশ ‘এ’ এখনো লিড নিতে পারেনি। হাসান মুরাদ ২৯ বলে ১৩ রান ও ইবাদত হোসেন ৯ বলে ১ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট হ

এছাড়াও পড়ুন:

শেফালির ‘হার্ডওয়্যার’ ভালো থাকলেও ‘সফটওয়্যার’ ভালো ছিল না: বাবা রামদেব

মানুষ এমন এক জীবন যাপন পদ্ধতি বেছে নিয়েছে যেখানে তার মস্তিষ্ক, চোখ এবং পাকস্থলির ওপর বেশি চাপ প্রয়োগ করছে। আর তাতেই গড় আয়ু পেরোনোর আগেই মরে যাচ্ছে মানুষ—এমনটাই মনে করেন ভারতের বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব।  বলিউডজুড়ে ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালার মৃত্যুর কারণ নিয়ে একদিকে বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে রামদেব বলছেন, ‘‘শেফালির হার্ডওয়্যার’ ভালো থাকলেও ‘সফটওয়্যার’- ভালো ছিল না। অর্থাৎ বাইরে থেকে শেফালিকে সুস্থ মনে হলেও তিনি ভেতরে ভেতরে অসুস্থ ছিলেন।

পোস্ট মর্টেম রিপোর্ট থেকে জানা গেছে,  শেফালির রক্তচাপ দ্রুত কমে যাওয়ার কারণেই হার্ট অ্যাটাক হয়। তার ফলেই মৃত্যু হয়। রক্তচাপ কমে যাওয়ার কারণ হচ্ছে  গ্লুটাথিয়ন নামের এক রাসায়নিক। যা প্রাথমিকভাবে বয়স প্রতিরোধী ওষুধের (অ্যান্টি এজিং) মধ্যে পাওয়া যায়। শেফালির বাড়ি থেকেও বার্ধক্য প্রতিরোধকারী ওষুধের ২টি বাক্স খুঁজে পেয়েছে পুলিশ। ফলে সেই ওষুধের প্রভাবেও হঠাৎ কমে যেতে পারে রক্তচাপ।

অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার ভালো না মন্দ সেই বিতর্কে না গিয়ে রামদেব বলেছেন, ‘‘মানুষের স্বাভাবিক গড় আয়ু ১০০ বছর নয়, বরং ১৫০ থেকে ২০০ বছর।’’

আরো পড়ুন:

স্তন ক্যান্সারের চিকিৎসা চলাকালে করণীয়

স্ক্রিন টাইম কমানোর জন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন


বাবা রামদেব বলেন, ‘‘মানুষ নিজের মস্তিস্ক, চোখ, পাকস্থলীর ওপর প্রয়োজনের চেয়ে বেশি চাপ দিয়ে ফেলে। যে খাবার ১০০ বছরে একজন মানুষের খাওয়া উচিত, সেই খাবারই মাত্র ২৫ বছরে খেয়ে নেয় মানুষ।’’

এই যোগগুরুর বষয় ৬০ বছর পেরিয়েছে। কিন্তু তিনি যথেষ্ট সুস্থ আছেন বলে দাবি করেছেন। কেবলমাত্র সঠিক খাবার গ্রহণ এবং জীবনধারণের জন্যই সুস্থ আছেন বলেও জানিয়েছেন রামদেব।

রামদেবে মতে কেবলমাত্র বাইরে থেকে নয়, প্রকৃত সুস্থ থাকার অর্থ ভেতর থেকেও সবল থাকা। সুস্থ থাকার জন্য তাই নিজের জীবনে সম্পূর্ণ সন্তুষ্ট থাকতে হবে। খাদ্যাভাস, আচার ব্যবহার, সব কিছুর ওপরেই সুস্থ থাকা নির্ভরশীল।
 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ