সবাই থেমে গেলেন অল্পতে, চালিয়ে খেলে সেঞ্চুরি করলেন নুরুল
Published: 15th, May 2025 GMT
দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে নেমেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। দুটি উইকেটই তুলে নেন খালেদ আহমেদ, আগের দিন চার উইকেট পাওয়া পেসারের উইকেট হয়ে যায় ছয়টি। নিউজিল্যান্ড ‘এ’ ৩০ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৬ রানে। সিলেটে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের বাকি গল্পটা বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসানের।
বাকি ব্যাটসম্যানেরা কেউ ফিফটি করতে না পারলেও এই উইকেটকিপার–ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করে। এরপরও অবশ্য বাংলাদেশ ‘এ’ দল দিনশেষে পিছিয়ে আছে। তৃতীয় দিন নুরুলের দল মাঠে নামবে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রায় সবাই–ই শুরুটা ভালো করেছেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ওপেনারদের কারও ইনিংসই বড় হয়নি। জাকির হাসান ২৩ বলে ১২ আর এনামুল হক আউট হয়ে যান ৩৭ বলে ২৪ রানে। তিনে নামা আরেক ওপেনার মাহমুদুল হাসান থামেন ২৪ বলে ১৮ রানে।
সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ সর্বোচ্চ রান করা অমিত হাসানও ভালো শুরু পেয়েছিলেন, খেলেছেন দারুণ কিছু শট। তবে ২৮ বলে ৪ চারে ২৫ রানেই থেমে যান অমিত।
৮১ রানে চতুর্থ উইকেট হারানোর পর জুটি বাঁধেন দুই উইকেটকিপার নুরুল ও মাহিদুল ইসলাম। তাঁদের জুটিতে ১৩২ রান যোগ হয়। ৭৯ বলে ২৫ রান করে মাহিদুল আউট হলে জুটিটা ভেঙে যায়। এর আগেই সেঞ্চুরি তুলে ফেলেন নুরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম শতকের দেখা পাওয়া নুরুল ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রান করে আউট হন মাহিদুল ফেরার পরের ওভারে।
এ সময় ৩০ রানের মধ্যে আরও চার উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশ ‘এ’ এখনো লিড নিতে পারেনি। হাসান মুরাদ ২৯ বলে ১৩ রান ও ইবাদত হোসেন ৯ বলে ১ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট হ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ