১৭ বছর আগের একটি ভিডিও—অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে বানানো সেই ভিডিওতে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর পছন্দের ক্রিকেটার কে? কোনো ভাবনাচিন্তা ছাড়াই কোহলির ঝটপট উত্তর ছিল—হার্শেল গিবস। পছন্দের সেই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গিবস সেই কোহলিকে নিয়ে এবার করলেন অন্যরকম মন্তব্য।

ক্রিকেটবিশ্ব এই মুহূর্তে ব্যস্ত টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসরের ‘আসল কারণ’ খুঁজতে। ৩৭ বছর বয়সী এই ব্যাটিং তারকা গত সোমবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। এ নিয়ে নানাজন নানা কথা বলছেন। বেশির ভাগই টেস্ট ক্রিকেটার কোহলিকে নিয়ে বন্দনা। এর মধ্যেই গিবস কথা বলেছেন কোহলির টেকনিকের সমস্যা নিয়ে। তাঁর কাছে মনে হয়েছে, কোহলির চেয়ে টেকনিক্যালি ভালো ব্যাটসম্যান রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হল র

এছাড়াও পড়ুন:

ধোনি বাদ দেওয়ার পর শেবাগের ক্যারিয়ার বাঁচিয়েছিলেন টেন্ডুলকার

বীরেন্দর শেবাগ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতের সাবেক ওপেনার। ২০১১ সালের সেই বিশ্বকাপও তিনি জিতেছেন ঘরের মাঠে। তবে শচীন টেন্ডুলকার না থাকলে ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বাদ তিনি পেতেন না! কারণ, বিশ্বকাপের বেশ আগেই ভারতের তখনকার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁকে ওয়ানডে থেকে বাদ দেওয়ায় অবসরের কথা ভেবেছিলেন শেবাগ। শচীনই তাঁকে সেই সিদ্ধান্ত থেকে ফিরিয়েছেন।

ঘটনাটি ২০০৭-০৮ মৌসুমে কমনওয়েলথ ব্যাংক সিরিজের। প্রথম পাঁচ ম্যাচে শেবাগ করেন মাত্র ৮১ রান—গড় ১৬.২০, সর্বোচ্চ ৩৩। সেই ত্রিদেশীয় সিরিজে শেষ তিন ম্যাচে তাঁকে বসিয়ে রাখা হয়। ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় রবিন উথাপ্পাকে। সেই সিরিজে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে ভারত।

ছয় মাস পর কিটপ্লাই কাপে দলে ফেরেন শেবাগ। বাংলাদেশ, পাকিস্তানকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে করেন ১৫০ রান, ফিফটি করেন দুটিতে। এরপর থেকে ধারাবাহিক রান করতে থাকেন।

দল থেকে বাদ পড়া আর রানখরা মিলিয়ে অবসরের ভাবনা এসেছিল শেবাগের, তাঁকে ফেরান টেন্ডুলকার।

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনি বাদ দেওয়ার পর শেবাগের ক্যারিয়ার বাঁচিয়েছিলেন টেন্ডুলকার