১৭ বছর আগের একটি ভিডিও—অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে বানানো সেই ভিডিওতে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর পছন্দের ক্রিকেটার কে? কোনো ভাবনাচিন্তা ছাড়াই কোহলির ঝটপট উত্তর ছিল—হার্শেল গিবস। পছন্দের সেই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গিবস সেই কোহলিকে নিয়ে এবার করলেন অন্যরকম মন্তব্য।

ক্রিকেটবিশ্ব এই মুহূর্তে ব্যস্ত টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসরের ‘আসল কারণ’ খুঁজতে। ৩৭ বছর বয়সী এই ব্যাটিং তারকা গত সোমবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। এ নিয়ে নানাজন নানা কথা বলছেন। বেশির ভাগই টেস্ট ক্রিকেটার কোহলিকে নিয়ে বন্দনা। এর মধ্যেই গিবস কথা বলেছেন কোহলির টেকনিকের সমস্যা নিয়ে। তাঁর কাছে মনে হয়েছে, কোহলির চেয়ে টেকনিক্যালি ভালো ব্যাটসম্যান রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হল র

এছাড়াও পড়ুন:

কারা হবেন নতুন মুশফিক-মাহমুদউল্লাহ

সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেনকে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কী বলেছেন, তা নিশ্চয়ই জেনে গেছেন। ওয়ানডে দল পরিচালনায় নাজমুলের সাহায্য চেয়ে মিরাজ বলেছেন, দুজন মিলেই দলটাকে ভালো অবস্থায় নিয়ে যেতে চান।

মিরাজের সেই যাত্রা শুরু হবে কাল থেকে, কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে। তার ঠিক আগে দলের অধিনায়কত্বে যেমন নতুনত্ব এসেছে, পুরোনো দল থেকে খসে পড়েছেন দুজন বড় তারকাও। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মুশফিকু রহিম ও মাহমুদউল্লাহ। মুশফিক এখনো টেস্ট খেললেও মাহমুদউল্লাহ এখন সব সংস্করণেই সাবেক ক্রিকেটার। ওয়ানডে থেকে তাঁদের অবসরের পর এই প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আরও পড়ুননাজমুলের কাছে যে সাহায‍্য চাইলেন মিরাজ২০ ঘণ্টা আগে

তামিম ইকবাল অবসর নিয়েছেন, সাকিব আল হাসান অবসর না নিয়েও ‘অবসরে’, এখন মুশফিক–মাহমুদউল্লাহও নেই। মাশরাফি বিন মুর্তজা তো নেই আরও আগে থেকেই। সব মিলিয়ে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেটারদের যে ‘যাই যাই’ রব, টি–টোয়েন্টির পর ওয়ানডেতেও এখন সেটির আনুষ্ঠানিক অবসান ঘটে গেছে।

মুশফিক–মাহমুদউল্লাহর যুগপৎ বিদায়ে একটু অনভিজ্ঞ হয়ে পড়বে বাংলাদেশ দলের মিডল অর্ডার। তাঁরা অবসরে চলে গেলেও মিডল অর্ডারে মুশফিক, মাহমুদউল্লাহর নির্ভরযোগ্য বিকল্প এখনো তৈরি হয়নি বা হলেও তাঁদের পারফরম্যান্সের ধারাবাহিকতা এখনো প্রমাণের অপেক্ষায়। অভিজ্ঞতা ও দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা—দুটো মিলেই আসলে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন মুশফিক–মাহমুদউল্লাহ। তাঁদের বিকল্প রাতারাতি হবেও না। তবে যাঁরা আছেন, ওয়ানডেতে বাংলাদেশকে নতুন করে পথ দেখাতে হলে তাঁদেরই হয়ে উঠতে হবে নতুন মুশফিক–মাহমুদউল্লাহ–সাকিব।

তাওহিদ হৃদয় কি মিডল অর্ডারের হাল ধরতে পারবেন

সম্পর্কিত নিবন্ধ

  • সিনিয়ররা না থাকায় নতুনদের জন্য সুযোগ দেখছেন মিরাজ
  • কারা হবেন নতুন মুশফিক-মাহমুদউল্লাহ