অ্যাপল ভারতে নয়, যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করুক: চান ট্রাম্প
Published: 16th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের পণ্য ভারতে উৎপাদন করুক, তা চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পণ্যগুলো যেন যুক্তরাষ্ট্রে উৎপাদন করা হয়, সে জন্য প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যান ট্রাম্প। কাতারে অবস্থানের সময় তিনি বলেন, ‘টিম কুকের (অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা) সঙ্গে আমার সামান্য সমস্যা হয়েছিল। আমি বলেছিলাম, টিম, আমরা আপনাকে ভালোই সহযোগিতা করেছি। আপনি বছরের পর বছর ধরে চীনে যতগুলো কারখানা বানিয়েছেন, আমরা সেগুলো মেনে নিয়েছি।’
এরপরই টিম কুকের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই না আপনি ভারতে (কারখানা) তৈরি করেন। আমরা চাই আপনি সেগুলো এখানে—যুক্তরাষ্ট্রে নির্মাণ করেন। আর তাঁরা যুক্তরাষ্ট্রে তাঁদের উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছেন।’
গত এপ্রিলের শুরুর দিকে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হলেও পার পায়নি চীন। দেশটির ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে বেইজিংও। এতে বড় শঙ্কার মুখে পড়ে অ্যাপল। কারণ, বেশির ভাগ পণ্য চীনে উৎপাদন করে তারা।
যদিও পাল্টাপাল্টি আরোপ করা এই উচ্চ শুল্ক গত সোমবার ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এতে বিশ্ববাণিজ্যে সৃষ্টি হওয়া অস্থিতিশীলতা আরও কমে এসেছে। তবে এ ঘোষণার আগে চলতি মাসের শুরুর দিকে টিম কুক বলেছিলেন, তিনি আশা করছেন, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোন উৎপাদনের দেশ হবে ভারত।
ট্রাম্পের শুল্ক ঘোষণা করার আগে গত ফেব্রুয়ারি মাসেই যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল অ্যাপল। দেশটিতে ২০ হাজার জনকে নিয়োগ দেওয়ার কথাও বলেছিল। সেদিকে ইঙ্গিত করে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘অ্যাপল এরই মধ্যে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলেছে। তবে তাদের উৎপাদন এখানে (যুক্তরাষ্ট্রে) করতে হবে। সেটি চমৎকার হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য পল
এছাড়াও পড়ুন:
বন্দরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসত বাড়িতে অগ্নিকাণ্ড
বন্দরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গিয়ে ৩ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের খানাবাড়ী মোড়স্থ ইয়ামিন খন্দকারের বসত বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এ
ঘটনায় প্রায় ৩ লাখ টাকা ক্ষতি সাধনসহ অগ্নিকান্ডের স্থান থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।