সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডকে অপসারণ, যে বার্তা পেলেন আনচেলত্তি
Published: 16th, May 2025 GMT
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজকে দায়িত্ব থেকে অপসারণ করেছেন আদালত। তত্ত্বাধায়ক প্রেসিডেন্ট হিসেবে রিও ডি জেনিরোর বিচারিক আদালতের বিচারপতি গ্যাব্রিয়েল ডি অলিভেইরা ফার্নান্দো সার্নিকে দায়িত্ব নিয়েছেন।
পদচ্যুত হওয়ার মাত্র তিনদিন আগে এডনাল্ড রদ্রিগুয়েজ ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হিসেবে কার্লো আনচেত্তিকে নিয়োগ দিয়েছেন। এমনকি লা লিগা মৌসুম শেষ হওয়ার আগে এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিলের আগে ইতালিয়ান কোচ ডন কার্লোকে নিয়োগের বিষয়ে বিবৃতিও দিয়েছে সিবিএফ।
এডনাল্ডকে অপসারণ করায় ব্রাজিলের ডাগ আউটে কার্লো আনচেলত্তির দাঁড়ানো নিয়ে কোন শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে পরিষ্কার বার্তা দিয়েছেন ফার্নান্দো সার্নি। তিনি জানিয়েছেন, এডনাল্ডের অপসারণের সঙ্গে আনচেলত্তির চুক্তির কোন দ্বন্দ্ব নেই। কোন সমস্যা ছাড়াই আনচেলত্তি ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন।
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো আরও জানিয়েছে, ফার্নান্দো সার্নি বলেছেন- কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি হয়েছে সিবিএফের, এডনাল্ড রদ্রিগুয়েজের সঙ্গে নয়, ‘আমি এটা নিয়ে কোন ঝামেলা করতে যাচ্ছি কিনা? না, ফুটবল চলবে ফুটবলের মতো। আমি কেবল সাময়িক সময়ের জন্য দায়িত্ব পেয়েছি।’
এডনাল্ডকে অপসারণ করা হলেও সিবিএফের সমন্বয়ক রদ্রিগো কায়তানো এবং টেকনিক্যাল সমন্বয়ক হুয়ানকে তাদের দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে। তারা দু’জন বর্তমানে মাদ্রিদে আছেন। এডনাল্ডকে অপসারণ এবং এতে কাজে বাধা নেই; এই বার্তা আনচেলত্তির কাছে তারা দু’জনই পৌঁছে দিয়েছেন।
দায়িত্ব থেকে অপসারণ করা হলেও এডনাল্ড পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন। সিবিএফকে আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন দিতে বলেছেন আদালত। এর আগেও তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। পুনরায় নির্বাচন করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এডনাল্ড। তবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে- স্বাক্ষর জালিয়াতি করে তিনি সিবিএফের চেয়ারে বসেছেন। যে কারণে পুনরায় অপসারণ হলেন।
ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ২৬ মে কাজ শুরু করবেন। তার আগে সিবিএফের মাধ্যমে ডন কার্লো প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা করবেন বলে জানা গেছে। অবশ্য কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, ফিফার কাছে সিবিএফ প্রাথমিক দল পাঠিয়ে দেবে। এরপর রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল স ব এফ র
এছাড়াও পড়ুন:
সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে সরব না: অধ্যাপক রইস
সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও নড়বেন না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
অধ্যাপক রইছ উদ্দিন বলেন, “এ দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে। তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত।”
তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত, বঞ্চিত এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্যের নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই একাট্টা। সুতরাং আমাদের দাবি পূর্ণাঙ্গরুপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপস্থিত হয়েছি, এখান থেকে ব্যাকে যাওয়ার সুযোগ নেই। তাই সবার সহযোগিতা ও অংশগ্রহণ চাই।”
তিনি বলেন, “আমরা এখান থেকে একচুল সরব না। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত যে সরকার যদি চোখ রাঙিয়ে কথা বলে, হুমকি-ধামকি দেয়, যদি স্টিম রোলার চালানোর প্রচেষ্টা করে তাহলে সেটাকে রুখে দেব। এ আন্দোলন তখন কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে, জানি না, এর দায় দায়িত্ব আমরা নেব না।”
এদিকে, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে অনশন শুরু করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এর আগে বিকেল ৩টায় সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।
ঢাকা/লিমন/সাইফ