সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডকে অপসারণ, যে বার্তা পেলেন আনচেলত্তি
Published: 16th, May 2025 GMT
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজকে দায়িত্ব থেকে অপসারণ করেছেন আদালত। তত্ত্বাধায়ক প্রেসিডেন্ট হিসেবে রিও ডি জেনিরোর বিচারিক আদালতের বিচারপতি গ্যাব্রিয়েল ডি অলিভেইরা ফার্নান্দো সার্নিকে দায়িত্ব নিয়েছেন।
পদচ্যুত হওয়ার মাত্র তিনদিন আগে এডনাল্ড রদ্রিগুয়েজ ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হিসেবে কার্লো আনচেত্তিকে নিয়োগ দিয়েছেন। এমনকি লা লিগা মৌসুম শেষ হওয়ার আগে এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিলের আগে ইতালিয়ান কোচ ডন কার্লোকে নিয়োগের বিষয়ে বিবৃতিও দিয়েছে সিবিএফ।
এডনাল্ডকে অপসারণ করায় ব্রাজিলের ডাগ আউটে কার্লো আনচেলত্তির দাঁড়ানো নিয়ে কোন শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে পরিষ্কার বার্তা দিয়েছেন ফার্নান্দো সার্নি। তিনি জানিয়েছেন, এডনাল্ডের অপসারণের সঙ্গে আনচেলত্তির চুক্তির কোন দ্বন্দ্ব নেই। কোন সমস্যা ছাড়াই আনচেলত্তি ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন।
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো আরও জানিয়েছে, ফার্নান্দো সার্নি বলেছেন- কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি হয়েছে সিবিএফের, এডনাল্ড রদ্রিগুয়েজের সঙ্গে নয়, ‘আমি এটা নিয়ে কোন ঝামেলা করতে যাচ্ছি কিনা? না, ফুটবল চলবে ফুটবলের মতো। আমি কেবল সাময়িক সময়ের জন্য দায়িত্ব পেয়েছি।’
এডনাল্ডকে অপসারণ করা হলেও সিবিএফের সমন্বয়ক রদ্রিগো কায়তানো এবং টেকনিক্যাল সমন্বয়ক হুয়ানকে তাদের দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে। তারা দু’জন বর্তমানে মাদ্রিদে আছেন। এডনাল্ডকে অপসারণ এবং এতে কাজে বাধা নেই; এই বার্তা আনচেলত্তির কাছে তারা দু’জনই পৌঁছে দিয়েছেন।
দায়িত্ব থেকে অপসারণ করা হলেও এডনাল্ড পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন। সিবিএফকে আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন দিতে বলেছেন আদালত। এর আগেও তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। পুনরায় নির্বাচন করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এডনাল্ড। তবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে- স্বাক্ষর জালিয়াতি করে তিনি সিবিএফের চেয়ারে বসেছেন। যে কারণে পুনরায় অপসারণ হলেন।
ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ২৬ মে কাজ শুরু করবেন। তার আগে সিবিএফের মাধ্যমে ডন কার্লো প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা করবেন বলে জানা গেছে। অবশ্য কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, ফিফার কাছে সিবিএফ প্রাথমিক দল পাঠিয়ে দেবে। এরপর রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল স ব এফ র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।