Prothomalo:
2025-05-16@11:53:19 GMT

বাঙালির পবিত্র সফর

Published: 16th, May 2025 GMT

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। তবে বাঙালি মুসলমানদের জন্য হজ পালন একটি পবিত্র স্বপ্ন। তবে তিন-চার দশক আগেও হজযাত্রা ছিল অত্যন্ত কঠিন, দীর্ঘ ও বিপৎসংকুল। বাঙালিরা সমুদ্রপথে জাহাজে বা স্থলপথে দীর্ঘ যাত্রা করে মক্কা-মদিনার পথে রওনা হতেন, রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতি খুঁজতে এবং কাবা শরিফ ও হাজরে আসওয়াদের স্পর্শে নিজেকে পবিত্র করতে। এ নিবন্ধে সেকালের বাঙালির হজযাত্রার প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সামাজিক তাৎপর্য তুলে ধরা হলো।

সেকালের হজযাত্রার পটভূমি

তিন-চার দশক আগে হজযাত্রা ছিল একটি জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। প্রস্তুতির জন্য বছরের পর বছর লেগে যেত। তখন হজযাত্রীরা ইহজীবনের সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে হজের উদ্দেশে রওনা হতেন। উল্লেখযোগ্য হলো ছেলেমেয়ের বিয়েশাদি সম্পন্ন করা, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা ও আর্থিক লেনদেনের পাট চুকানো এবং পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন ইত্যাদি।

অধিকাংশ বয়স্ক লোকই হজযাত্রী ছিলেন। কারণ, যুবকেরা সাধারণত হজে যেতেন না। এর কারণগুলোর অন্যতম ছিল দীর্ঘ ও বিপৎসংকুল যাত্রার ভয়, রোগাক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা, সমুদ্রঝড় বা পথে হারিয়ে যাওয়া। তখন অনেকে পথেই মারা যেতেন। অনেকে হজকে জীবনের শেষ ভ্রমণ হিসেবে বিবেচনা করতেন। কেউ কেউ মক্কা বা মদিনায় মৃত্যুর প্রত্যাশা করতেন, আবার কেউ হজের পর দুনিয়াদারি ত্যাগ করার পরিকল্পনা করতেন। এ ছাড়া বাংলার সংস্কৃতিতে বয়স্করা হজে যাওয়াকে বেশি গ্রহণযোগ্য মনে করা হতো। এটি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশের থেকে ভিন্ন, যেখানে তরুণেরা বিয়ের পরপরই হজে যান।

হজযাত্রার সামাজিক তাৎপর্য

সেকালে হজ পালন করা ছিল অর্থবিত্ত, শারীরিক সামর্থ্য, দৃঢ় মনোবল ও মজবুত ইমানের প্রতীক। হজযাত্রীর সংখ্যা ছিল কম, তবে সমাজে তাঁদের কদর ছিল অপরিসীম। একটি বংশে একজন হাজির উপস্থিতি সেই বংশের মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দিত। কিছু ক্ষেত্রে গ্রামের নাম পরিবর্তন হয়ে ‘হাজীপুর’, ‘হাজীগঞ্জ’, ‘হাজীপাড়া’ বা ‘হাজীবাগ’ হয়ে যেত, যা হজের সামাজিক প্রভাবের প্রমাণ।

হাজিরা সমাজে ধর্মীয় ও নৈতিক আদর্শের প্রতীক হিসেবে বিবেচিত হতেন। তাঁদের অভিজ্ঞতা ও গল্প গ্রামের মানুষের মধ্যে ধর্মীয় উৎসাহ জাগাত।

আরও পড়ুনসহজ ওমরাহ ৩০ জানুয়ারি ২০২৫

সেকালের হজযাত্রার পথ

সেকালে হজযাত্রার জন্য বিশ্বব্যাপী পাঁচটি প্রধান যাত্রাপথ ছিল:

১.

ইরাকি রুট (দার্ব জুবায়েদা): কুফা ও বসরা থেকে শুরু হয়ে মক্কায় পৌঁছাত। ইরান, ইরাক ও মধ্য এশিয়ার হজযাত্রীরা এ পথ ব্যবহার করতেন। পথে পানি ও আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা ছিল।

২. সিরীয় রুট (দার্ব হাজ আল সামি): দামেস্ক, আম্মান, পেট্রা, তাবুক হয়ে মক্কা-মদিনা। এই পথে বেদুইনদের আক্রমণের ঝুঁকি ছিল বেশি।

৩. মিসরীয় রুট (দার্ব আল মিসরি): কায়রো থেকে সিনাই হয়ে মক্কা-মদিনা।

৪. ইয়েমেনি রুট (তিহামা হজপথ): এই পথে ২৬টি বিরতি স্থান ছিল এবং এটি ছিল অত্যন্ত বিপৎসংকুল।

৫. আফ্রিকান রুট: মালির টিম্বাকটু থেকে সাহারা মরুভূমি অতিক্রম করে কায়রো, তারপর সিনাই হয়ে মক্কা-মদিনা।

বাংলাদেশ থেকে হজযাত্রীরা প্রধানত দুটি পথ ব্যবহার করতেন:

স্থলপথ: চট্টগ্রাম থেকে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক হয়ে মক্কা। উদাহরণস্বরূপ, ১৭৯৯ সালে হাজি শরীয়তুল্লাহ, হাজি মুহম্মদ মুহসীন এবং মীর নিসার আলী তিতুমীর এ পথে হজে গিয়েছিলেন। এ পথ ছিল দীর্ঘ ও বিপজ্জনক, বিশেষ করে সাফায়িদ শিয়া জনগোষ্ঠীর আক্রমণের কারণে।

সমুদ্রপথ: বঙ্গোপসাগর, পক প্রণালি, লাক্ষা দ্বীপ উপসাগর, আরব সাগর, এডেন উপসাগর ও লোহিত সাগর হয়ে জেদ্দা। এ দূরত্ব ছিল প্রায় ৪ হাজার ৪০৯ নটিক্যাল মাইল। সমুদ্রপথ তুলনামূলকভাবে নিরাপদ হলেও সমুদ্রঝড়, রোগ ও জলদস্যুদের আক্রমণের ঝুঁকি ছিল। ষোড়শ শতকে লোহিত সাগর পর্তুগিজদের নিয়ন্ত্রণে ছিল এবং হজযাত্রীদের কার্তাজ নামের একটি পাস সংগ্রহ করতে হতো।

কিছু হজযাত্রী চট্টগ্রামের পতেঙ্গা থেকে জাহাজে সিংহল (শ্রীলঙ্কা)। এরপর পাকিস্তান, আফগানিস্তান, ইরান, কুয়েত, ইরাক, জর্দান, মিসর হয়ে সৌদি আরব যেতেন। এ যাত্রার কিছু অংশ হেঁটে সম্পন্ন হতো, যা অত্যন্ত কঠিন ছিল।

আরও পড়ুন মসজিদে নববি ভ্রমণ করা যাবে ঘরে বসেই৩০ জানুয়ারি ২০২৩

মোগল আমলে হজযাত্রার ব্যবস্থা

মোগল শাসনামলে (১৫৭৬-১৮৫৭) হজযাত্রা কিছুটা সংগঠিত ছিল। মোগল সম্রাটরা হজযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করতেন।

সম্রাট আকবর প্রথম মোগল শাসক যিনি সরকারি খরচে বা ভর্তুকি দিয়ে হজযাত্রার ব্যবস্থা করেন। তিনি গুজরাটের সুরাট বন্দরকে বাব আল মক্কা (মক্কার দ্বার) হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং মক্কায় একটি সেবাদান কেন্দ্র নির্মাণ করেন। ১৫৭৫ সালে পর্তুগিজদের সঙ্গে নিরাপত্তা চুক্তির পর তিনি প্রতিবছর হজ নৌবহর পাঠানোর ঘোষণা দেন।

আকবর একজন জ্যেষ্ঠ সভাসদকে মীর হাজি (হজযাত্রীদের নেতা) নিযুক্ত করেন। উদাহরণস্বরূপ, আবদুর রহিম খানে খানা তিনটি জাহাজের (রহিম, করিম, সালারি) মালিক ছিলেন, যেগুলো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টন ওজনের এবং ১ হাজার ৭০০ যাত্রী বহন করতে পারত।

সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলেও এ ব্যবস্থা অব্যাহত ছিল। সম্রাট আওরঙ্গজেবের আমলে প্রতিবছর দুটি রাজকীয় জাহাজ লোহিত সাগর পাড়ি দিত, যেখানে যাত্রীদের কোনো খরচ বহন করতে হতো না। মোগল হারেমের নারীরা এ জাহাজে যাত্রা করতেন। উদাহরণস্বরূপ, আওরঙ্গজেবের কন্যা জেবুন্নেসা হজযাত্রীদের সাহায্য করতেন।

উল্লেখযোগ্য ঘটনা

১৬১৩ সালে রহিম জাহাজ (মালিক মরিয়ম-উজ-জামানি, জাহাঙ্গীরের মা) পর্তুগিজদের আক্রমণের শিকার হন। এটি মোগল সম্রাটের জন্য অসম্মানজনক ছিল। ফলে জাহাঙ্গীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসার অনুমতি দেন।

আরেকটি ঘটনা হলো, সফি বিন ওয়ালী আল-কাজভিনি নামে একজন পণ্ডিত ১৬৭৬ সালে সালামাত রাস জাহাজে হজে যান এবং তাঁর যাত্রার বিবরণ নিয়ে ‘আনিসুল হজ ’ নামে একটি বই লেখেন। এ বই মুম্বাইয়ের প্রিন্স অব ওয়েলস জাদুঘরে সংরক্ষিত আছে।

বাঙালির হজযাত্রার চ্যালেঞ্জ

সেকালের হজযাত্রায় ছিল নানামুখী চ্যালেঞ্জ। সমুদ্রপথে জলদস্যু, সমুদ্রঝড় ও রোগের ঝুঁকি ছিল। স্থলপথে আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের ভয় ছিল। হজের খরচ সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব ছিল। শুধু অর্থবান ব্যক্তিরাই হজে যেতে পারতেন। অনেকে ফিরে আসতে না পারার ভয়ে বা জীবনের শেষ ভ্রমণ হিসেবে হজকে বিবেচনা করতেন। এ ছাড়া সমুদ্রপথে পর্তুগিজদের কার্তাজ পাস সংগ্রহ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

সবকিছুর পরও সেকালের বাঙালির হজযাত্রা ছিল ধর্মীয় নিষ্ঠা, ত্যাগ, ও অধ্যবসায়ের একটি অসাধারণ উদাহরণ। দীর্ঘ, বিপৎসংকুল ও ব্যয়বহুল হলেও হজযাত্রীরা মক্কা-মদিনার পবিত্র মাটিতে পৌঁছানোর স্বপ্নে উদ্বুদ্ধ হতেন। মোগল শাসনামলে হজযাত্রা কিছুটা সংগঠিত হলেও সাধারণ মানুষের জন্য এটি ছিল একটি দুর্লভ সুযোগ। সমাজে হাজিদের মর্যাদা ও তাঁদের অভিজ্ঞতা বাঙালি মুসলমানদের ধর্মীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। আধুনিক যুগে বিমানযাত্রা ও সরকারি ব্যবস্থাপনা হজকে সহজ করলেও সেকালের হজযাত্রার গল্প আমাদের ধর্মীয় ঐতিহ্য ও ত্যাগের মহিমার কথা স্মরণ করিয়ে দেয়।

আরও পড়ুনকাবা শরিফ মার্বেল পাথরের অপূর্ব কাহিনি১৯ সেপ্টেম্বর ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ক ল র হজয ত র ল র হজয ত র র হজয ত র দ র ব যবস থ র জন য করত ন

এছাড়াও পড়ুন:

ক্ষমা চাইলেন শামীম হাসান-প্রিয়াঙ্কা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবন করে তার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও করেন এই অভিনেত্রী।

এ ঘটনার পর প্রিয়াঙ্কার সব অভিযোগ অস্বীকার করেন শামীম হাসান সরকার। পরবর্তীতে অভিনয়শিল্পী সংঘে দুজনেই অভিযোগ জানান। তার ভিত্তিতে সালিশি বৈঠকে পাল্টাপাল্টি অভিযোগের সমাধান হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা দুজনেই অনুতপ্ত। এতে করে সংশ্লিষ্ট শিল্প মাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায় স্বীকার করে এবং দুঃখ প্রকাশ করেন। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

এ জটিলতা সমাধানের পর শামীম হাসান সরকার ও প্রিয়াঙ্কা প্রিয়ার ভিডিও বক্তব্য নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। তাতে তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।

আরো পড়ুন:

অশ্লীলতার অভিযোগে অভিনেত্রী-নির্মাতাদের লিগ্যাল নোটিশ

ছোটবেলা থেকেই খুব খেলতে চাইতাম: তাসনুভা তিশা

এ বিষয়ে শামীম হাসান সরকার বলেন, “কিছুদিন আগে প্রিয়াঙ্কা প্রিয়া নামে একটি মেয়ের সঙ্গে আমার খারাপ একটি অভিজ্ঞতা হয়েছে। আমি তাকে বকা দিয়েছিলাম, খারাপ কথা বলেছিলাম। প্রিয়াঙ্কার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি এটা নিয়ে লজ্জিত। আমি মনে করি, আমার এটা করা ঠিক হয়নি। ১০ বছরের চলার পথে অনেকের সঙ্গে মিশেছি, রাগের মাথায় কাউকে কষ্ট দিয়ে থাকতে পারি, রাগ নিয়ন্ত্রণের জন্য আমি কাজ করব।”

নিজেকে বদলে ফেলার প্রতিশ্রুতি দিয়ে শামীম হাসান সরকার বলেন, “ভাইয়া-আপুদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা বস্তুনিষ্ট একটা সমাধানে পৌঁছাতে পেরেছি। আমি কথা দিচ্ছি, আমার দ্বারা আর কখনো এমনটা হবে না। আমি যা করেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমি যদি নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আপনারা আমাকে মাফ করে দিবেন।”

শামীম হাসান সরকার অভিনয়শিল্পী সংঘের নিয়মিত সদস্য। পরবর্তীতে সাংগঠিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলে তার সদস্য পদ বাতিল হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি। এ বিষয়ে শামীম হাসান সরকার বলেন, “শিল্পী সংঘ থেকে আমাকে সতর্ক করা হয়েছে। আমিও তাদের কথা দিয়েছি, এমনটা আর হবে না। আমি নিজেকে বদলে ফেলব। এরকম অভিযোগ আর কখনোই আসবে না। কথা দিচ্ছি।” 

প্রিয়াঙ্কা প্রিয়াও জটিলতা নিরসনের বার্তা দিয়েছেন। এ অভিনেত্রী বলেন, “সম্প্রতি শুটিং সেটে শামীম হাসান সরকারের সঙ্গে আমার একটা ঝামেলা নিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। শুটিংয়ের শট দেওয়ার সময় আমার ভুল হয়। এ কারণে উনি আমাকে গালিগালাজ করেন এবং রাগারাগি করেন। উনি স্বীকার করেছেন, রাগের মাথায় এসব করেছেন।” 

অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। কিন্তু এসব সত্য নয় বলে জানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, “এখানে ধর্ষণের যে ব্যাপারটা আসছে এটা সম্পূর্ণ ভুল। উনি শরীরে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু হয়নি। রাগের মাথায় আমার সঙ্গে উনি যে নোংরা শব্দ ব্যবহার করেছেন, তার জন্য আমার কাছে সরি বলেছেন। অভিনয়শিল্পী সংঘে তার সমাধান হয়েছে।”

পরের ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়াঙ্কা প্রিয়া বলেন, “আমরা শিল্পী সংঘে এসেছি। ভাইয়া (শামীম) আমার কাছে সরি বলেছেন। পুরো ঘটনা আমি আমার পরিবারের (শিল্পী সংঘ) সঙ্গে শেয়ার না করে সংবাদ সম্মেলন করি। এসবের জন্য আমি দুঃখিত। আমার উচিত ছিল বিষয়টি অভিনয়শিল্পী সংঘে আগে জানানো। আমি যেহেতু নতুন তাই এটা না বুঝেই করেছি।”

বৃহস্পতিবার (১৫ মে) সালিশি বৈঠকের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ। শামীম হাসান সরকার ও প্রিয়াঙ্কা প্রিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন। দুজনের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলে অভিনয়শিল্পী সংঘের অভিযোগ নিষ্পত্তিকরণ উপ-কমিটি (সালিশ কমিটি)।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ