স্থগিতের পর আবার আইপিএল শুরুর আগে বড় ধাক্কাই খেল দিল্লি ক্যাপিটালস। দলটির অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক জানিয়েছেন, এবারের আসরে তিনি আর ফিরছেন না। স্টার্ক সরে যাওয়ার পর এখন দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি বাঁহাতি পেসার বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে শারজায় আছেন। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তাঁর খেলার কথা। এর পরদিন রাতে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ৯ মে আইপিএলের খেলা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এর আগের দিন ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যায়। পরে জানা যায়, ভারতের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান ড্রোন হামলা করায় নিরাপত্তা শঙ্কায় খেলা থামিয়ে দেওয়া হয়েছিল। ওই সময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকায় দিল্লি ও পাঞ্জাব দলকে বাস ও ট্রেনে করে সেখান থেকে সরিয়ে আনা হয়।

ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের খবরে বলা হয়, ওই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অস্বস্তিতে দেখা গিয়েছিল স্টার্ক ও জ্যাক ফ্রেজার-ম্যাগার্ককে। এর পরপরই তাঁরা ভারত ছেড়ে যান। পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হলে ১৭ মে আইপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়। তবে ফ্রেজার-ম্যাগার্ক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন না জানিয়ে দিলে তাঁর জায়গায় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। স্টার্ক ফিরবেন কি না তা অবশ্য স্পষ্ট ছিল না। ক্রিকবাজ বলছে, বৃহস্পতিবার রাতে স্টার্ক দিল্লিকে না আসার বিষয়টি নিশ্চিত করে ইমেইল করেছেন।

আরও পড়ুন৬ কোটি রুপি কি আসলেই পাবেন মোস্তাফিজ১৫ মে ২০২৫

স্টার্কের না ফেরাটা দিল্লির জন্য বড় ধাক্কা। কারণ, ১১ কোটি ৭৫ লাখ রুপিতে কেনা এই পেসার এবারের আসরে বল হাতে দলের মূল অস্ত্র। স্থগিত হওয়ার আগ পর্যন্ত দিল্লির খেলা ১১ ম্যাচের সব কটিতে খেলে ১৪ উইকেট নিয়েছেন স্টার্ক। দলটিও প্লে-অফে খেলার আশায় আছে। এই মুহূর্তে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে দিল্লি। প্লে-অফ খেলতে হলে বাকি তিন ম্যাচের মাধ্যমে সেরা চার নিশ্চিত করতে হবে তাদের।

এই পর্যায়ে দিল্লির হাতে পেস বোলার আছে ৮ জন। তাঁরা হচ্ছেন দুশমন্ত চামিরা, মুকেশ কুমার, মোস্তাফিজুর রহমান, টি নটরাজন, মোহিত শর্মা, ত্রিপুরানা বিজয়, ভিপরাজ নিগম ও দরশন নালকান্দে। এর মধ্যে শুধু ভারতের নটরাজন আর বাংলাদেশের মোস্তাফিজুর রহমানই শুধু বাঁহাতি পেসার।

আবার গতকাল রাত পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পাননি মোস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুটি টি-টোয়েন্টি হবে ১৭ ও ১৯ মে। মোস্তাফিজ দুই ম্যাচেই খেললে দিল্লিতে যোগ দিতে পারবেন দলটির ১২তম ম্যাচের পর। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, স্টার্ক আসবেন না বলায় দিল্লি এখন মোস্তাফিজের ওপর ভরসা রাখছে। জ্যাক ফ্রেজার-মাগার্কের বদলি হিসেবে নেওয়া এই পেসার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনআইপিএলে বিদেশি খেলোয়াড়: কারা ফিরছেন, কারা ফিরছেন না৭ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন ক য প ট লস

এছাড়াও পড়ুন:

দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার

দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।

পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।

সম্পর্কিত নিবন্ধ